Web bengali.cri.cn   
তোমার ভাষা, তোমার কণ্ঠ, আমারও প্রিয়
  2011-06-29 14:27:08  cri

সুপ্রিয় বন্ধুরা, "কালের স্মৃতি - চীন আন্তর্জাতিক বেতার প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী" বিশেষ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। এটি প্রতিষ্ঠা বার্ষিকী সম্পর্কিত আমাদের তৃতীয় বিশেষ অনুষ্ঠান।

বন্ধুরা, আপনি যখন রেডিও সেট খুলে সুদূর চীন থেকে ইথারে ভেসে যাওয়া নিজের ভাষায় শুভেচ্ছা শোনেন কেমন লাগে আপনার; আপনি কি আনন্দিত কিংবা বিস্মিত হন? চীনের প্রতিবেশী দেশ অথবা চীন থেকে অনেক দূরের দেশগুলোর শ্রোতা বন্ধুরা চীন আন্তর্জাতিক বেতারে অন্য দেশের ভাষা নিয়ে মুগ্ধকর গল্প বর্ণনা করেন; বিশ্বের নতুন পরিবর্তনের বিবরণ প্রকাশ করেন।

আমরা চার পর্বের অনুষ্ঠানের মাধ্যমে সিআরআই'র ৭০ বছরের গল্প আপনাদেরকে জানাবো। আশা করি, আপনারা আমাদের "কালের স্মৃতি - চীন আন্তর্জাতিক বেতার প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী" শীর্ষক জ্ঞান যাচাই প্রতিযোগিতায় অংশ নেবেন।

আজকের অনুষ্ঠানে আমি আপনাদের কাছে দুটো প্রশ্ন রাখবো।

এক, চীন আন্তর্জাতিক বেতারে এখন কতটি ভাষায় অনুষ্ঠান সম্প্রচারিত হয়?

দুই, সি আর আই অনলাইন বহুভাষিক ওয়েবসাইট কোন বছর প্রতিষ্ঠিত হয়?

এ দুটি প্রশ্নের উত্তর আজকের অনুষ্ঠানের মধ্যেই খুজেঁ পাবেন।

চীন আন্তর্জাতিক বেতার থেকে বিশ্বব্যাপী ব্যবহৃত ইংরেজি, ফরাসি, স্প্যানিশ, রুশ ও আরবি ভাষায় যেমন অনুষ্ঠান সম্প্রচারিত হয়, তেমনি শুধু কয়েকটি দেশ ও অঞ্চলে ব্যবহৃত ভাষা যেমন বাংলা, পস্তু, সিংহলি ও সোয়াহিলিতেও অনুষ্ঠান প্রচারিত হয়। এসব ভাষায় সি আর আই'র পৃথক পৃথক ওয়েবসাইটও রয়েছে। সব মিলিয়ে এখন চীন আন্তর্জাতিক বেতার থেকে ৬১টি ভাষায় অনুষ্ঠান সম্প্রচারিত হয়। এসব ভাষা ব্যবহারকারী অঞ্চল ও দেশের সংস্কৃতির ব্যাপারে সি আর আই'র রয়েছে গভীর অনুভূতি।

১৯৬৮ সালের ২৯ আগষ্টের কথা। সেদিন সন্ধ্যায় রোমানিয়ায় অধ্যয়নরত চীনা ছাত্র লুও তুং ছুয়ান তার সহপাঠীদের সঙ্গে রেডিও সেটের সামনে অপেক্ষা করতে থাকেন। রেডিওর সামনে এমন প্রতীক্ষার কারণ কী? কারণ ওই দিনই সি আর আই'র রোমানিয়ার বিভাগের সম্প্রচার শুরু হয়। এ সম্প্রচারে সবাই খুব খুশি।

"চীন থেকে রোমানিয়া ভাষায় অনুষ্ঠান সম্প্রচারে আমরা খুব খুশি হই। আমরা আমাদের বন্ধুদেরকে এ আনন্দ সংবাদ জানাই। ২৯ আগষ্ট সন্ধ্যায় আমরা ছাত্রছাত্রীরা রেডিও সেটের কাছে অপেক্ষা করছি। তখন ঠিক ৯টা বাজে; আমরা শুনতে পাই রোমানিয়া ভাষা ভেসে আসছে রেডিও থেকে। রোমানিয়া ভাষা! আমি তখন ভাবতে থাকি, পড়াশুনা শেষ করার পর আমি কি সি আর আই'র রোমানিয়া বিভাগে কাজ করতে পারবো। যদি সেটা পারি তাহলে আমি খুবই গর্বিত হবো।"

এর এক বছর পর লুও তুং ছুয়ান সি আর আই'র রোমানিয়া ভাষা বিভাগের একজন নতুন সদস্য হিসেবে যোগ দেন। তিনি বলেন, রোমানিয়া ভাষা সুন্দর গানের মতো। আমি সারা জীবন এ ভাষা-সংশ্লিষ্ট কাজ করতে চাই। রোমানিয়া হচ্ছে আমার দ্বিতীয় জন্মস্থান।

সি আর আই বাংলা বিভাগের সম্প্রচার ইতিহাস ৪০ বছরের। এই ৪০ বছরে এ রেডিও স্টেশন থেকে বাংলা ভাষার অনুষ্ঠানের সম্প্রচার কখনোই থামেনি। অনেক বাংলাদেশি শ্রোতা বন্ধু সি আর আই'র সঙ্গে সঙ্গে বড় হয়েছেন এবং বাংলা বিভাগের অনুষ্ঠান প্রযোজক, উপস্থাপক ও অন্যদের ভালো বন্ধুতে পরিণত হয়েছেন। আজীবন বাংলা ভাষার অনুষ্ঠান সম্প্রচারের সঙ্গে যুক্ত সি চিং উ বলেন, বাংলাদেশি মানুষদের মতে, চীনাদের কণ্ঠে বাংলা ভাষা অর্থাত্ বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষায় অনুষ্ঠান সম্প্রচার বাংলাদেশের সংস্কৃতির জন্য অন্যতম বৃহত্তম সম্মান।

"বাংলাদেশের জনসংখ্যা আমাদের দেশের চেয়ে অনেক কম। বাংলাদেশিদের চোখে চীন একটি বড় দেশ। তারা জানে যে, চীন বিশ্বের প্রতিটি দেশকে সম্মান করে। ঠিক এ কারণে অনেক চীনা মানুষ বাংলা ভাষা পড়ে এবং এ ভাষায় অনুষ্ঠান সম্প্রচার করে। এ জন্য বাংলাদেশিরা খুব মুগ্ধ। শ্রোতা বন্ধুরা তাদের চিঠিতে প্রায়ই বলেন, চীন থেকে আমাদের রাষ্ট্রীয় ভাষায় অনুষ্ঠান সম্প্রচার আমাদের প্রতি সম্মান প্রকাশ করার মতো। আমরা দারুণ মুগ্ধ।"

"এ বছর হচ্ছে বিশ্ব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০ জন্মবার্ষিকী। এ উপলক্ষে আমরা তিন দিনের বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করি। আমরা রবীন্দ্র বিশেষজ্ঞদের সাক্ষাত্কারও প্রচার করি। অনুষ্ঠান সম্প্রচারের পর অনেক বন্ধু আমাদের কাছে চিঠি বা ইমেইল পাঠিয়ে জানিয়েছেন তারা এ রকম আয়োজনের বিষয়ে খুব আগ্রহী। চীন রবীন্দ্রনাথ ঠাকুরের ওপর গুরুত্ব দিচ্ছে – এতে আমরা গর্ব বোধ করি।"

চীন আন্তর্জাতিক বেতারের সম্প্রচার কাজ আন্তর্জাতিক পরিস্থিতি ও যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তিত ও উন্নত হয়েছে। বার্তা প্রযুক্তি উন্নয়নের পাশাপাশি সি আর আই নেটও প্রতিষ্ঠা করেছে। ১৯৯৮ সালে চীন আন্তর্জাতিক বেতারের অনলাইন বহুভাষিক ওয়েবসাইট চালু হয়। শ্রোতা বন্ধুরা, আপনারা শুধু মাতৃভাষায় রেডিও শুনতে পারছেন তা নয়, মাতৃভাষার ওয়েবসাইট‌ও দেখতে পাচ্ছেন। বর্তমানে সি আর আই'র ৬১টি ভাষার ওয়েবসাইট রয়েছে। এর মধ্য দিয়ে সি আর আই বিশ্বের সবচেয়ে বেশি ভাষায় প্রচারিত আন্তর্জাতিক যোগাযোগ সংস্থা পরিণত হয়েছে।

পস্তু আফগানিস্তানের প্রধান ভাষা। এ ভাষার ৩ হাজারও বেশী বছরের ইতিহাস রয়েছে। এ ভাষায় সি আর আই'র অনুষ্ঠান সম্প্রচার আফগানিস্তানের মানুষদের চীন সম্পর্কে জানার একটি নতুন বিশ্ব খুলে দিয়েছে। পস্তু বিভাগের কর্মী সি মেং বলেন, বিবিসি ও ভয়েস অব আমেরিকায় পস্তু ভাষায় অনুষ্ঠান সম্প্রচার হলেও সি আর আই হলো বিশ্বের একমাত্র রেডিও স্টেশন যেখানে অনুষ্ঠান তৈরি ও সম্প্রচার হয় চীনা ভাষীদের দিয়ে। এ বিষয়টি আফগানিস্তানের শ্রোতা বন্ধুদের বিস্মিত ও মুগ্ধ করে।

"তারা জানতে আগ্রহী যে চীনা মানুষেরা পস্তু ভাষা বলতে পারে কিনা। যদিও পস্তু ভাষায় অনুষ্ঠান সম্প্রচারের সময় খুব অল্প, তবুও আফগান সরকার, জাতীয় গণমাধ্যম ও নাগরিকরা তাকে খুব গুরুত্ব দেয়।"

দুদেশের সাংস্কৃতিক বিনিময়ের জন্য সি আর আই'র পস্তু বিভাগ প্রথম চীনা-পস্তু ভাষা অভিধান প্রকাশ করেছে।

সি আর আই'র ৬১টি ভাষার মধ্যে এসপেরানতো একটি বিশেষ ভাষা। এ ভাষা বিশেষ কোনো দেশ ও জাতির ভাষা নয়। এসপেরানতো ভাষায় অনুষ্ঠান সম্প্রচার হচ্ছে ৫০ বছরও বেশি সময় ধরে। সি আর আই এসপেরানতো ভাষা বিভাগের বিশেষজ্ঞ সিয়ে ইয়ু মিন চীনের ধ্রুপদি সাহিত্যের সেরা সাহিত্যকর্ম 'হং লও মেন' চীনা থেকে এসপেরানতো অনুবাদ করেন। তিনি এসপেরানতো ভাষা এত ভালবাসেন যে, যখন তাঁর স্ত্রী গর্ভবতী ছিলেন তিনি প্রতিদিন তাঁকে এসপেরানতো ভাষা শেখাতেন। এখন তাঁর মেয়ে বাড়িতে বাবার সঙ্গে কখনো কখনো এসপেরানতো ভাষায় কথা বলে।

বাইবেলে একটি কাহিনী আছে, মানুষ বিশ্বের নানা জায়গা থেকে যৌথভাবে স্বর্গের দিকে উচ্চ টাওয়ার নির্মাণ করতে থাকে। কিন্তু বিধাতা মানুষকে বাধা দেয়। তিনি মানুষকে বিভিন্ন অঞ্চলে রাখে এবং তাদের ভিন্ন ভিন্ন ভাষা দেয়, যাতে এক অঞ্চলের মানুষ অন্য অঞ্চলের মানুষের সাথে বিনিময় করতে না পারে, আর যাতে উচ্চ টাওয়ার ব্যর্থ হয়। কিন্তু সি আর আই'র প্রচেষ্টায় বিভিন্ন দেশের ভাষা এখানে মিলিত হয়েছে, বিশ্বের প্রতিটি কোণায় সি আর আইর কণ্ঠ শুনতে পাওয়া যায়।

সুপ্রিয় বন্ধুরা, আজকের বিশেষ অনুষ্ঠান শেষ হওয়ার আগে আমি আপনাদেরকে আবারো জানিয়ে দিতে চাই আজকের প্রশ্ন দুটো।

এক, চীন আন্তর্জাতিক বেতারে এখন কতটি ভাষায় অনুষ্ঠান সম্প্রচারিত হয়?

দুই, সি আর আই অনলাইন বহুভাষিক ওয়েবসাইট কোন বছর প্রতিষ্ঠিত হয়?

আশা করি, সব শ্রোতা এবারের জ্ঞান যাচাই প্রতিযোগিতায় অংশ নেবেন।

(জিনিয়া ওয়াং)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040