Web bengali.cri.cn   
সিআরআই হচ্ছে চীনের উন্নয়ন ও আন্তর্জাতিক পরিস্থিতির পরিবর্তনের বাহক
  2011-06-22 14:27:25  cri

 

সুপ্রিয় বন্ধুরা, "কালের স্মৃতি-চীন আন্তর্জাতিক বেতার প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী" বিশেষ অনুষ্ঠানে স্বাগত। এ বছর ৩ ডিসেম্বর চীন আন্তর্জাতিক বেতার প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী । গত ৭০ বছর ধরে সি আর আই শুধু দেশ-বিদেশকে চীনের উন্নয়ন প্রচার করেছে তা নয়, সিআরআই বিবেকএর সাথে পরিবর্তিত আন্তর্জাতিক পরিস্থিতি তুলে ধরেছে, যাতে বিশ্বের বিভিন্ন দেশের জনগণের সমোঝতা বৃদ্ধি হয়। নতুন যুগ এসেছে, সি আর আই এবং বিভিন্ন দেশের মাধ্যম ও মানুষের সঙ্গে আরো ঘনিষ্ঠ এ ব্যাপারে প্রচেষ্টা চলছে। অনেক বৃহদাকার দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় তত্পরতার আয়োজন করেছে, সিআরআই আন্তর্জাতিক মৈত্রী যোগাযোগের দূতে পরিণত হয়েছে।

আমরা চারবার অনুষ্ঠানের মাধ্যমে সিআরআই'র ৭০ বছরের গল্প আপনাদেরকে জানাবো। আশা করি, আপনারা আমাদের "কালের স্মৃতি-চীন আন্তর্জাতিক বেতার প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী" নামের জ্ঞান যাচাই প্রতিযোগিতায় অংশ নেবেন।

আজের অনুষ্ঠানের পর আমি আপনাদের কাছে দু'টি প্রশ্নের জবাব চাইবো। এক, চীন আন্তর্জাতিক বেতার বিদেশে কয়টি আঞ্চলিক কেন্দ্র প্রতিষ্ঠা করবে? দুই, 'চীন-রাশিয়া বন্ধুত্বপূর্ণ পর্যটন---রাশিয়ায় ভ্রমণ' তত্পরতা কোন বছরে অনুষ্ঠিত হয়েছে?

আন্তর্জাতিক মাধ্যম সংস্থা হিসেবে, সি আর আইর বিশ্বের সবচেয়ে বেশি ভাষা আছে। বিশ্বে চীনের প্রচার এবং বিশ্বে বিশ্বের প্রচার হচ্ছে সি আর আইর দায়িত্ব। জাতিসংঘের সদর দপ্তরে, কোসোভো যুদ্ধে, হোয়াইট হাউসে নেতাদের সাক্ষাতে, আফ্রিকান দেশের নেতা নিযুক্ত অনুষ্ঠানে সি আর আইর সাংবাদদাতা রয়েছে।

১৯৯৯ সালে মার্চ কোসোভো যুদ্ধ শুরু হয়েছে। এ যুদ্ধ সংবাদদাতার জন্য খুব আকস্মিক। কিন্তু, ওয়াং জি মিন, চীন আন্তর্জাতিক বেতারের একজন সংবাদাতা শীগগিরই যুদ্ধের অঞ্চলে প্রবেশ করে স্থানীয় মানুষের সাক্ষাত্কার নিয়েছেন। তার মধ্যে বিশ্বকে কোসোওভোতে কী ঘটেছে রয়েছে।

 

'আমারও ভয় লাগে, যখন যুদ্ধ শুরু হয় আমার খুব ভয় লাগে, কারণ আমার কোনো যুদ্ধের অভিজ্ঞতা নেই। আমি একা একা গাড়ি নিয়ে স্কুল, দোকান, আবাসিক এলাকায় গিয়েছি, কোনো খাবার খেয়েছি না, প্রায় ৮ ঘন্টার গাড়ি পথ। এর পর আমি বাড়ি ফিরেছি, তখন আমি জানি না যে কিভাবে এ ঘটনার বিবরণ করতে হবে। কারণ প্রতিটি অঞ্চলের মানুষ খুব আগ্রহী।'

প্রায় ৮০ দিন পর ওয়াং জি মিনের বিপদে কেটেছে। তাঁর কাছ থেকে প্রায় ৫০ মিটার দূরে একটি বোমা ছিল। কিন্তু তাঁর রিপোর্ট 'যুদ্ধকালীন যুগোস্লাভিয়া ইউনিয়ন' এরর তথ্য পুরস্কার পেয়েছে।

গত শতাব্দীর ৮০ দশকে বিদেশে প্রথম সংবাদদাতা কেন্দ্র স্থাপন থেকে, এখন পর্যন্ত সি আর আইর ৩২টি সংবাদদাতা কেন্দ্র আছে। আগামী ১০ বছরের মধ্যে, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, ইউরোপ ও উত্তর আমেরিকাসহ ৮টি আঞ্চলিক কেন্দ্র নির্মাণের কাজ সম্পন্ন হবে।

এ শতাব্দীর প্রথম ৫ বছর হচ্ছে পাকিস্তানে সিআরআইর মুখ্য সংবাদদাতা হং লিনের সবচেয়ে স্মরণীয় সময়। তিনি আফগানিস্তান যুদ্ধ, ইরাক যুদ্ধ ও ইরান পারমাণবিক সংকটসহ বিভিন্ন ঘটনার রিপোর্ট প্রকাশ করেছেন। হং লিনের অ্যালবামে রয়েছে একটি ছবি, এতে ২০০৩ সালে ইরাকে তার সাক্ষাত্কারের স্মৃতি জড়িয়ে রয়েছে।

 

আমি ইরাক ও জর্দানের সীমারেখায় সাক্ষাত্কার নিয়েছি, তখন একজন সবচেয়ে ছোট শিশু দেখেছি। তার মা হচ্ছে মুসলমান, কোনো পুরুষের সঙ্গে তিনি কোনো সাক্ষাত্কার দেন নি। বিভিন্ন পক্ষের সাহায্য ও তাঁর চীনা জনগণের মৈত্রীর কারণে, তিনি আমাকে সাক্ষাকত্কার দিয়েছেন। ইরাক যুদ্ধের ১তম বার্ষিকী উপলক্ষে শ্রোতা সি আর আইকে ফোন করে এ মেয়ের অবস্থা উদ্বেগ করেছে।

গত কয়েক বছর ধরে, চীনের উন্নয়নের সঙ্গে সঙ্গে, আন্তর্জাতিক সম্প্রদায় চীনের অবস্থানের প্রতি দৃষ্টি রেখেছে।

 

সি আর আই সব সময়ে চীনের অবস্থান প্রকাশ করে। বিশ্বের জনগণ চীনকে জানার জন্য সি আর আই অব্যাহত চেষ্টা করে যাচ্ছে।

২০০৬ সালে চীন ও রাশিয়ার নেতাদের সিদ্ধান্ত অনুযায়ী, দু'দেশ 'দেশ ভিত্তিক তত্পরতার'আয়োজন করে। এ সুযোগ কাজে লাগিয়ে সি আর আই 'চীন-রাশিয়া বন্ধুত্বপূর্ণ পর্যটন---রাশিয়ায় ভ্রমণ' যৌথ সাক্ষাত্কার তত্পরতা চক্রান্ত দিকটি কার্যকর করেছে। এক বছরের পর রাশিয়ার মাধ্যম 'চীন-রাশিয়া বন্ধুত্বপূর্ণ পর্যটন---চীনে ভ্রমণ' তত্পরতার আয়োজন করে চীনের ১৫টি প্রদেশ ও শহরে সাক্ষাত্কার নিয়েছে এবং সাফল্য অর্জন করেছে। তত্পরতার সাথের একজন দায়িত্বশীল ব্যক্তি, সি আর আইর রাশিয়া ভাষা বিভাগের প্রবীণ বিশেষজ্ঞ ফেন বিং বিং বলেন, তত্কালীন এ কাজ খুবই লক্ষ্যণীয় -- চীনকে জানার জন্য রাশিয়ার জনগণ সাহায্য করে, এর সঙ্গে চীনা জনগণও সাহায্য করে রাশিয়াকে জানেন। গত শতাব্দীর ৯০ দশক আমি রাশিয়ায় গিয়েছি, একজন রাশিয়ার লোক আমাকে জিজ্ঞেস করে, আপনারা চীনা পুরুষদের চুল আগের মত লম্বা? আমি বিস্মিত হয়েছি। তাহলে আমি একটি সাক্ষাত্কারের আয়োজন করি, এভাবে উভয় পক্ষের বিনিময় ও সমঝোতা আরো বেশি হয়েছে।

দু'বছর পর সি আর আই 'রাশিয়ার ভালবাসা---চীনা মানুষ রাশিয়ার গান গায়' তত্পরতার আয়োজন করেছে। এতে চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও ও তত্কালীন রাশিয়ার প্রধানমন্ত্রী পুতিন অংশ নিয়েছে। পুতিন বলেন,

 

আমি এত খুশি যে বিভিন্ন বয়স ও বিভিন্ন দশকের চীনা জনগণ রাশিয়ার সংস্কৃতিতে আগ্রহী এবং এ প্রতিযোগিতায় অংশ নিয়েছে।

প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও বলেন,

 

'চীনা জনগণ রাশিয়ার গান গায়' প্রতিযোগিতায় অংশ নেয়া দু'দেশের মৈত্রী উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ।

চীন ও রাশিয়ার সুন্দর ইতিহাস আছে। আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা, আমাদের প্রিয় বন্ধুরা ভাষা নিয়ে সংস্কৃতি বিনিময় করেন, সঙ্গীত নিয়ে দু'দেশের মৈত্রীর উন্নয়ন করেন। এ হচ্ছে দু'দেশের সম্পর্ক ভালভাবে উন্নয়নের ভবিষ্যত।

সুপ্রিয় বন্ধুরা, আজকের বিশেষ অনুষ্ঠান শেষ হওয়ার আগে আমি আপনাদেরকে আবারো দু'টি প্রশ্ন জানাবো।

এক, চীন আন্তর্জাতিক বেতার বিদেশে কয়টি আঞ্চলিক কেন্দ্র প্রতিষ্ঠা করবে? দুই, 'চীন-রাশিয়ার বন্ধুত্বপূর্ণ পর্যটন---রাশিয়ায় ভ্রমণ' তত্পরতা কোন বছরে অনুষ্ঠিত হয়েছে?

আশা করি, সব শ্রোতা এবারের জ্ঞান যাচাই প্রতিযোগিতায় অংশ নেবেন।

(জিনিয়া ওয়াং)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040