Web bengali.cri.cn   
চীনে মোট কতটি বেতার কেন্দ্র আছে?
  2011-05-25 15:40:55  cri
এর আগে আমি বলেছি, কুমিল্লা জেলার সোহাগ বেপারীর প্রশ্নের জবাব দিবো। তাঁর প্রশ্ন হল চীনে মোট কতটি বেতার কেন্দ্র আছে? আপনার প্রশ্নের জবাব হচ্ছে, চীনের কেন্দ্রীয় পর্যায়ের বেতার কেন্দ্র দু'টি রয়েছে যে, চীন আন্তর্জাতিক বেতার ও চীন জাতীয় বেতার। এছাড়া, প্রতি প্রদেশ ও শহরে প্রদেশ পর্যায় ও শহর পর্যায়ের রেডিও কেন্দ্রও রয়েছে।

বাংলাদেশের ঝিনাইদহ জেলার এম,বি,জামান সিদ্দিকি চীনের ড্রাগন সম্পর্কে কিছু জানতে চেয়েছেন। আপনার প্রশ্নের জবাব হচ্ছে, ড্রাগন চীনের একটি কাল্পনিক পৌরাণিক প্রাণী যা কালক্রমে চীনা জাতির প্রতীক হয়ে উঠেছে। প্রাচীনকালের বইপত্রের কাল্পনিক বিবরণ অনুযায়ী, ড্রাগনের আকার সাপের মত, গায়ের আঁশ মাছের আঁশের মত, সিং হরিণের সিংয়ের মত, চোখ বাঘের চোখের মত, নাক সিংহের নাকের মত আর কান গরুর কানের মত। ইতিহাসে রাজবংশগুলোর রাজারা নিজেদের ড্রাগনের মূর্ত প্রতীক বলে মনে করতেন। তাঁরা তাদের শরীরকে ড্রাগন আসন বলতেন। চতুর্দশ শতাব্দি থেকে শুরু করে বিংশ শতাব্দিতেও চীনের রাজপ্রাসাদের থামগুলোর উপর অথবা ঘরের ছাঁইচে ড্রাগনের ছবি আঁকা হত অথবা মূর্তি খোদাই করা হত। ড্রাগন রাজপ্রাসাদে ক্ষমতার প্রতীক। বসন্ত উত্সবসহ সব কটি উত্সবের দিনে লোকে ড্রাগনের নাচ নাচে এবং ড্রাগন আকারের নৌকা নিয়ে নৌকা-বাইচ অনুষ্ঠান করে। এক কথায়, চীনা জনগণের কল্পনায় চীন ড্রাগনের জন্মস্থান আর ড্রাগন চীনা জাতির প্রতীক।

বাংলাদেশের গোপালগঞ্জ জেলার বেতার বন্ধু শ্রোতা সংঘের শিফা খানম জানতে চেয়েছেন, চীনে বর্তমানে গ্যাসের মজুদের পরিমান কত? আপনার প্রশ্নের জবাব হচ্ছে, ২০০৭ সাল পর্যন্ত সারা চীনে আবিশ্কার করা হচ্ছে যে, প্রাকৃতিক গ্যাসের মজুদের পরিমাণ হল ৪ হাজার ১শ বিলিয়ন বর্গ মিটার।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040