|
(বাম দিকে রিও ডি জেনেইরোতে চীনের কনসাল ছেন সিয়াওলিং, মাঝখানে সিআরআই'র লাতিন আমেরিকা কেন্দ্রের পরিচালক হো চিনছাও )
চীন আন্তর্জাতিক বেতার বা সিআরআই'র লাতিন আমেরিকা কেন্দ্রের পরিচালক হো চিনছাও ১৫ মে ব্রাজিলের রিও ডি জেনেইরোতে চীনের কনসাল ছেন সিয়াওলিংয়ের সঙ্গে সাক্ষাত্ করেন। তাঁরা সিআরআই'র লাতিন আমেরিকা কেন্দ্র স্থাপন নিয়ে মত বিনিময় করেন।হো চিনছাও ছেন সিয়াওলিংকে লাতিন আমেরিকায় সিআরআই'র কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, যদিও এক্ষেত্রে কিছু কিছু সমস্যা দেখা দিচ্ছে, তবে কন্সুলেটসহ বিভিন্ন মহলের ব্যক্তিদের সহায়তায় তার সমাধান হচ্ছে।
হো চিনছাও ছেন বলেন, লাতিন আমেরিকা কেন্দ্র ব্রাজিলে চীনা দূতাবাস ও কন্সুলেটগুলোর সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা জোরদার করবে।
ছেন সিয়াওলিং বলেন, কয়েক বছরের প্রয়াসে লাতিন আমেরিকা কেন্দ্র থেকে চীনের কণ্ঠ সারা অঞ্চলে ব্যাপকভাবে প্রচারিত হবে। (ছাই ইউয়ে)
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |