|
( ছাত্র-ছাত্রীদের চীনা ভাষা শিক্ষার কৌশলগুলি জানাচ্ছেন ক্লাসরুমের চীনা পরিচালক ইয়াং ওয়েই মিং স্বর্ণা।)
২০০৯ সালের ১৪ ফেব্রুয়ারি চীন আন্তর্জাতিক বেতার আর ঢাকার শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ক্লাসরুমটি চালু করার জন্য আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করে। একই বছর ২৯ অক্টোবর ক্লাসরুমের শিক্ষাক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়। এ পর্যন্ত প্রায় ১২০ জন বাংলাদেশি এতে ভর্তি হয়। এছাড়াও পঞ্চাধিক চীনা নাগরিক এই প্রতিষ্ঠানে প্রাথমিক বাংলা শেখেন।
গত বছর (২০১০) সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের একজন ছাত্র চীন সরকারের বৃত্তি নিয়ে চীনের কোয়াং চৌ শহরে গিয়ে চুংশান বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা অধ্যয়ন করছেন। এ বছর ২২ এপ্রিল ঢাকার চীনা দূতাবাসে ক্লাসরুমের পাঁচজন ছাত্র-ছাত্রী চীনাবৃত্তির প্রতিযোগিতায় অংশ নেবে।
চীনা ভাষা শিখতে আগ্রহী শ্রোতাবন্ধুসহ অন্যান্যরা (০২) ৮৯৫০৪৭১ বা ৭৯১২৯৬৮ নম্বরে যোগাযোগ করতে পারেন। ক্লাসরুমের মূল শ্লোগান হচ্ছে "মাতৃ ভাষায় চীনা ভাষা শিখুন"।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |