Web bengali.cri.cn   
মুখোমুখি
  2011-04-20 09:04:38  cri
বন্ধুরা,

আপনারা শুনছেন পেইচিং থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান। আমি ওয়াং ছুই ইয়াং জিনিয়া এবং আমি আবাম ছালাউদ্দিন আমার প্রিয় বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন? আপনাদের সবাইকে একরাশ শুভেচ্ছা জানিয়ে এখন শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান মুখোমুখি।

ভারতের পশ্চিম বঙ্গের অল ইন্ডিয়া সিআরআই লিসনার্স আসোসিয়েশনের বিধান চন্দ্র সান্যাল তাঁর চিঠিতে লিখেছেন, প্রিয় বাংলা বিভাগ, চীনা ভাষায় সুসি মানে নববর্ষের পূর্ব রাত। সেই সুসির দিনে পত্র লিখছি। টেলিফোনে আজ নববর্ষের অভিনন্দন জানিয়েছি সিআরআই পরিবারের সকলকে। এই পত্রের শুরুতেও চীনা নববর্ষ তথা বসন্ত উত্সাবের শুভেচ্ছা জানাই। গত ৩১ জানুয়ারি শুনলাম চীনের দূষণমুক্ত জ্বালানি শিল্পের উন্নতি বিষয়ক প্রতিবেদন। এই প্রতিবেদন থেকে চীনের জ্বালানি শিল্পের যে অগ্রগতি তার সুস্পষ্ট একটা চিত্র পেলাম। গল্প কথায় চীন অনুষ্ঠানে চীনের নববর্ষ তথা বসন্ত উত্সবের কথা জানলাম। জানলাম চীনাদের এক জনপ্রিয় খাবার সম্পর্কে যা আমাদের দেশে মিষ্টির মতন। আর শুনলাম শুভ কামনা সূচকবেশ কয়েকটি সঙ্গীত। তার মধ্যে শুভকামনা ও শুভেচ্ছা শীর্ষক গান দুটি বেশ লাগল। এভাবে প্রতিদিন আমরা চীন আন্তর্জাতিক বেতারের অনুষ্ঠান শুনে চলেছি।

ভারতের নওগাঁর ফ্রেন্ডস ডি এক্স ক্লাবের প্রেসিডেন্ট আবদুল রশিদ আনসারি তাঁর চিঠিতে লিখেছেন, শুরুতেই সবাইকে আমাদের ক্লাবের পক্ষ থেকে চীনা নতুন বছরের শুভেচ্ছা জানাই। আশা করি আপনারা ভাল আছেন। তারপর কথা এই যে আমি আপনাদের প্রচারিত সকল অনুষ্ঠান নিয়মিত শুনি তা অত্যন্ত ভাল লাগে। নতুন প্রচারিত অনুষ্ঠান ভালই লাগছে। তবে গানের প্রচার খানিকটা বেশি হয়ে গেছে। তারপর আপনাদের কাছে আমার একটি বিশেষ কথা-----আমি আপনাদের আয়োজিত 'আমি সিছুয়ানে যেতে চাই' শীর্ষক প্রতিযোগিতায় অংশ নিয়েছে এবং এর ফলাফল ঘোষণায় জানতে পেরে ছিলাম আমি প্রথম পুরস্কার বিজয়ী হয়েছি। তবে অত্যন্ত দুঃখের বিষয়—আমি এখনও আমার প্রাপ্য পুরস্কারটি পায়নি।

ভাই আনসারি, এ প্রতিযোগিতার পুরস্কার গত বছর আমরা পাঠিয়েছি, আপনি কেন যে পুরস্কার পাননি তা হয়তো আপনাদের ডাকঘরের প্রক্রিয়ার সমস্যা, ভাই আনসারি, আপনি কোন দুঃখ পাবেন না, আশা করি আপনি অব্যহতভাবে আমাদের অনুষ্ঠান শুনবেন এবং প্রতিযোগিতায় অংশ নেবেন, আমি বিশ্বাস করি আবারও আপনি অব্যশই পুরস্কার পাবেন।

বাংলাদেশের বগুড়া জেলার আটমূল আউড়া পাড়া ইন্টারন্যাশনাল রেডিও ক্লাবের প্রেসিডেন্ট এম শামসুল ইসলাম আমাদেরকে একটা চিঠি পাঠিয়েছেন, তিনি লিখেছেন যে ছালাউদ্দিন এবং মুক্তা আপুর একটি অনুষ্ঠানে গান প্রচার সময় নাম নিয়ে একটা ভুল হয়েছে। ভাই শামসুল ইসলাম, আপনাকে ধন্যবাদ, আমরা নিশ্চিত করছি যে এ ধরনের ভুল যাতে না হয় সে জন্য আমরা গান প্রচার সময়ে আরো সতর্ক থাকবো। আশা করি আপনি এবং আপনার ক্লাবের সদস্য আমাদের অনুষ্ঠান নিয়মিত শুনবেন। আপনাকে আবারও ধন্যবাদ ।

গান ১

এখন অনুষ্ঠানের প্রথম গান। শিল্পী হৃদয় খান এবং nijhuর কন্ঠের 'ভেবে ভেবে' গানটি শুনুন।

বাংলাদেশের মাগুরা জেলার মোঃ আশরাফল ইসলাম তাঁর চিঠিতে তিনি লিখেছেন, প্রিয় সি আর আই, আমি চীন আন্তর্জাতিক বেতারের একজন নিয়মিত ও পুরাতন শ্রোতা। আমি অনেকদিন যাবত্ সিআরআই-এর অনুষ্ঠান শুনে আসছি। বর্তমানে সিআরআই থেকে প্রচারিত প্রতিটি অনুষ্ঠান আমার কাছে খুব ভাল লাগছে। সিআরআই থেকে প্রচারিত প্রতিবেদনগুলো এতো ভাল লাগছে তা আমি লিখে বুঝতে পারবো না। তাইতো সিআরআই আমার প্রাণের বেতার। আমি আমার পরিবার, দেশ ও সমাজের সাথে যেমন পরিচিত ঠিক তেমনি সিআরআই ও চীন দেশের সামাজিক অর্থনীতির সাথে পরিচিত। তাই আমি যতদিন এই প্রথিবীর মায়াজালে থাকবো ততদিন সিআরআই-এর সাথে থাকবো। সবশেষে সিআরআই ও সকল শ্রোতা বন্ধুকে বসন্ত উত্সবের শুভেচ্ছা রইল।

আপনি আমাদের কাছে দু'টা প্রশ্ন করেছেন,

প্রথমটি হচ্ছে চীনের সবচেয়ে বড় বিমান বন্দরের নাম কি?

দ্বিতীয় হচ্ছে চীনের সবচেয়ে বড় লাইব্রেরীর নাম কি?

ভাই ইসলাম,

চীনের সবচেয়ে বড় বিমান বন্দর অব্যশই পেইচিংয়ে। এর নাম হচ্ছে রাজনৈতিক/ রাজধানী আন্তর্জাতিক বিমান বন্দর।

চীনের সবচেয়ে বড় লাইব্রেরীর নাম হচ্ছে পেইচিং লাইব্রেরী। এটি হচ্ছে চীনের জাতীয় লাইব্রেরী।

আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ, আমাদের উত্তর পেয়ে খুশি হয়েছেন তো? আশা করি আপনি আমাদের অনুষ্ঠানে শুনবেন এবং চিঠি লিখবেন।

এবার আবার বাংলাদেশের ঢাকার চায়না রেডিও ফ্যান ক্লাবের পরিচালক মোঃ লুৎফর রহমানের ইমেইল:

তিনি লিখেছেন:

প্রিয় বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করি, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন।

২৮ মার্চ সংস্কৃতি সম্ভার অনুষ্ঠানে শুয়ে ফেই ফেই এবং শিয়াবুর রহমানের উপস্থাপনায় এয়ার চায়নার বৈমানিক ক্যাপ্টেন চি এর কথা শুনলাম।

সাম্প্রতিক সময়ে লিবিয়ার অভ্যন্তরীণ গোলযোগের প্রেক্ষিতে সেখানে বসবাসকারী বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকগণের চরম নিরাপত্তাহীনতার কথা চিন্তা করে যেসব দেশ বিশেষ বিমানে তার নাগরিকদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছে তার মধ্যে চীন অন্যতম। চীন অত্যন্ত আন্তরিকতার সাথে তার দেশের নাগরিকদের নিরাপদে দেশে ফেরার ব্যবস্থা করেছে। চীন সরকারের এ দৃঢ় পদক্ষেপ চীনা নাগরিকদের জন্য অত্যন্ত গর্বের।

এয়ার চায়নার বৈমানিক ক্যাপ্টেন চি যে অসম সাহসিকতার সাথে নানা প্রতিকূলতা মোকাবেলা করে গোলযোগপূর্ণ পরিস্থিতির শিকার ভাই-বোনদের দেশে ফিরিয়ে আনতে এগিয়ে গিয়েছেন তা সত্যিই প্রশংসার দাবী রাখে। নিজ দেশের জনগণের প্রতি তার এই ভালোবাসার বহিঃপ্রকাশ অত্যন্ত মর্মস্পর্শী। ক্যাপ্টেন চি এর মতো সাহসী সন্তানরাই দেশ ও জাতির গর্ব। ক্যাপ্টেন চি কে জানাই সহস্র সালাম।

চীনা কোম্পানীর অধীনে লিবিয়ায় কর্মরত কয়েকশ বাংলাদেশিকে সংশ্লিষ্ট কোম্পানী নিরাপদে দেশে ফিরে আসার ব্যবস্থা করায় চীনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। আপদকালীন এই সহমর্মিতা এবং সহযোগিতা দুই দেশের মৈত্রীর ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা হয়ে থাকবে। চীন এবং বাংলাদেশ শুধুমাত্র সংশ্লিষ্ট দেশেই নয় বিশ্বের সব যায়গায়ই পরস্পরের বন্ধু এবং সহযোগী হয়ে থাকুক- এই প্রত্যাশা করছি।

আমাদের বিবিএস-এ অনেক বন্ধু কথা বলেছেন, ভারতের পশ্চিম বঙ্গের বিধান চন্দ্র স্যান্যাল তিনি লিখেছেন, সাংস্কৃতিক সম্ভার আমার সবচেয়ে প্রিয় অনুষ্ঠান, লিলি এবং ওয়াং হাই মানকে আমি খুব পছন্দ করি, সিআরআইর মত তাদের আমার ভাল লাগে।

এখন একটি বিশেষ অংশ, আমাদের ২০ ফ্রেব্রয়ারির বিশেষ অনুষ্ঠান---মাতৃভাষার অনুষ্ঠানে অনেক অনেক শ্রোতা অংশ নিয়েছেন, আপনার অনুষ্ঠান এবং প্রচেষ্টার সঙ্গে আমাদের বিশেষ অনুষ্ঠানের সাফল্য অর্জন করেছে। তাহলে এখন আমি আপনাদেরকে মাতৃভাষার বিশেষ অনুষ্ঠানের নির্বাচিত শ্রেষ্ঠ শ্রোতাদের নাম জানিয়ে দিচ্ছি। তারা হলেন:-

বাংলাদেশের ঝিনাইদহ জেলার এস. বি জামান সিদ্দিকী, ঢাকার লুত্ফর রহমান, সিলেটের বিমান বালাদেশ এয়ারলাইন্সের রোকনউদ্দিন এবং ঢাকার সোহেল রানা হৃদয়। শ্রেষ্ঠ শ্রোতা নির্বাচিত হওয়ায় আমরা আপনাদের চারজনকেই আন্তরিক অভিনন্দন জানাই।

গান ২

বন্ধুরা, আজকের অনুষ্ঠান শেষ করার আগে আরেকটি গান আপনাদের শোনাবো। শিল্পী শেলু বড়ুয়ার কন্ঠে 'সুরে হতাশ মন' নামে একটি সুন্দর গান। আশা করি আপনারা এ গানটি পছন্দ করবেন।

间奏

শ্রোতা বন্ধুরা, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আগামী সপ্তাহের একই সময় আপনাদের সঙ্গে কাটাতে পারবো। ততদিন সবাই ভালো থাকুন। যাই চিয়ান।–জিনিয়া ওয়াং

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040