Web bengali.cri.cn   
চীনের ভূমিকম্প সংঘটিত স্থানের পুনর্গঠন এখন সুষ্ঠুভাবে চলচ্ছে। আশা করি, আপনি নিয়মিতভাবে আমাদেরকে মতামত দেবেন
  2011-04-13 17:16:58  cri
বাংলাদেশের ঢাকার জুনায়েদ আসাদুল তাঁর চিঠিতে লিখেছেন, আমি সিআরআই'র বাংলা অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। তাই আমি চায়না রেডিও ইন্টারন্যাশনালের বাংলা অনুষ্ঠান নিয়মিত শুনে থাকি। আমার সিআরআই'র বাংলা অনুষ্ঠান খুব ভাল লাগে। আমি চীনকে কখনও ভূলতে পারি না। কারণ যখনই বাসায় থাকি তখনই সন্ধ্যার সময় সিআরআই'র বাংলা অনুষ্ঠান শোনার জন্য রেডিও দিকে ছুটে যাই। এবং রেডিওটা খুল মনোযোগ৯ সহকারে বাংলা অনুষ্ঠান শুনে থাকি। বিশ্ব সংবাদ, প্রতিবেদন, শ্রোতা সন্ধ্যা, ক্রিড়াজগত, চীনা গান, চলুন বেড়িয়ে আসি। চীনা সংস্কৃতি, ঠাকুর মার ঝুলি ইত্যাদি অনুষ্ঠানগুলো আমার ভীষণ ভীষণ ভাল লাগে। যা আমি আপনাদের বলে বোঝাতে পারব না। সম্প্রতি চীনে যে ভূমিকম্প হয়ে গেল তাতে আমি খুবই সর্মাহত হয়েছি। এতে করে চীনের অনেক মানুষ নিহত হয়েছে এবং জান মালের ব্যাপক ও ধর্যশীল। আশা করি, চীনা জনগণ ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারবে। ক্ষতিগ্রস্ত মানুষগুলি তারা যেন আগের মত স্বাভাবিক জীবনে ফিরে যাবে এই কামনা করি। জুনায়েদ আসাদুল, আপনাকে চীনা জনগণকে সমবেদনা দেয়ার জন্য ধন্যবাদ জানাই। চীনের ভূমিকম্প সংঘটিত স্থানের পুনর্গঠন এখন সুষ্ঠুভাবে চলচ্ছে। আশা করি, আপনি নিয়মিতভাবে আমাদেরকে মতামত দেবেন।

বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার ওয়ার্ল্ড রেডিও লিসনার্স ক্লাবের ডাইরেক্টর জোয়াদ কামাল তাঁর চিঠিতে লিখেছেন, আমি আপনাদের প্রচারিত বাংলা অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা সংগঠক এবং সক্রিয় রেডিও শ্রোতা ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক। আমি নিজেকে নিয়মিত অনুষ্ঠান শুনিই আবার অন্যান্য শ্রোতাদেরকে ও আপনাদের অনুষ্ঠান শুনতে উত্সাহিত করছি। আমাদের কথামত আপনাদের অনুষ্ঠান শুনছে এবং ভাল লাগছে বলে জানাবেন। আপনাদের অনুষ্ঠান শোনার পাশাপাশি আমাদের ক্লাব কার্যক্রয় ও যথাযথভাবে চালিয়ে যাচ্ছি পালন করছি বিভিন্ন কর্মসূচী। আপনাদের অনুষ্ঠান প্রচারের মান যেমনি সন্দুর উন্নত তেমনি শিক্ষামূলক ও বিনোদনচর্মী। শিক্ষামূলক তথ্য সমুহ পেয়ে থাকি। যা আমাদের জ্ঞানের পরিধিকে মু প্রথারিত করছে। আপনাদের অনুষ্ঠান আমাদের হৃদয়ের কথা বলে। শ্রোতাদের মতামত ও চাওয়া-পাওয়াকে আন্তরিক ধন্যবাদ জানাই। নিয়মিত শ্রোতা মিলন মেলার আয়োজন কারণ। জোয়াদ কামাল, আপনাকে আমাদের অনুষ্ঠান নিয়মিতভাবে শোনার পাশাপাশি অন্যান্য শ্রোতাদেরকে আমাদের অনুষ্ঠান শোনার উত্সাহ দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আশা করি, আমাদের অনুষ্ঠান থেকে আপনারা সুখ পাবেন।

বাংলাদেশের বগুড়া জেলার আটমুল আউড়া পাড়া ইন্টারন্যাশনাল রেডিও ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম শামসুল ইসলাম দু'টি ছোট ও সুন্দর রচনা লিখেছেন। একটি রচনার শীরো নাম হল 'সিআরআই, তুমি সুরের রানী, কথার রাজা'। তিনি এমন লিখেছেন, শীত ও বসন্তের বার্তাবাহক দুষ্ট কোকিল যখন দক্ষিণের খোলা বাতায়ন পথে সমীরনের সাথী হয়ে স্মৃতির বন্ধ দারে করাঘাত করছে, ঠিক সেই মূহূর্তে প্রথম সাক্ষাত্ হলো পিকিং নামে বেতারের সাথে ১৯৮৮ সালে, তুমি সোনালী নাতিশীতোষ্ণ আবহাওয়ার অনিন্দ সুন্দরী, চঞ্চলা, তম্বী, উচ্ছলা যৌবনা সিআরআই নামে এক রুপসী কেন্দ্র। তুমি আসলে সুরের রানী, কথার রাজা। নয়তো-একেবারেই তুমি আমার মন চুরি করে বসে আছ। মন যে আর মানে না। এ যেন ফুল সষ্যার ফুলের বিছানায় বসে নব বধুর আগমন অপেক্ষায় দূর্বিসহ মূহূর্ত তারই মাঝে ফুটে তুলেছি। তুমি আসবে কবে? তুমি কিছু স্মৃতি আমাকে উপহার দিতে পার। তুমি কি সেগুলি আমাদের শ্রোতা সংঘের কোমল হৃদয়ের মাঝে দিয়ে আমাকে ধন্য করবে? যদি আমার হৃদয়ঙ্গনে তোমার স্মৃতিগুলি আপন করে দাও তাহলে তোমার নিকট চির কৃতজ্ঞ থাকবো। তাঁর আরেকটি রচনার শিরো নাম হল 'ওগো সিআরআই হবে কি সংগী দিবে কি না ভালবাসা?'। তিনি এমন লিখেছেন, হৃদয় গভীরে নেবে কি আমারে, মিটাবে মোর আশা? আর কি, তোমার অভিভাবক মহলের সকলকে সুরভিত পুস্পঞ্জলি, সকল কর্মীদের প্রতি প্রীতির পেরালা আর আগত ২০১০ সালের শুভ নববর্ষের উষ্ণ শুভেচ্ছা ডালী। তোমাকে কি দিয়ে শেষ করি? বলো, ভালবাসা? সে হতে পারে না। শুভেচ্ছা? সেও অতি হালকা হয়ে যায়, চুমূ? সে তো হৃদয়ের একান্ত গোপন নিভৃতে যার স্থান তারই প্রাপ্য। তোমার সুখ স্বাচ্ছন্দ্য, হাসি আনন্দে ভরা দীর্ঘ জীবন ও উত্তরোত্তর শ্রী বৃদ্ধি কামনা করে উপসংহারে বলবো, বর্তমান অশান্ত পৃথিবীতে শান্তি আর সভ্যের ধ্বজা উচিয়ে শ্বাশত হয়ে উঠুক পৃথিবীর প্রতিটি প্রান্তে প্রতিটি মানুষের মাঝে-এ আমার প্রাণের দাবী ও একান্ত প্রত্যাশা।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040