Web bengali.cri.cn   
মুখোমুখি
  2011-03-30 16:24:04  cri
বন্ধুরা,

আপনারা শুনছেন পেইচিং থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান। আমি ওয়াং ছুই ইয়াং জিনিয়া এবং আমি আবাম ছালাউদ্দিন আমার প্রিয় বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন? আপনাদের সবাইকে একরাশ শুভেচ্ছা জানিয়ে এখন শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান মুখোমুখি।

বন্ধুরা, প্রথমেই আমি আপনাদেরকে গত ফেব্রুয়ারির মাসের শ্রেষ্ঠ শ্রোতার নাম জানিয়ে দিচ্ছি। তিনি হলেন ভারতের পশ্চিম বঙ্গের ইন্টারন্যাশনাল মিতালি লিসনার্স ক্লাবের মহঃ হাফিজুর রহমান। তিনি প্রায় প্রতিদিনই আমাদের কাছে ইমেইল পাঠিয়েছেন এবং অনেক অনেক ভাল মতামত দিয়েছেন। ভাই রহমান আপনাকে অভিনন্দন ও ধ্যনবাদ।

এবারে শ্রোতাদের চিঠি পত্র।

বাংলাদেশের ঢাকার সিআরআই লিসনার্স ক্লাব অব বাংলাদেশের সৈয়দ রেজাউল করিম বেলাল তাঁর চিঠিতে লিখেছেন,

প্রিয় মাদাম চুং শাশুলি,

শুভেচ্ছা নেবেন। অনেক দিন পর আপনার সাথে মোবাইলে কথা বলার সুযোগ পেয়ে খুব খুশী হলাম। দুর্ঘটনার পর আপনি টেলিফোনে এবং সুস্থতার জন্যে ফল-ফলাদী পাঠিয়ে আমাকে আরও কৃতজ্ঞভাজন করেছেন। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছি। ক্রমে আপনাদের কথা স্মরণ হচ্ছে। বেশী বেশী করে। দুর্ঘটনায় আমি অনেক দিন স্মৃতি হারিয়ে ছিলাম। ক্রমে স্মৃতি আসছে। আর সিআরআইর জন্য আগের মতো পরিশ্রম করতে আগ্রহ বাড়ছে।

এক সময় আমি অর্থ-বিত্তে যতটুকুই ছিলাম-তার চাইতে কাজ বেশী—সি আর আইর জন্য করতে ইচ্ছা করতো। বাংলাদেশের ৬৪ জেলার শ্রোতাদের সংগঠিত করার চেষ্টা করেছি। বর্তমানে, আমার প্রচেষ্টার সাথে---বাংলা বিভাগের মাধ্যমে আপনাদেরও অবশ্যই সহযোগিতা করতে হবে। যদি শ্রোতা ক্লাবের সাহায্য সহযোগিতা আগের মত প্রয়োজন হয়—অবশ্যই আমাকে জানাবেন।

আপনাদের সহযোগিতা পেলে শ্রোতাদের সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা সম্ভব হবে।

সি আর আইর ঢাকাস্থ দু'জন মহিলা কর্মকর্তা এবং cultural attaché Mr. Su Xueming-এর মাধ্যমে জরুরী প্রয়োজনে তথ্য পাবেন।

তিনি আমাদের বিভাগের পরিচালিক ইউ কুয়াং ইয়ু'র কাছেও একটি চিঠি লিখেছেন, তিনি লিখেছেন

নববর্ষের শুভেচ্ছা। আমি সিআরআইর একজন প্রবীণ শ্রোতা হিসেবে নবীনদের মতো উজ্জীবিত হতে পারলে গর্বিত হতাম।

গত ৪০ বছর বাংলা অনুষ্ঠানের শ্রোতা হিসেবে এবং বাংলাদেশস্থ সংবাদদাতা হিসেবে চীন আন্তর্জাতিক বেতার এবং 'গণচীন' আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আশা করি, সামনের ভবিষ্যত্ দিনগুলোতে আমি আপনাদের সাথে যোগাযোগ এবং সম্পর্ক অব্যাহত রাখতে তত্পর হতে পারবো।

আমার সুস্থতার জন্য সুফল কামনা করবেন। দুর্ঘটনার খবর পেয়ে, আপনার সহযোগিতা ও আন্তরিকতায় কৃতজ্ঞ। শুভ কামনায়।

এক সময়ের প্রিয় সহকর্মী ও ভাই বেলাল, আপনার অসুস্থতা আমাদের বিচলিত করেছিল। এখন আপনি সুস্থ হয়ে ওঠায় আমরা আনন্দিত। প্রার্থনা করি আপনি আবার আগের মত আমাদের একজন সংগী হিসেবে সকল কাজে সহযোগিতা করতে পারবেন। আমরা জানি সবার উর্ধে আমাদের জীবন। তাই অনুরোধ করবো সবসময় আপনি আপনার স্বাস্থ্যের প্রতি নজর রাখবেন। ভালো থাকুন।

বাংলাদেশের বগুড়া জেলার আটমূল আউড়া পাড়া ইন্টারন্যাশনাল রেডিও ক্লাবের এম, শামসুল ইসলাম একটি সুন্দর চিঠি পাঠিয়েছেন। তিনি লিখেছেন- সুজলা-সুফলা, শস্য-শ্যামলা সোনালী বাংলার লাল মাটির ভেজা পল্লী গ্রামের ভোরের শিশির ফোটার মত খেজুর গাছের রসালো রসের অন্তিম শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি শীতের সকালে আপনারা সবাই ভাল আছেন।

间奏

歌曲一:

প্রিয় বন্ধুরা, গত কয়েক মাস ধরে প্রচারিত আমাদের অনুষ্ঠানের গান আপনারা পছন্দ করেছেন কিনা? তা আমাদেরকে চিঠিতে বা ইমেইল করে জানাতে ভুলবেন না। এখন একটু বিশ্রাম নেয়া যাক, কেমন? বেশ কয়েকজন শ্রোতার অনুরোধে এখন একটি মিষ্টি বাংলা গান। এ গানটি গেয়েছেন সবার প্রিয় শিল্পী..........

ভারতের বাঁকুড়া জেলার শ্রী সমীর কুমার গরাই তিনি আমাদের কাছে একটি চিঠি এবং দু'টি সুন্দর সুন্দর কার্ড পাঠিয়েছেন, তার কার্ডে লিখেছেন:

আগে ঐ চোখে এই চোখ মেলাতেই

শুরু এই দুজনের পথ চলা,

তার ঐ হাসিতে এই হাসি মেলাতেই

শুরু স্বপ্নেরই কথা বলা

জানোকি তুমি, আমি জানি সেই কথা...

আলতো সে ছায়াতে শিহরণ জাগাতে

কেঁপেছিলো কার হিয়া

সে দিনই বুঝেছি মরতে বসেছি,

হয়েছি দুঃখিনি প্রিয়া।

সত্যি কি আমারই হলে

আজ থেকে তুমি প্রিয়া

দ্বিতীয় কার্ডে রয়েছে:

চোখে আছে স্বপ্ন, মনে আছে আশা

জীবনের আর এক নাম জানি ভালোবাসা

এই হাসি গানে সবারই প্রাণে

চিরদিনই জানি থাকবে ভালোবাসা...

মিলেমিশে আছি এই স্নেহ মায়া বন্ধনে

দুঃখ যদি আসে সুখের ঠিকানা মন জানে

এই স্বর্গ সুখের আমাদের আশা,

থাকবে চিরদিন হাসি ভালোবাসা

তিনি তাঁর চিঠিতে লিখেছেন,

চীন আন্তর্জাতিক বেতার থেকে, 'চীন বাংলাদেশ মৈত্রী' জ্ঞানযাচাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথমবার পুরষ্কার হিসেবে ডিজিটাল রেডিও পেয়ে ভীষণ খুশী হয়েছি, চীনা ভাষা শিক্ষার পরীক্ষায় দ্বিতীয়বার পুরষ্কার ট সার্ট পেয়েও খুব খুশী হয়েছি।

২০১১সালে ৭ জানুয়ারির দক্ষিণ এশিয়ার ঘটনা প্রবাহ অনুষ্ঠানে, ভারতের উত্তর প্রদেশ রাজ্যের আগ্রা শহরের সম্রাট শাজাহান এর নির্মিত পত্নী প্রেমের নির্দশন তাজমহলকে মূলতানি মাটির সাহায্যে পরিস্কার করা নিয়ে প্রতিবেদনটি ছিল খুব সময়োপযোগী ও সুন্দর, জেনেছি অনেক অজানা তথ্য। ভাই, এটা হচ্ছে আমার কাছে আপনার পাঠানো প্রথমবারের মত ভারতের জাতীয় দিবসের কার্ড খুবই সুন্দর, আপনাকে অনেক ধন্যবাদ।

বাংলাদেশের নাচোল উপজেলার সোনা মাসনা গ্রামের মোহাঃ আব্দুল মান্নান লিখেছেন, বাংলা বিভাগ, আমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গ্রহণ করুন। আমরা আপনাদের বাংলা অনুষ্ঠানের নিয়মিত শ্রোতা। চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান খুব মনোযোগ দিয়ে শুনি। আপনাদের বাংলা অনুষ্ঠান আমাদের ভীষণ ভাল লাগে।

আমরা খুব দুঃখিত, কারণ নিয়মিত চিঠি লিখেও চিঠির উত্তর পাওয়া যাচ্ছে না।

তিনি আরো লিখেছেন, মাদাম ইয়ু কুয়াং ইউয়ের উপস্থাপনায় 'চীন ও যুক্তরাষ্ট্রের শিক্ষা বিনিময়' অনুষ্ঠানটি আমাদের খুব ভাল লাগলো। এর পর 'রকমারী' অনুষ্ঠান ক্রিড়াজগত অনুষ্ঠানের প্রযোজক আকাশের কাছ থেকে কাতারের দোহায় অনুষ্ঠিত এশিয়া কাপ ফুটবল উপলক্ষে বিস্তারিত তথ্য আমরা গেলাম। খেলাধুলার এ মনোজ্ঞ অনুষ্ঠানটি আমার খুব ভাল লাগে।

ভাই মান্নান, দুঃখিত হবে না, এইতো এখন আমরা আপনার চিঠির দিলাম, তাই না?

বাংলাদেশের বগুড়া জেলার রেইনবো রেডিও লিসনার্স ক্লাবের প্রেসিডেন্ট এম তাহমিদুল হাসান তাঁর চিঠিতে লিখেছেন, অনেক অনেক শুভেচ্ছা নিন, আশা করি বাংলা বিভাগের সবাই ভাল আছেন। আপনাদের অনুষ্ঠানের উপস্থাপনার মান আগের চেয়ে অনেক ভালো হয়েছে। চীনা ভাষা শিক্ষার আসরটি খুবই সুন্দর হয়েছে, আমাদের ক্লাবের সদস্যরা চীনা ভাষা শিখতে খুবই আগ্রহী, কিন্তু প্রয়োজনীয় বইপুস্তুক এর অভাবে শিখতে পারছে না। এ ব্যাপারে আপনাদের সহযোগিতা কামনা করছি।

হ্যাঁ ভাই, আমরা চীনা ভাষা শিক্ষার বই অব্যশই সময়মত আপনাদের কাছে পাঠাবো। কিন্তু এ জন্য সময় দরকার। অপেক্ষা করুন পেয়ে যাবেন। আশা করি আমাদের অনুষ্ঠান শুনতে ভুলবেন না।

歌曲

বন্ধুরা, এখন আজকের অনুষ্ঠানের দ্বিতীয় গানের সময়, আপনারা কী ধরনের গান শুনতে চান? আমি দক্ষিণ এশিয়ার বিভিন্ন গান পছন্দ করি, তাই দক্ষীণ এশিয়ার একটি গান পাঠাচ্ছি।

আশা করি আপনারা এ গানটি পছন্দ করবেন। তাহলে শুনুন গানটি।

间奏

শ্রোতা বন্ধুরা, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আগামী সপ্তাহের একই সময় আপনাদের সঙ্গে কাটাবো। যাই চিয়ান।–জিনিয়া ওয়াং

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040