Web bengali.cri.cn   
আমি একসাথে পাঁচবার তালি দিলে সে মরে যাবা ভান করে ছয়বার তালি দিলে সে অনেক দ্রুত ও জোরে শব্দ করে
  2011-03-23 16:21:33  cri
বাংলাদেশের ঝিনাইদহ জেলার সোনার বাংলা রেডিও ক্লাবের পপিয়া আক্তার রসুল তাঁর রচনায় লিখেছেন, সেই ছোটবেলা থেকেই আমার গৃহপালিত পশু প্রাণী ও বনের পশু পাখির প্রতি প্রদুর ভালবাসা। আমি যেমন আমার মা-বাবা, ভাই-বোন আত্মীয় স্বজনদেরকে ভালবাসি, পশু পাখিদের প্রতিও আমার তেমনি ভালবাসা। আমার বাসার পোষা ছাগলটি এখনও আমার কাছে কাছেই থাকে সারাক্ষণ। আমার দেখলেই আমার পাশে সারাক্ষণ নাচানাচি করে। আমার কবুতর পালের মধ্যে দেশী, ভারতীয় ও বিলেতি কবুতর আছে। আমি আমার বিলেতি কবুতর দিয়ে পরিবারের সবাইকে যাদু দেখায়, কারণ সে যাদু জানে, আমি যতবার হাতে তালি দেয় সে ততবার আকাশে উড়তে থাকে। আমি একসাথে পাঁচবার তালি দিলে সে মরে যাবা ভান করে ছয়বার তালি দিলে সে অনেক দ্রুত ও জোরে শব্দ করে। আর মুখ দারা শিষ দিলে সে আমার কাছে আসে। এবার আসুন আমার বিড়াল মিনির কথা, সে অবশ্য আমার সব কথাই শোনে শুধু ২টি কথা শোনে না। সে সুযোগ পেলেই মাছ ও দুধ তুরি করে খায়। আমি এত করে বলি তুমি মাছ ও দুধ করবেন। এগুলোতো আমি তোমাকে প্রতিদিনই দেয়। এইতো গত ২দিন আসে সে মাছ খাইতে যেয়ে আম্মু মিদিকে লাঠি দিয়ে তাড়া করতে যেয়ে লাঠির একটা সামান্য আঘাতে আমার মিনি মারা গেছে। আমিও আম্মুর সাথে আডি দিয়েছি। বেশ কয়েকদিন আমার মনটাও খারাপ। মন খারাপ করো না আমি আছি আমার সাথে গল্প কর মন ভাল হবে এখন আমাকে খেতে দাও ঠিক মানুষের মত এভাবে কথা বলে আমার ময়না পাখি। ২০০১ সালের ১লা জানুয়ারী ঝিনাইদহ সোনার বাংলা বইস্কুল মেলা থেকে আব্বু পাখিটিকে কিনে দেয় আমাকে। আমি ওর সাথে আমার মনের অনেক কথা শেয়ার করি ও আমার খুব ভাল বন্ধু। লালু আমার কুকুরের নাম। ও আমাদের বাসা পাহারা দেয়। বাসাতে কোন নতুন মানুষের প্রবেশ দেখলেই ও চিত্কার ও আমাদের বাসার বাইরে কোখাও যায়না। আমি সিছুয়ান যেতে চাই এ কারণে যে, আমি পান্ডা পুষতে চাই, আর পান্ডাতো বাংলাদেশে পাওয়া যায়না। আমি ইন্টারনেটে, ছবিতে দেখে জানতে পেরেছি সিছুয়ানে অনেক পান্ডা রয়েছে। পান্ডার মিষ্টিমধুর কমলীয় শান্ত পিষ্ঠ দৃষ্টি আকর্ষনীয় স্বভাব আমাকে মুগ্ধ করেছে। তাই সিছুয়ান থেকে পান্ডা না আনতে পারলেও তাকে সরাসরি মনভরে দেখার জন্য আমি সিছুয়ান প্রদেশে যেতে চাই। এটা আমার আশা।
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040