Web bengali.cri.cn   
পাকিস্তানি রাষ্ট্রদূতের সিআরআই পরিদর্শন
  2011-03-23 16:06:57  cri

চীনে পাকিস্তানের রাষ্ট্রদূত মাসুদ খান ২২ মার্চ চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সিআরআই মহাপরিচালক ওয়াং কেংনিয়ানের সঙ্গে আলোচনা করেন।

তিনি বলেন, এ বছর হলো চীনের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী। এ ৬০ বছরে দুদেশের সরকার ও জনগণের সম্পর্ক বরাবরই ঘনিষ্ঠ রয়েছে। দুদেশের গণমাধ্যম এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বলেন, সিআরআই'র অনুষ্ঠান পাকিস্তানে খুবই জনপ্রিয়। তিনি আশা করেন, সিআরআই'র অনুষ্ঠানগুলো আরো জনপ্রিয় হবে।

তিনি আরো বলেন, সিআরআই'র সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক গভীর করার প্রতি চীনে পাকিস্তান দূতাবাস বেশ গুরুত্ব দেয়। তিনি সিআরআইকে আরো সহায়তা দিতে ইচ্ছুক।

দীর্ঘকাল ধরে সিআরআই'র প্রতি অধিক মনোযোগ ও এ বেতারকে সাহায্য দেয়ার জন্য ওয়াং কেংনিয়ান পাকিস্তান দূতাবাসকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এ বছর হলো চীন-পাকিস্তান মৈত্রী বর্ষ। সিআরআই চীনের অন্যান্য গণমাধ্যম ও পাকিস্তানের গণমাধ্যমের সঙ্গে 'চীন-পাকিস্তান গণমাধ্যম মাতৃনদী ভ্রমণ' শীর্ষক কার্যক্রম চালাবে। তিনি আশা করেন, রাষ্ট্রদূত মাসুদ খান এবারের সাক্ষাতের ওপর মনোযোগ দেবেন। (ছাই ইউয়ে)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040