Web bengali.cri.cn   
সিআরআই'র মাধ্যমে আমরা প্রতিদিন মেলা সম্পর্কে নানান তথ্য খুবই সুন্দরভাবে জানতে পারছি
  2011-03-02 15:20:08  cri
বাংলাদেশের ঝিনাইদহ জেলার সোনার বাংলা রেডিও ক্লাবের ফরিদুর বেজা সাগর তাঁর রচনায় লিখেছেন, চীন একটি উন্নয়নশীল দেশ, এদেশের রয়েছে বিশাল আয়তন জনসংখ্যায় দেশটি পৃথিবীর মধ্যে শীর্ষ অবস্থান, চীনের মানুষ খুবই পরিশ্রমী, চীনা জাতি সব সময় কাজে ব্যস্ত থাকতে পছন্দ করে। চীনারা একে অপরের সাথে সৌহার্দ্য বন্ধুত্বপূর্ণভাবে মেলামিশা করে। বর্তমানে সারা বিশ্বেই চীনাদের তৈরী বিভিন্ন পণ্যদ্রব্য ছড়িয়ে আছে সব মার্কটগুলোতে। চীনের বিশাল নদী হোয়াংহো, কোয়াংসির সৌন্দর্য, সিছুয়ান প্রদেশ, রাগধানী পেইচিং, সাংহাই, এছাড়া বিশেষভাবে উল্লেখ্য এবারের ৪১তম সাংহাই বিশ্বমেলা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে চীনে। আর এসব দেখতে কারই না মন চায়। এ জন্যই আমি সিছুয়ান যেতে চাই এবং সেখান থেকে সাংহাই এ বিশ্বমেলা ২০১০ দেখতে চাই।

বাংলাদেশের বগুড়া জেলার পাইওনিয়ার রেডিও এন্ড টিভি ক্লাবের সভাপতি এম,এ,বারিক তাঁর চিঠিতে লিখেছেন, সিআরআই আমাদের প্রিয় একটি বেতার যার অনুষ্ঠান না শুনে আমরা থাকতে পারি না। চীন আন্তর্জাতিক বেতার আমাকে প্রতি সপ্তাহে চীন ভ্রমন নিয়ে যায়। আমিও প্রস্তুত থাকি চীনের কোন একটি শহর বেড়ানোর জন্য। এই বেড়ানোর মাধ্যমে কত যে মজা করি তা আমি আপনাদের লেখে বুঝাতে পারব না। ধন্যবাদ জানায় সিআরআইকে। চলুন বেড়িয়ে আমি অনুষ্ঠানটি আমাদের উপহার দেয়ার জন্য। চাওয়াপাওয়া অসংখ্য শ্রোতাদের প্রিয় একটি অনুষ্ঠান ছিল। যেখানে শ্রোতারা তার পছন্দের গান শুনতে পেত। কিন্তু এমন অনুষ্ঠানটি বন্ধ হয়ে যাবে আমরা ভাবতেই পারিনি। তাই আমার অনুরোধ অনুষ্ঠানটি আবার চালু করা হোক। এম,এ,বারিক, আপনাকে আমাদের অনুষ্ঠান পছন্দ করার জন্য আমাদের অনেক আনন্দিত লাগে। আমাদের শ্রোতা সন্ধ্যা অনুষ্ঠানে শ্রোতাদের গান অনুরোধ অনুযায়ী গান শোনাই। আমরা কখনো এ অনুষ্ঠান বন্ধ দেই নি। কিন্তু গান অনুরোধ এখন শ্রোতাসন্ধ্যার একটি অংশে পরিণত হয়। আপনি আমাদেরকে গানের অনুরোধ জানাতে পারেন।

বাংলাদেশের পাবনা জেলার সিআরআই ফ্যান ক্লাবের এস,এম,আবদুল্লাহ রানা তাঁর চিঠিতে লিখেছেন, বিশ্বের সর্ববৃহত্, আকর্ষনীয় এবং জাঁকজঁমকপূর্ণ সফল বিশ্বমেলা চীনের শাংহাই শহরে অনুষ্ঠিত হচ্ছে। এজন্য খুবই গর্ব অনুভব করছি। কারণ মহান চীন আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুদেশ এবং আমরা সিআরআই'র একনিষ্ঠ এবং অতি পুরাতন শ্রোতা। চোখ জুরানো চমত্কার উদ্বোধনী অনুষ্ঠান দেখে আমরা মুগ্ধ। শাংহাই বিশ্ব মেলা শতভাগ সাফল্য অর্জন করবে এটাই আমাদের প্রত্যাশা। সিআরআই'র মাধ্যমে আমরা প্রতিদিন মেলা সম্পর্কে নানান তথ্য খুবই সুন্দরভাবে জানতে পারছি। আগামী কয়েক মাস ধরে আরো অনেক অজানা অর্থ্য অবগত হবো এটাই আমাদের কামনা। গত ১১ই মে প্রচারিত জার্মানী প্যাভেলিয়ন এবং মেলায় আগত বিদেশী পর্যটকদের অনুভূতি শীর্ষক প্রতিবেদন দুটো অত্যন্ত ভাল লেগেছে। আমার বহুদিনের লালিত স্বপ্ন চীন ভ্রমন। আর এই স্বপ্ন শাংহাই বিশ্ব মেলা জ্ঞানযাচাই প্রতিযোগিতার মাধ্যমে সফল হওয়ার আশা করছি। বাংলা বিভাগের চল্লিশ বছর পূর্তি রচনা প্রতিযোগিতার দ্বিতীয় পুরস্কার হিসাবে চমত্কার উপহার পাঠানোর জন্য আন্তরিক ধন্যবাদ। এস,এম,আবদুল্লাহ রানা, আপনাকে নিয়মিতভাবে আমাদের অনুষ্ঠানে মনোযোগ দেয়ার জন্য ধন্যবাদ জানাই। আপনি সবসময় আমাদেরকে গঠনমূলক মতামত দেয়ার জন্য ধন্যবাদ জানাই। আপনার ক্লাব আমাদের প্রতিবার প্রতিযোগিতায় অংশ নেয়ার সদস্যের সংখ্যা অনেক বেশি। এটি আমাদেরকে অনেক মুগ্ধ করে। আমরা আমাদের শ্রোতাদের জন্য আরো তথ্য সমৃদ্ধি অনুষ্ঠান তৈরীর চেষ্টা করবো।

বাংলাদেশের ঝিনাইদহ জেলার আই পি এম ফ্যান ক্লাবের শ্রী সুকদেব কুমার ঘোষ তাঁর চিঠিতে লিখেছেন, গত ৮ মে সিআরআই'র আয়োজিত শ্রোতা সন্ধ্যা অনুষ্ঠানে সিআরআই'র নতুন বিশেষজ্ঞ শিয়াবুর রহমান অনুষ্ঠানটি পরিবেশনা করলেন। শিয়াবুর রহমান পরিবেশনায় অনুষ্ঠানটি খুব ভাল লেগেছে। তাছাড়াও তিনি আমার চিঠি খানা অতি চমত্কারভাবে পড়লেন। নতুন বিশেষজ্ঞের হাতে পড়া প্রথম দিনেই চিঠি খান আসাতে খুবই খুশি হয়েছি। শিয়াবুর রহমান নামটি একবার শুনেছি, তাই নামটি সঠিক লিখেছি কিনা জানি না। যদি ভুল লিখে থাকি তবে মার্জনা করবেন। আপনি খুলনার ছেলে জেনে আমাদের খুব ভাল লাগলো। কারণ আমরা খুলনা বিভাগের শ্র্রোতা। মফিজুর রহমানের নিকট থেকে দক্ষিণ এশিয়া বিষয়ক অনুষ্ঠান খুব ভাল লাগে। কারণ দক্ষিণ এশিয়ায় গত এক সপ্তাহে ঘটে যাওয়া খবর গুলো এবং দক্ষিণ এশিয়া বিষয়ে নানান তথ্য তিনি আমাদের দিয়ে থাকে। এই অনুষ্ঠানটি শুনে আমাদের অনেক উপকারে আসে এবং অনেক খবর যাহা আমার অজানা ছিল। সেগুলো আবার জানতে পারি। শ্রীসুকদেব কুমার ঘোষ, আপনি আমাদের নতুন বিশেষজ্ঞকে পছন্দ করার জন্য অনেক আনন্দিত লাগে। কিন্তু আপনি সত্যি তাঁর নাম ভুল লিখেছেন। তাঁর নাম হল শিহাবুর রহমান। আচ্ছা, এখন সবাই শ্রোতা তাঁকে জানেন। আশা করি, আপনি নিয়মিতভাবে আমাদেরকে গঠনমূলক মতামত দেন।

ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ইন্টারন্যাশনাল মিতালি লিসনার্স ক্লাবের হাফিজুর রহমান তাঁর চিঠিতে লিখেছেন, নতুন আঙ্গিকে সাজানো চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান ভীষণ ভাল লাগছে। সত্যনিষ্ঠ, নিরপেক্ষ এবং তরতাজা বিশ্ব সংবাদ এবং গুরুত্বপূর্ণ চলমান বিশ্ব পরিস্থিতি নিয়ে প্রতিদিনের প্রদিবেদন, স্পট রিপোর্ট, স্টুডিও আলোচনা, সাক্ষাত্কার আর আকর্ষনীয় ম্যাগাজিন অনুষ্ঠান "সাংকৃতিক সম্ভার", "ভিন চেশীর চোখে চীন", 'সুরের ভুবন,' 'গল্পের আসর', 'অন্তরঙ্গ আলাপন', 'শ্রোতা সন্ধ্যা' ইত্যাদি সব অনুষ্ঠানই এক কথায় আনবদ্য। নিয়মিত পাচ্ছি গুরুত্বপূর্ণ খেলার খবর এবং দারুণ জনজমাটি প্রসঙ্গিক গান। আমরা দারুণভাবে উপভোগ করি প্রতিটি পরিবেশনা। সে সাথে আছে ছবিসহ জনজনটি তথ্য সমৃদ্ধ ওয়েবসাইট, এমন কোনো বাংলা ওয়েবসাইটে পাওয়া যায় বলে আমাদের জানা নেই। আছে মতামত, প্রস্তাব ও সমালোচনায় সুযোগ। সব মিলিয়ে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান আমাদের কাছে অত্যন্ত প্রিয় দারুণ আকর্ষনীয়। চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান আমদের মনের অনুষ্ঠান, আমাদের প্রাণের অনুষ্ঠান। আপনাদের দুই বেলার অনুষ্ঠান আর ওয়েবসাইট আমাদের হৃদয়-মন নতুন আমেজ নিয়ে আসে। জ্ঞান বৃদ্ধিতে সহায়ক এই বেতার অত্যন্ত চিত্তাকর্ষক ও উচ্চমানের। তুলনা বিহীন ডয়চেভেলের বাংলা বিভাগের এবং সকল নবীন মনের কর্মকর্তাদের উন্নয়ন, সমৃদ্ধি, সুনাম ও সুখ্যাতি কামনা রি।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040