Web bengali.cri.cn   
ভিন দেশীর দেখে অনুষ্ঠানে স্যুই ফেইফেই'র পরিবেশনায় শাংহাই বিশ্বমেলায় বাংলাদেশের একজন স্বেচ্ছাসেবক জাকির হোসেন খানের কথাবার্তা ভাল লাগল
  2011-02-22 15:44:15  cri
বাংলাদেশের নারায়নগঞ্জ জেলার উত্স ডিএক্স কর্ণারের প্রেসিডেন্ট এইচ,এম,তারেক তাঁর চিঠিতে লিখেছেন, বিশ্বকাপ ফুটবল ২০১০ শুরু হওয়ার সাথে সাথেই খেলাধুলার বিশ্ব অনুষ্ঠানে বিশ্বকাপ ফুটবল সম্পর্কে বিস্তারিত জানতে পারছি। আন্তরিক সাধুবাদ জানাই বাংলা বিভাগকে। অর্থনীতির অগ্রযাত্রা অনুষ্ঠানে শিহাবুর রহমানের কাছ থেকে দক্ষিণ এশিয়া ও বিশ্ব অর্থনীতির খবর শুনলাম। শিহাবুর রহমানের কাছ থেকে ইউরোপের বিভিন্ন দেশে বা জেটের আকার হ্রাস শীর্ষক পরিবেশনার জন্য ধন্যবাদ। মুক্ত মন মুক্ত চিন্তা আসরে মন্ত্রী আবুল কালাম আজাদের সাক্ষাত্কার শুনলাম। ভাল লাগল। শ্রোতা সন্ধ্যায় হবিবের কন্ঠে প্রজাপতি গানটি চমত্কার লাগল। চীনের মহাপ্রাচীর সম্বন্ধে বিস্তারিত জানলাম।মফিজুর রহমানের পরিবেশনায় বাংলাদেশের সংবাদ পত্রের আলোকে তৈরী দক্ষিণ এশিয়ার ঘটা প্রবাহ ভাল লাগছে। মফিজুর রহমানের পরিবেশনায় চীন ইয়াওজল নদীতে বাঁধ দিবেনা শীর্ষক প্রতিবেদনের জন্য ধন্যবাদ। ভিন দেশীর দেখে অনুষ্ঠানে স্যুই ফেইফেই'র পরিবেশনায় শাংহাই বিশ্বমেলায় বাংলাদেশের একজন স্বেচ্ছাসেবক জাকির হোসেন খানের কথাবার্তা ভাল লাগল। এইট,এম,তারেক আমাদের অনুষ্ঠানের অনেক প্রশংসা করেন। এছাড়া, তিনি আমাদেরকে একটি অনুরোধ জানান। তিনি চিঠিতে লিখেছেন, বাংলা অনুষ্ঠান যে পরিমান চিঠি পেয়ে থাকে তার সবই কী শ্রোতা সন্ধ্যায় পড়ে শোনানো হয়? মনে হয় না। কারণ আমি প্রতি সপ্তাহে চিঠি পাঠিয়ে থাকি। প্রতি সপ্তাহে আমার চিঠি পাঠ করা হয় না। তাহলে বাকী চিঠিগুলো যায় কোথায়? এজন্যই বার বার বলছি শ্রোতা সন্ধ্যায় প্রাপ্তীস্বীকার নামে একটি পর্ব চালু করার। যাতে অনেক পরিশ্রম করে লেখা চিঠিগুলোর অন্ততঃ প্রাপ্তীস্বীকার করা হয়। এইট,এম,তারেক, গত বার অনুষ্ঠানে আমি বলেছি যে, আমরা প্রতি মাসে প্রায় ২০হাজার চিঠি পাই। আমরা প্রতি সপ্তাহে শ্রোতাসন্ধ্যার অনুষ্ঠানের সময় মাত্র ২৫ মিনিটে। সেজন্য আমরা প্রত্যেক শ্রোতার উত্তর দেয়ার সম্ভাবনা নেই। যদি আমরা প্রত্যেক চিঠি দেয়ার শ্রোতার নাম ঘোষণা করি, তাহলে শ্রোতার চিঠি বলার সময় আরো কম হবে। আপনি সত্যি প্রতি সপ্তাহে আমাদেরকে চিঠি লেখেন এবং আমরা সবসময় আপনার চিঠি বলবো। আরো বেশি শ্রোতার ভাল লেখা ও জরুরী মতামতও রয়েছে। আমাদের উচিত অন্য শ্রোতার মতামত ও প্রশ্নের উত্তর দেয়া। আশা করি, আপনি আমাদেরকে সমঝোতা করবেন।

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ইউথ রেডিও ক্লাবের প্রেসিডেন্ট জ্যোত্স্না বানু তাঁর চিঠিতে লিখেছেন, বিগত ৪০ বছরে সিআরআই কেবল মাত্র আমাকে নয় সমস্ত শ্রোতা বন্ধুদের সরবরাহ করেছে। বস্তনিষ্ঠ সংবাদসহ জীবনের প্রয়োজনীয় সকল তথ্য সামগ্রী। আদর্শ মানুষ হিসাবে গড়ে উঠতে সিআরআই'র অনুষ্ঠান অন্যতম সহায়ক বলে আমি বিশ্বাস করি। পরিশেষে বলি, আমি সিআরআই'র পরিবারের একজন হয়ে সারা জীবন থাকতে চাই। সিআরআই'র ৪১ বছর অটি ক্রান্ত হওয়ার সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। সকল সিআরআই অনুগামীদের শুভেচ্ছা ও ভালবাসা জানাই। জ্যোত্স্না বানু, আপনি আমাদের পুরানো বন্ধু। আপনাকে নিয়মিতভাবে আমাদের অনুষ্ঠান শোনার জন্য ধন্যবাদ জানাই। আশা করি, ভবিষ্যতে আপনি আমাদেরকে আরো গঠনমূলক মতামত দেবেন।

বাংলাদেশের ঝিনাইদহ জেলার আই পি এম ফ্যানক্লাবের সভাপতি শ্রী সুকদেব কুমার ঘোষ তাঁর চিঠিতে লিখেছেন, আমার আই পি এম ফ্যান ক্লাবের সকল সদস্যবৃন্দ নিয়মিত সিআরআই'র বাংলা অনুষ্ঠান শুনিয়া থাকে। আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান শ্রোতা সন্ধ্যা, দক্ষিণ ঐশিয়া প্রতিবেদন থেকে দক্ষিণ এশিয়ার নানান রকম খবরগুলো খুব ভাল লাগছে। অজানা কাহিনী নামক অনুষ্ঠানে বিভিন্ন রমমেরা পেয়ে থাকি। ক্রীড়া বা খেলাধুলা অনুষ্ঠানে বিশ্বকাপ ফুটবল খেলার প্রতিবেদন সিআরআই থেকে পেতে চাই। বিশ্বকাপ ফুটবল সম্পর্কে একটি কুইজ প্রতিযোগিতা করবার অনুরোধ করছি। সুরের ভুবন অনুষ্ঠান চীনা গানের পাশাপাশি অন্যদেশের গান প্রাচরের অনুরোধ করছি। চৈনিক বন্ধুরা অনেক কষ্ট করে বাংলা ভাষা শিখে আমাদের হৃদয়ে ভাবগুলো বুঝে থাকেন। আমরা আমাদের চাওয়া, পাওয়া, অনুরোধ চৈনিক বন্ধুদের নিকট করে থাকি। চৈনিক বন্ধুরা মা যেমন স্নেহ-মমতা দিয়ে সন্তান আদর করে সন্তানের আবদার পূরণ করে থাকে। ঠিক তেমনি চীনা বন্ধুরা আমাদের আবদারগুলো মেনে অনুষ্ঠান তৈরী করে থাকে। পৃথিবীর যতগুলো বাংলা ভাষার বেতার আছে, চীন ছাড়া সব বেতারের অনুষ্ঠান বাঙ্গালীরা করে থাকে। কিন্তু সিআরআই'র অনুষ্ঠান চীনা করে থাকে বলে চীনা বন্ধুরা আমাদের প্রিয় বন্ধু হতে পেরেছে। আমরা সিআরআই'র মাধ্যমে চীন দেশে যেতে চাই। আমাদের আশা সিআরআই পূরণ করতে সক্ষম বলে আমরা মনে করি।

 

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040