Web bengali.cri.cn   
শাংহাই বিশ্বমেলা জ্ঞান যাচাই প্রতিযোগিতার প্রথম ও দ্বিতীয় পুরস্কার লাভকারীর নাম
  2011-02-21 10:37:59  cri

দ্বিতীয় পুরস্কারপ্রাপ্ত শ্রোতা হলেন মোট ৩০জন। প্রথমেই বাংলাদেশ: রাজশাহী জেলার বাংলাদেশ ব্যাংকের জাকির হোসেইন শাহ, লক্ষ্মীপুর মোড়ের মোহাম্মদ আব্দুর রহিম, ফ্রেন্ডস ওয়ার্ল্ড ডিএক্স এসোশিয়েশনের সিরাজুল ইসলাম, বগুড়া জেলার আটমূল আউড়াপাড়া ইন্টারন্যাশনাল রেডিও ক্লাবের এম,শামসুল ইসলাম, খুলনার খালিশপুর দত্তপাড়ার শার্মিন আখতার, নওগাঁ জেলার রঘুনাথপুরের তাজনুর নাহার, ভোলার জি,এ, রেডিও শ্রোতা ক্লাবের এম.এইচ.রনি, ঝিনাইদহ জেলার ব্রাদারহুড রেডিও লিসনার্স ক্লাবের সাজ্জাদ হোসেন রিজু, সিরাজগঞ্জ জেলার আলো রেডিও লিসনার্স ক্লাবের মো: সেলিম, চাপাইনবাবগঞ্জ জেলার সোনাচান্দির মাহফুজা আখতার মায়া, একই জেলার বরেন্দ্র বেতার লিসনার্স ক্লাবের আফিয়া খাতুন, পাবনা জেলার সুজানগরের সমীর কুমার সরকার, পাঁচশুয়াইল রেডিও লিসনার্স ক্লাবের ইকবাল হোসেন, ঢাকার নওয়াবগন্জের এ.কে.এম.নাসির উদ্দিন, ফরিদপুরের মধ্য আলিপুরের আফজাল আলি খান, কুস্টিয়া জেলার সিআরআই ক্লাব ৯৫'-এর বিপ্লব কুমার অধিকারি, মাগুরা জেলার কুমার কোটা লিসনার্স ক্লাবের খায়রুল ইসলাম ।

ভারত: ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনিপুর জেলার আশকোলার মৃত্যুন্জয় বেরা ও জগদীশ বেরা পশ্চিম মেদিনীপুর জেলার বনডাহির কনিকা প্রধান, দূর্গ ছত্তিসগড় জেলার নেহেরু নগর ভিলাইর দিরা বাইন, মুর্শিদাবাদ জেলার ভ্রাতৃ রেডিও লিসনার্স ক্লাবের লায়লা আখতার, স্টুডেন্টস লিসনার্স ক্লাবের নাসিরুদ্দিন, টিনি লিসনার্স ক্লাবের মন্জুর আলি, মিতালি লিসনার্স ক্লাবের শিভেন্দু পল, ফেমিলি রেডিও লিসনার্স ক্লাবের পারভিন নাসরিন, বর্ধমান জেলার শর্ট ওয়েভ ওয়ার্ল্ড রেডিও লিসনার্স ক্লাবের শুভংকর বসাক, রেডিও শ্রোতা সংঘের সুভাষ চক্রবর্তি, হুগলি জেলার অযোধ্যার শ্রীকান্ত নন্দি ও উত্তর দিনাজপুর জেলার সাহারা বানু।

প্রথম পুরস্কার লাভকারী শ্রোতা মোট ২০জন। তাঁরা হলেন বাংলাদেশের পাবনা জেলার হরিপুর বাজার ইন্টারন্যাশনাল রেডিও লিসনার্স ক্লাবের আবদুস সামাদ সরকার, সিলেট জেলার রোকন উদ্দিন আহমেদ, খুলনা জেলার সুন্দরবন ইন্টারন্যাশনাল রেডিও ফ্যান ক্লাবের রাসেল বিশ্বাস, বগুড়া জেলার মিনহাজ উদ্দিন বিপুল প্রামানিক, ঝিনাইদহ জেলার সিআরআই লিসনার্স ক্লাবের বেগম রোকেয়া খাতুন, চাপাই নবাবগঞ্জ জেলার আবদুল মান্নান, মেহেরপুর জেলার পুলিশ পরিদর্শক আবদুল লতিফ, সাতক্ষীরা জেলার চাঁচাই'র পরিমল কুমার বাছাড়, রাজশাহি জেলার ঘোড়ামারার এ.কে.এম. মনিরুজ্জামান, ফরিদপুর জেলার নন্দন বেতার শ্রোতা সংঘের রওনক জাহান এবং ইনডিপেন্ডেন্ট রেডিও লিসনার্স ক্লাবের কামাল হোসেইন।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040