|
প্রিয় বন্ধুরা, প্রথম হল ডিসেম্বর মাসের শ্রেষ্ঠ শ্রোতার নাম আপনাদেরকে জানিয়েছি। ডিসেম্বর মাসের শ্রেষ্ঠ শ্রোতা হল বংলাদেশের পাবনা জেলার এস,এম,আবদুল্লাহ রানা, উপহার হল "প্রতিদিন চীনা ভাষা"।
আবদুল্লাহ রানা আমাদের অনুষ্ঠানের নিয়মিত শ্রোতা বন্ধু, তিনি আমাদেরকে অনেক চিঠি লেখেন, এছাড়া আমাদের অনুষ্ঠানের জন্য অনেক গঠনমূলক মতামত দিয়েছেন, তাহলে ডিসেম্বর মাসের শ্রেষ্ঠ শ্রোতা হল বংলাদেশের পাবনা জেলার এস,এম,আবদুল্লাহ রানা। আশা করি প্রিয় বন্ধুরা আমাদের প্রতিদিনের অনুষ্ঠান শুনবেন এবং চিঠি লিখবেন, আপনাদের সমর্থন ও মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি সবসময় চিঠি ও ইমেইল লেখে তাহলে অবশ্যই পুরস্কার পাবেন।
গত সপ্তাহের নববর্ষের অনুষ্ঠান এত বিশেষ এত সুন্দর, তাই না? হয়তো অনেক শ্রোতাই প্রথমবারের মত রেডিওতে নিজের কণ্ঠ শুনতে পারবেন। আমরা এত খুশি যে অনেক বন্ধুরা আমাদের বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়েছেন। বাংলাদেশের ঢাকার একজন শ্রোতা প্রকৌশলী শেখ ইখতিয়া, বাংলাদেশের মাগুরা জেলার কুমারকোতটা লিসনার্স ক্লাবের প্রেসিডেন্ট আশরাফুল ইসলামসহ অনেক বন্ধুদের কবিতা এত সুন্দর, তাঁদের কবিতা গানের মত, আপনাদের ভালবাসা আমাদের মনে রাখবে, আশরাফুল ইসলামের কন্ঠ ও অন্য বন্ধুদের কন্ঠ শিল্পীর চেয়ে আরো সুন্দর। বন্ধুরা, নববর্ষের অনুষ্ঠানে আমাদের ছালাউদ্দিনের কবিতা আপনাদের মনে কেমন? আমাদেরকে অব্যশই চিঠি লিখবেন, যদি আপনারা তাঁর কবিতা পছন্দ করেন, তাহলে সুযোগ পেলে ছালাউদ্দিন সাহেব আবার কবিতা পড়বেন।
প্রিয় বন্ধুরা, এখন শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান শ্রোতাদের মুখোমুখী পর্ব।
প্রথমেই কয়েক বন্ধুদের শুভেচ্ছা পড়ছি, বাংলাদেশের MD. Mizanur রাহমান তাঁর ইমেইলে লিখেছেন, As this sentimental season, this message comes to say, yours close in thought all through the year, but especially close today. Merry Christmas and happy new year. বাংলাদেশের মাহবুসMahfuz তাঁর ইমেইলে লিখেছেন, প্রিয় বাংলা বিভাগ ও আমার বন্ধু, প্রথমেই, আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়েছি, আশা করি আপনারা সবাই ভাল, আমি তো ভাল আছি। গয়েক দিনের পর আমরা ২০১১ সাল স্বাগত জানাবো, আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। আমি আশা করি যে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগে আমাদের জন্য আরো বেশি ও আরো সুন্দর অনুষ্ঠান তৈরী করবেন এবং ওয়েবসাইট আরো ভাল করবেন। আমি সিআরআইর নববর্ষের Calendar & Sticker খুব পছন্দ করি। ধন্যবাদ। বাংলাদেশের Narsingdi মাহমুদ হোসেইনHossain সাহেব, আমরা খুব মুগ্ধ যে আপনি একটি এত সুন্দর কার্ড তৈরী আমাদেরকে পাঠিয়েছেন। আমরা খুব পছন্দ করি, এবং গত সপ্তাহে সুযোগ পেলে আমরা আপনার কার্ড ওয়েবসাইটে পরিদর্শন করবো। ভারতের পশ্চিম বঙ্গের Mani Sankar Chhatri তাঁর ইমেইলে বলেছেন, When the clock strikes twelve on December 31st, people all over the world cheer and wish each other. I wish You and Your Broadcasting family a very "Merry Christmas" and a "Happy New Year 2011" in advance. May all your holidays be happy and may you have a year blessed with joy, love, and abundance. You have been such a good friend that I can always count on you for support and encouragement. Now I think this is the perfect moment to thank you and wish you good success and more importantly, lot of love in your life. Assam ( India)Prithwiraj Purkayastha & FamilyPub Bongalpukhuri ( Pothar) তিনি আমাদেরকেও একটি বিশেষ দিবসের কার্ড তৈরী করেছেন, কার্ডে সুন্দর শব্দ লিখেছেন, 'আশা, শান্তি ও ভালবাসা', আমরা এত মুগ্ধ হই।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |