|
(বাঁ দিক থেকে: আবাম ছালাউদ্দিন, ওয়াং সুইইয়াং, ছাই ইউয়ে মুক্তা)
ক: শুভ নববর্ষ!খ: Happy new year!
গ: 新年快乐!
ক: প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা এখন শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান (এক সাথে)"জীবন গানের দক্ষিণ এশিয়া" এ অনুষ্ঠান নিয়োপনাদের সামনে হাজির হয়েছি আমি আবাম ছালাউদ্দিন।
খ: আমি জিনিয়া ওয়াং।
গ: এবং আমি মুক্তা।
ক: বন্ধুরা, আজ হল নতুন বছরের দ্বিতীয় দিন। আজ আমরা তিনজন আপনাদেরকে একটি বিশেষভাবে সাজানো সুন্দর অনুষ্ঠান উপহার দেবো। এ অনুষ্ঠানে আপনারা আপনাদের পাঠানো অনুষ্ঠান শুনতে পারবেন।
খ: হ্যাঁ। আমরা নববর্ষের জন্য শ্রোতাদের পাঠানো অনুষ্ঠান সংগ্রহ করেছি। এবং অনেক শ্রোতা আমাদের কাছে তাদের সুন্দর অনুষ্ঠান পাঠিয়েছেন।
গ: হয়তো অনেক শ্রোতাই প্রথমবারের মত রেডিওতে নিজের কণ্ঠ শুনতে পারবেন। সে জন্য আমরা আর বেশি কথা না বলে এখনই আজকের অনুষ্ঠান শুরু করে দেই, কি তাইতো?
ক/খ: ঠিক বলেছেন। এখুনি শুরু করছি।
ক: মুক্তা, আমি শুনেছি আপনি শ্রোতাদের অনুষ্ঠান সংগ্রহের দায়িত্ব পালন করেছেন। তাইনা?
গ: হ্যাঁ, ছিলাম।
ক: তাহলে শ্রোতারা কী ধরনের অনুষ্ঠান পাঠিয়েছেন?
গ: সব ধরণের অনুষ্ঠান পাঠিয়েছেন। তাহলে আপনি কী ধরণের অনুষ্ঠান শুনতে চান?
ক: তাহলে প্রথমেই আমি শ্রোতাদের পাঠানো কবিতা পাঠ শুনতে চাই। কারণ এসব শ্রোতাদের অনেকেই হয়তো সুদুর পল্লী অঞ্চলে থাকেন। তাদের নিজেদের লেখা নিজের কণ্ঠে বেতারে শুনে নিশ্চয়ই উত্সাহিত হবে। তাই না?
গ: অবশ্যই। আচ্ছা, তাহলে আমি প্রথমেই বাংলাদেশের ঢাকার একজন শ্রোতা প্রকৌশলী শেখ ইখতিয়ার আহমেদের পাঠ করা একটি ইংরেজি কবিতা শোনাবো ইংরেজী নববর্ষের শুরুতেই।
(প্রকৌশলীর কবিতা-ইংরেজি )
খ: অনেক সুন্দর পড়েছেন। কিন্তু আমি বাংলা কবিতা শুনতে চাই।
গ: আচ্ছা, আমি এখন শোনাচ্ছি বেশ কয়েকজন শ্রোতার পাঠ করা নিজের লেখা কবিতা।
(নিজের লেখা কবিতা)
খ: অনেক ভাল হয়েছে, তাইনা?
ক: হ্যাঁ! তারপর আপনি আমাদের কার কবিতা শোনাবেন?
গ: আরো কবিতা শুনতে চান? আপনি নিজেইতো কবি। তাই মনে হয় কবিতার প্রতি আপনার আগ্রহ বেশি। হ্যাঁ তাহলে আমি নির্বাচিত অন্য আরো কয়েকজন শ্রোতার কবিতা শোনাবো। যদিও তাঁরা নিজেরা লিখেন নি, তবুও খুবই সুন্দর পাঠ করেছেন। আশা করি, সবাই পছন্দ করবেন।
(কবিতাগুলো)
ক: নিশ্চয়ই বলতে হবে খুবই ভাল হয়েছে।
খ: এবারে কার অনুষ্ঠান শোনাবেন?
গ: তারপর আমি আপনাদেরকে বাংলাদেশের মাগুরা জেলার কুমারকোতটা লিসনার্স ক্লাবের প্রেসিডেন্ট আশরাফুল ইসলামের নিজের লেখা একটি কবিতা শোনাবো।
(আশরাফুল ইসলামের কবিতা)
গ: কেমন হয়েছে, ছালাউদ্দিন সাহেব?
ক: হ্যাঁ, ভাল হয়েছে। সবাই যে লেখার ও পাঠ করার চেষ্টা করেছেন তা সত্যিই প্রশংসার।
গ: তিনি একটি গানও গেয়েছেন। আমরা একসাথে আসুন না শুনি।
(আশরাফুল ইসলামের গান)
খ: খুবই চমত্কার গেয়েছেন। আমি আরো বেশি গান শুনতে চাই।
গ: আচ্ছা। শ্রোতাবন্ধুরা আমি আপনাদের আরো কয়েকজন শ্রোতার গান শোনাবো।
(অন্য শ্রোতার গান)
ক: বহু শ্রোতাই তাদের কবিতা ও গান পাঠিয়েছেন। বেশ ভালো লাগলো। এরা একদিন আরো ভালো করবে। তাই না?
খ: ঠিক বলেছেন। শ্রোতা বন্ধুরা, আসলে আমাদের বিশেষজ্ঞ আবাম ছালাউদ্দিনও একজন লেখক ও কবি। সেজন্য আমরা তার কাছ থেকেও অবশ্যই তার নিজের লেখা একটি কবিতা শুনতে চাই। ঠিক না?
গ: ঠিক বলেছে জিনিয়া। আপনি আসলে অনেক সুন্দর কবিতা লিখেছেন। আগেও শুনেছি আপনার স্বরচিত কবিতা পাঠ বাংলাদেশ ও ভারতীয় দূতাবাসে। তাহলে আজ এখন একটি কবিতা নিশ্চয়ই শোনাবেন। শ্রোতারাও অপেক্ষায় রয়েছে।
ক: হাহা! আচ্ছা, কী আর করা যায়, যে ভাবে ধরেছেন আর যাই কোথায়। হ্যাঁ, আমার এ কবিতার নাম হল---কবিতাটি চীনে বসেই লেখা। আশা করি, জানি না আপনাদের কেমন লাগবে।
(ছালাউদ্দিন সাহেবের কবিতা)
খ: সত্যিই শুনে আমরা মুগ্ধ। শ্রোতা বন্ধুরা আপনাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে। এরপর কিন্তু আমাদের আরো অনুষ্ঠান রয়েছে।
গ: অবশ্যই। আপনি কী অনুষ্ঠান শুনতে চান?
খ: আমি এবার গান শুনতে চাই।
ক: গান! ঠিক আছে। আমারও এখন গান শোনার ইচ্ছা। মুক্তা, শ্রোতাদের গাওয়া গান শোনাবেন কি? একটা নয় কিন্তু, কয়েকটা।
গ: ঠিক আছে, তাহলে এখন আমি কয়েকজন শ্রোতার গান শোনাবো। বন্ধুরা, নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে।
(অন্যান্য গান)
গ: কি কেমন লাগলো?
ক: খুবই ভাল হয়েছে। গান মানুষের মাঝে প্রশান্তির নির্মলতা এনে দেয়।
খ: গান আমারও প্রাণ। শুনে মনে হলো আমি যেন গানের জগতে হারিয়ে গেছি।
গ: অবশ্যই শ্রোতারা মন দিয়ে গেয়েছেন। বাংলাদেশের ঝিনাইদহ জেলার সিআরআই লিসনার্স ক্লাবের প্রেসিডেন্ট এম,বি,জামান সিদ্দিকি তাঁর ক্লাবের সদস্যদের নিয়ে একসাথে তৈরি করা অনুষ্ঠান আমাদের কাছে পাঠিয়েছেন। এখন তার অনুষ্ঠানটি শোনাতে চাই। কি শোনাবো?
ক: অবশ্যই আমরা সবাই একসাথে শুনবো।
(এম,বি,জামান,সিদ্দিকি'র প্রোগ্রাম)
খ: খুবই সুন্দর । আমি বিশেষভাবে শিশুদের পড়া কবিতা পছন্দ করি।
ক: হ্যাঁ, কে শিশুদের ভালোবাসে না বলুন! জিনিয়া আপনি নিজেই কিন্তু আমাকে কবিতা করিয়ে ছেড়েছেন। আমি শুনেছি আমি জানি,আপনিও সুন্দর করে গান গাইতে পারেন। একবার শুনেছি, বেশ মিষ্টি গলা আপনার। এবার আপনি তাহলো আমাদেরকে একটি গান শোনাতেই হবে। কি শোনাবেন?
খ: বলেছেন যখন তখনতো গাইতেই হয়। শ্রোতা বন্ধুরা, আপনাদের জন্য আমার এ গান। কী গান গাইবো ভাবছি।
গ: মিষ্টি একটা চীনা গান শোনালে সবাই খুশি হবো।
খ: আচ্ছা, ঠিক আছে। আমি যে গানটি গাইবো সেটি হল ---। আর গানের কথা হল---। আশা করি আপনাদের গানটি পছন্দ হবে।
(জিনিয়ার গান)
ক: অনেক সুন্দর। দারুণ সুন্দর। জিনিয়া আপনি এত সুন্দর গান গাইতে পারেন । ভবিষ্যতেও কিন্তু আরো শোনাতে হবে।
খ: আপনাকে অনেক ধন্যবাদ। মুক্তা আপু, গান ও কবিতা ছাড়া আমি কৌতুকও শুনতে চাই।
গ: আছে আছে। বাংলাদেশের নওগাঁ জেলার আই আর সি ইন্টারন্যাশনাল ক্লাবের নজরুল ইসলাম আমাদের দু'টি কৌতুক পাঠিয়েছেন। এখন আমি আপনাদেরকে তাঁর দু'টি কৌতুক শোনাচ্ছি।
(কৌতুক ১,২)
ক: খুবই মজার, তাইনা?
খ: হ্যাঁ, অনেক মজার হয়েছে। তাহলে মুক্তা আমরা দু'জনতো কিছু একটা করেছি। আপনি কি করবেন?
গ: আমি? আচ্ছা, আমিও একটি কৌতুক বলবো। আর এর মধ্য দিয়েই শেষ করবো আমাদের আজকের বিশেষ অনুষ্ঠান।
(মুক্তার কৌতুক)
খ: আরে আপনিতো দেখছি আর এক ধাপ বেশি। দারুণ দারুণ মজার হয়েছে।
গ: এত প্রশংসা আমার প্রাপ্য নয়।
ক: শ্রোতা বন্ধুরা, আজকের বিশেষ অনুষ্ঠান কেমন লাগলো আপনাদের? কী সুন্দর হয়েছে? আপনাদের নিজের কন্ঠ শুনে কেমন লাগছে এখন? একটা কথা আছে না, কোথায় যে প্রতিভা লুকিয়ে আছে কে জানে আর কখন যে তা ছড়িয়ে যাবে বিশ্বব্যাপী।
গ: আমরা আশা করি, শ্রোতাবন্ধুরা আমাদের ২০১১ সালের প্রথম বারেরমত প্রচারিত এ অনুষ্ঠান পছন্দ করেছেন। বন্ধরা, কেমন লাগলো তা জানাতে কিন্তু ভুলবেন না।
খ: আপনাদের বিবেচনাপ্রসুত দৃষ্টি আমাদের উত্সাহিত করবে। এ বছর আমরা আপনাদের জন্য আরো সুন্দর ও সমৃদ্ধ অনুষ্ঠান তৈরী করার চেষ্টা করবো।
ক: আমরা আশা করি, আপনারা নতুন বছরে আমাদের সব অনুষ্ঠান নিয়মতভাবে শুনবেন, আমাদেরকে চিঠি লিখবেন, এবং আমাদের প্রতিযোগিতায় অংশ নেবেন। সেই অপেক্ষায় থাকলাম।
গ: আমরা এখানে বিশেষভাবে বাংলাদেশের ঝিনাইদহ জেলার সিআরআই লিসনার্স ক্লাবের প্রেসিডেন্ট এম,বি,জামান সিদ্দিকিকে ধন্যবাদ জানাই। কারণ তিনি এবার বিশেষ অনুষ্ঠানের জন্য বেশি অবদান রেখেন।
খ: আসলে আরো বেশি শ্রোতা আমাদেরকে প্রোগ্রেম পাঠিয়েছেন। কিন্তু আমাদের সবগুলো প্রোগ্রেম শোনানোর যথেষ্ট সময় নেই। আমরা প্রত্যক অংশগ্রহণকারীকে পুরস্কার দিবো এবং প্রথম তিন পুরস্কার লাভকারী নির্বাচন করবো। আশা করি, শ্রোতাবন্ধুরা চিঠিতে বা ইমেলে আপনার প্রিয় প্রোগ্রেম আমাদেরকে জানাবেন।
গ: বন্ধুরা, অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে আমরা বাংলা বিভাগের পরিচালক ইউ কুয়াংইউয়ে ও সকল সহকর্মীদের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই।
ক: শান্তি ও সম্প্রীতির আনন্দ উচ্ছাসে হৃদ্ধ হয়ে উঠুক জীবন। শুভ নববর্ষ!
খ: Happy new year!
গ: 新年快乐!
একসাথে: যাই চিয়ান!
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |