Web bengali.cri.cn   
প্রতিদিন নিয়মিতভাবে প্রতিটি অনুষ্ঠান শুনি
  2010-12-08 09:16:11  cri
ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার বোমনাগার থানার শুভ্রজিত রায় কম্পিউটারে তিনটি ছবি এঁকে 'আমি সিছুয়ানে যেতে চাই' শীর্ষক বিশেষ দক্ষতা প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। আমরা এ সপ্তাহের মধ্যে ছবি তিনটি আমাদের ওয়েবসাইটে প্রকাশ করবো। আশা করি, আপনাদের আনন্দ দেবে ছবিগুলো।

বন্ধুরা, আমরা আশা করি বিভিন্ন পদ্ধতিতে আপনারা 'আমি সিছুয়ানে যেতে চাই' বিষয়ক দক্ষতা প্রতিযোগিতায় অংশ নেবেন। রচনা ছাড়াও আপনারা শুত্রজিত রায়ের মতো ছবি পাঠিয়ে বা অন্য কোন উদ্ভাবনী উপায়ে এ প্রতিযোগিতায় অংশ নিতে পারেন। প্রতিযোগিতায় অংশ নেয়ার আর বাড়ানো হবেনা। আমরা আশা করি, যারা এখনও অংশ নেননি তারা তাড়াতাড়ি অংশ নেবেন এতে। আমরা জানিয়ে রাখতে চাই, এবারের প্রতিযোগিতায় বিজয়ীর জন্য চীনের সিছুয়ান প্রদেশ ভ্রমণের সুযোগ করে দেয়ার একটি বিশেষ পুরস্কার রয়েছে।

ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ইন্টারন্যাশনাল মিতালি লিসনার্স ক্লাবের হাফিজুর রহমান লিখেছেন, "আমি সিআরআই বাংলা অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। প্রতিদিন নিয়মিতভাবে প্রতিটি অনুষ্ঠান শুনি। অনুষ্ঠান অত্যন্ত আকর্ষণীয় ও সংবাদগুলো বস্তুনিষ্ঠ। দারুণভাবে এগুলো উপভোগ করি। আমাদের শ্রোতা সংঘের প্রায় প্রত্যেক সদস্য-সদস্যা সিআরআই বাংলা বিভাগের অনুষ্ঠানকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। চীনের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সমাজ ও সংস্কৃতি, অর্থনীতি, বিজ্ঞান, ক্রীড়া, প্রাকৃতিক সম্ভার ইত্যাদি সব বিষয়ে আমরা সুন্দরভাবে জানতে পারি। আমি ১৯৮২ সাল থেকে সিআরআই'র বাংলা অনুষ্ঠান শুনে আসছি। সিআরআই'র অনুষ্ঠান দিয়েই আমার ডি-এক্স জীবন শুরু। তাই আমার কাছে সিআরআই সব সময় আলাদা গুরুত্ব ও অর্থ বহন করে। সিআরআই'র বাংলা ওয়েবসাইটটিও বিশাল তথ্যের ভান্ডার। আমরা অনেক অজানা গুরুত্বপূণর্ণ বিষয় জানতে পারছি এ সাইট থেকে। উন্নতমানের অনুষ্ঠান এবং ওয়েবসাইট উপহার দেবার জন্য আমাদের শ্রোতা সংঘের প্রত্যেক সদস্য-সদস্যার পক্ষ থেকে সিআরআই বাংলা বিভাগের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।" বন্ধু হাফিজুর রহমান, এটা সত্যিই আমাদের জন্য অত্যন্ত আনন্দের যে ২১ বছর ধরে আপনি আমাদের সঙ্গে আছেন। আমরা আজীবন আপনার সঙ্গ ও সমর্থন প্রত্যাশা করি।

ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার অল ইন্ডিয়া সিআরআই লিসেনার্স সংঘের বিধান চন্দ্র সান্যাল লিখেছেন, "আমি ও সিআরআই'র বাংলা বিভাগ" শীর্ষক রচনা প্রতিযোগিতার তৃতীয় পুরস্কার হাতে পেয়েছি। পুরস্কারপ্রাপ্তি আমাকে দারুণ আনন্দ দিয়েছে। তবে প্রথম বা দ্বিতীয় শ্রেণীর পুরস্কার না পাবার ব্যথা মনে রয়ে গেল। আগামীতে আরো সফল হবার প্রত্যাশা রাখি। আমাদের অল ইন্ডিয়া সিআরআই লিসেনার্স সংঘের পক্ষে গত ৯ মে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মজয়ন্তী পালন করা হয়েছে। সকালে প্রভাত ফেরী, রবীন্দ্র প্রতিকৃতিতে মাল্যদান এবং সন্ধ্যায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান উপলক্ষে বালুরঘাট শহরে ব্যাপক সাড়া পড়ে এবং সিআরআই বাংলা অনুষ্ঠানসূচী উপস্থিত সকলের হাতে তুলে দেওয়া হয়। গত ১৫ মে আমার পত্র তুলে ধরবার জন্য ধন্যবাদ। অল ইন্ডিয়া সিআরআই লিসেনার্স সংঘ সম্পর্কে আপনাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রকাশে আমরা উত্সাহিত ও অনুপ্রাণিত। এই সংগঠনকে সামনে রেখে আমরা সিআরআইকে জনপ্রিয় করবার প্রচেষ্টার পাশাপাশি ভারত-চীন মৈত্রীর পক্ষে গঠনমূলক উদ্যোগ গ্রহণ করবার সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। গত ১৪ মে 'মুক্ত মন মুক্ত চিন্তা' শীর্ষক অনুষ্ঠানটি শুনলাম। এই অনুষ্ঠানে নিসাই দাস বাউলের সাক্ষাত্কার খুব ভালো লাগলো। ওই সাক্ষাত্কার থেকে বর্তমানে বাউলের অবস্থা, সঙ্গীত জীবনের নানা অভিজ্ঞতা, শিল্পীর ব্যক্তিগত জীবন, ইচ্ছা সবটাই সুন্দরভাবে ফুটে ওঠে। এমন অনুষ্ঠান শোনাবার জন্য সিআরআইকে ধন্যবাদ। গত ১৬ মে শাংহাই বিশ্বমেলার প্রতিবেদনে বাংলাদেশের ভবনের বর্ণনা শুনলাম। চোখে দেখার সুযোগ না পেলেও প্রতিদিনের প্রতিবেদন থেকে নানা সংবাদ পেয়ে মনের কল্পনায় শাংহাই বিশ্বমেলা দেখছি। আমার মেয়ে প্রবন্ধ প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার না পাবার জন্য খুব অভিমানী হয়েছে। সেই অভিমানীর জন্মদিন আগামী ২৫ জুলাই। এটা তার সপ্তম জন্মদিবস। ওইদিন সিআরআই'র বাংলা বিভাগের সবার নিমন্ত্রণ রইল।" বন্ধু বিধান চন্দ্র সান্যাল, অত্যন্ত আনন্দিতচিত্তে আমরা আপনার অভিমানীর জন্মদিনের আমন্ত্রণ গ্রহণ করলাম। তবে আমরা দুঃখিত জেনে যে রচনা প্রতিযোগিতায় পুরস্কার না পেয়ে সে অভিমানী হয়েছে। আসলে আমাদের প্রত্যেক শ্রোতাকেই সমান গুরুত্ব দিতে হয় - দেখতে হয় পেশাদারিত্বের চোখ দিয়ে। তবে আপনার মেয়ে এখনো অনেক ছোট। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ভবিষ্যতে সে অবশ্যই পুরস্কার লাভ করবে। শুভ সপ্তম জন্মদিনে আমাদের পক্ষ থেকে তার জন্য গ্রহণ করুণ এক রাশ শুভ কামনা। জন্মদিনের উপহার হিসেবে আমরা তাকে একটি গান শোনাতে। গানের কথা হলো 'জন্মদিনের এই মিলন মেলা'। আশা করি, তার অভিমান দূর হবে এতে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040