Web bengali.cri.cn   
আমরা মুসলমান আমরা দু'টো ঈদ পালন করি
  2010-12-01 17:23:29  cri

বাংলাদেশের নাটোর জেলার মিস লাকি মল্লিক তাঁর চিঠিতে জানতে চেয়েছেন, 'আমার প্রশ্ন হল আমরা মুসলমান আমরা দু'টো ঈদ পালন করি। চীনে মুসলমানরা সংখ্যায় কত কোটি, তারা কোন কোন প্রদেশে বসবাস করে, তাদের ধর্মীয় সংস্কৃতি আমাদের মতই কি নাজানাবেন। চীনের মুসলমানের সংখ্যা কত কোটি?

হ্যাঁ বন্ধু, চীনের মুসলমানরা অনেক প্রদেশে থাকে। চীনের ও উত্তরপশ্চিমাঞ্চলেরনিং সিয়া, ছিন হাই, কান সু্, সিন চিয়াং ও স্যান সি প্রদেশে এদের বসবাস। চীনের দক্ষি ণপশ্চিমাঞ্চলে চীনের ইয়ুন নান প্রদেশে বেশির ভাগ থাকে। এ ছাড়া আরো কয়েকটি প্রদেশেও তারা রয়েছেন, যেমন, হো পেই, হো নান, সান তুং ও অন্তর্মঙ্গোলিয়া প্রদেশ।

বিশেষকরে চীনের মুসলিনদের পবিত্র উত্সব চীনের অন্যান্য শহরেও সব সময় উত্যাপিত হয়ে আসছে। উল্লেখ করা যায় যে চীনের অনেক মুসলমানই খুব সহজেই তারা জেরুজালেম গিয়ে সেখানকার উত্সবের পরিবেশে আনন্দের মধ্য দিয়ে উত্যাপনের পাশাপাশি তা উপভোগ করতে পারে। যদিও চীনাদের পক্ষে অন্যান্য ভাষায় মত বিনিময় করা সম্ভব নয়। তার পর তারা তাদের মনের ভাব সহজেই প্রকাশ করে উত্সবে আনন্দনকে ভাগাভাগি করতে পারে।

বাংলাদেশের নওগাঁ জেলার সোর্স অব নলেজ ক্লাবের প্রেসিডেন্ট রফিকুল ইসলাম তাঁর চিঠিতে জানতে চেয়েছেন, চীনের নদীতে কী কী ধরনের মাছ পাওয়া যায়? বাংলদেশের জাম, কাঠাল কি চীনে পাওয়া যায়?

প্রথমে, চীনের নদীতে চার রকম বিখ্যাত মাছ আছে, তারা হুয়াং হো নদীর পোনা মাছ, থ্যাই নদীর হোয়াইটবেইট, সং নদীর উইভার এবং ইয়াং জি নদীর ইলিশ। পোনা মাছ মানুষের চোখের জন্য খুব ভাল। চীনের চার রকম বিখ্যাত মাছের মধ্যে গুরুত্বপূর্ণ মাছ হোয়াইটবেইট মাছ প্রতি বছরের মে ও জুন মাসে সবচেয়ে রুচিকর। উইভার মাছ দক্ষিণ চীনের সবার প্রিয় মাছ। ১৯৭২ সালে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন চীন সফরকালে এ রকমের মাছ খেয়েছেন।

হ্যাঁ ভাই, চীনেও আম, জাম ও কাঠাল সবই পাওয়া যায়। তবে তা শুধু মাত্র দক্ষিণ চীনে কিছু কিছু হয়। যা ধরার মধ্যে পরে না। উত্তর চীনে এসব ফল হয় না। সাধারণত এসব ফল বিভিন্ন দেশ থেকে আমদানী করা হয়ে থাকে।

একজন শ্রোতা, চিঠিতে তিনি তাঁর নাম লিখেন নি, তাঁর চিঠিতে তিনি লিখেছেন, শনিবারের শ্রোতাসন্ধ্যা অনুষ্ঠানটি আমার সবচেয়ে প্রিয়। তাছাড়া চলুন বেড়িয়ে আসি, সংস্কৃতি সম্ভার, অর্থনিতির অগ্রযাত্রা, এসো চীনা ভাষা শিখি, কথা ও সুর ইত্যাদি অনুষ্ঠানও ভালোলাগে। তাঁর জিজ্ঞাসা হচ্ছে, কথা ও সুর অনুষ্ঠানে একটি গান প্রচারিত হয়েছে, সে গায়কের নাম জিয়াং জে, তিনি কোন এলাকার মানুষ?

ভাই, এ গায়ক আমার একজন প্রিয় গায়ক। তিনি চীনের সিছুয়ান প্রদেশের একজন গায়ক, অতি সাধারণ একজন মানুষ, গান গাওয়া তাঁর স্বপ্ন । তিনি একটি দরিদ্র পরিবারের ছেলে, তিনি চীনের মূলভূভাগের একটি সংগীত প্রতিযোগিতায় অংশ নিয়েছেন, তার পর তাঁর অতুলনীয় কন্ঠস্বর এবং সুন্দর অবয়ব দর্শক ও শ্রোতাদের প্রশংসা পেয়েছে। সুরের জগতে এসে তিনি তাঁর স্বপ্ন বাস্তবায়ন করেছেন। প্রতিযোগিতায় নির্বাচিত হওয়ার পর থেকেই তার পেশাদার কন্ঠ শিল্পীর জীবন শুরু হয়।

চিয়ান জের গান মানুষের মনকে উষ্ণ করে তলে। যেন সূর্যের আলোতে বারান্দায় বসে চা পান করে হলুদ বিকেলটাকে উপভোগ করা। তিনি তাঁর প্রতিটি গানে একটি একটি গল্প বর্ণনা করেন। গল্প শুনে আমরা কখনো মুগ্ধ হই আবার কখনো দুঃখ ভারাক্রান্ত হই। এ গানে একটি বেদনাদায়ক ভালবাসার কথা বর্ণিত হয়েছে। আমাদের দু'জনের রয়েছে অনেক স্মৃতি, কিন্তু সেই তুমি আমাকে ছেড়ে চলে গেলে, আমি তোমাকে খুঁজে পাই নি, আর তাইতো আমি নিজেও হারিয়ে গেছি।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040