|
বন্ধুরা, প্রতি সপ্তাহে অনেক শ্রোতা বন্ধু আমাদেকে চিঠি লেখেন এবং BBS-এ কথা ফেলেন, আপনাদের এত কথা এত ভালবাসা, আমরা সত্যিই খুব খুশি। তবে দুঃখিত এ কারণ যে, সব শ্রোতাদের চিঠি আমাদের এ আসরে পড়ে শোনানো সম্ভব নয়, শুধু মাত্রবাছাই করাকয়েকটিচিঠি পড়ে শোনাবো।প্রিয় বন ্ধুরা, তবেপ্রত্যেকের লেখা সুন্দর চিঠিগুলো আমরা পড়ে শোনাই। তাই আমাদের কাছে আপনাদের মতামত সম্বলিত চিঠি লিখতে ভুলবেন না। আজ কয়েকজন শ্রোতার কথা আপনাদের শোনাবো।
বাংলাদেশের বগুড়া জেলার ডাঃ মোঃ জিল্লুর রহমান তাঁর চিঠিতে লিখেছেন, সি আর আই আমার স্বপ্ন, সি আর আই আমার ভালবাসা, সি আর আই আমার প্রতিদিনের বন্ধু, প্রতিদিনের সঙ্গী, একদিন সি আর আই না শুনলে মনে হয় একযুগ ধরে শুনিনি। প্রথম আমি হাইস্কুল জীবনে তত্কালীন রেডিও বেইজিং এর আধঘন্টাব্যাপী বাংলা অনুষ্ঠান শুনতাম, এবং চিঠি লিখতাম ও কুইজে অংশ গ্রহণ করতাম। কলেজ জীবনে রেডিও পেইচিংয়ের বাংলা অনুষ্ঠান শুনতাম এবং মাঝে মাঝে চিঠিও লিখতাম। কুইজে অংশ নিতাম। তার পর রেডিও বেইজিং পরিবর্তিত হয়ে নতুন নামকরণহল, চীন আন্তর্জাতিক বেতার। তিনি আরো লিখেছেন যে, আমারমা আমাকে উত্সাহ দিতেন। এখন আমার নিজস্ব রেডিও সেট রয়েছে। নিয়মিত সি আর আই এর বাংলা অনুষ্ঠান শুনি। শনিবারের শ্রোতাসন্ধ্যা অনুষ্ঠানটি আমার সবচেয়েপ্রিয়। তাছাড়া চলুন বেড়িয়ে আসি, সংস্কৃতি সম্ভার, অর্থনিতির অগ্রযাত্রা, এসো চীনা ভাষা শিখি অনুষ্ঠানও আমার ভালোলাগে। ভাই জিল্লুর রহমান, আপনি খুবই ভাল কথা লিখেছেন। আপনি আমাদের অনুষ্ঠান নিয়মিত শোনা ও মতামত প্রদানের জন্য ধন্যবাদ। সেই সাথে আমাদেরঅনুষ্ঠান শোনায় উত্সাহ দেয়ার জন্য আপনার মা'কেও জানাই আন্তরিক ধন্যবাদ। বন্ধুরা, তাহলে প্রথমেই শোনা যাক একটা সুন্দর বাংলা গান। শিল্পী হলেন তওফিক এবং ফয়সাল রুডি। তারা দ্বৈতকন্ঠে গেয়েছেন বিদ্রোহি গানটি।
ভারতের পশ্চিম বাংলার বিশ্ব রেডিও শ্রোতা ক্লাবের মুস্তাফিজ জামান তাঁর চিঠিতে লিখেছেন, আমি সি ছুয়ানে যেতে চাই, সি ছুয়ান হল চীনের একটি সুন্দরপ্রদেশ। এখানে রয়েছে নানা বৈচিত্রময় অপরূপ দৃশ্যের বহু পাহাড় পর্বত। পর্বত থেকে নেমে এসেছে ঝর্ণা। যা আমাদের হৃদয়কে আকৃষ্ট করে। এখানে রয়েছে বৌদ্ধ ধর্মের বহু স্থাপত্য ও বহু বৌদ্ধ মন্দির। আবার সি ছুয়ানে দেখতে পাওয়া যায় তাও ধর্মের মন্দির। ধর্মীর সংস্কৃতির মিলন দেখতে পাওয়া যায় এই সি ছুয়ানেই। সি ছুয়ান হল ভ্রমণ পিপাসু পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয়, মনমুগ্ধকর দর্শনীয় স্থান। কেননাপ্রায় দুই হাজার বছরেরও বেশি আগের প্রাচীন সভ্যতা আবিষ্কার হয়েছে এখানেই। বহু ঐতিহাসিক নিদর্শনের সাক্ষী বহন করে চলেছে সিছুয়ান। অপরূপ সৌন্দর্যময় পাহাড় পর্বত, বিভিন্ন ধর্মীয় স্থাপত্য, নানা সংকৃতির ঐতিহ্য, সবকিছু মিলিয়ে আকর্ষণীয়, দর্শনীয় প্রদেশ হল সি ছুয়ান। আর এই সমস্ত বিষয়গুলি আমি জানতে পেরেছি সি আর আই এর মাধ্যমে, তাই সি আর আই'র করছে আমি চির কৃতজ্ঞ।
তাঁর আরেকটি চিঠিতে তিনি লিখেছেন, আমি একদিন রেডিওর নব ঘুরাতে ঘুরাতে শুনতে পাই বাংলাভাষার এক সুমধুর কন্ঠস্বর, কিন্তু শুনে মনে হচ্ছে যিনি কথাগুলোবেতারে বলছেন তিনি বাঙালী নন। অথচ কথাগুলো স্পষ্টভাবে বাংলায় বলে যাচ্ছেন। কিছুক্ষণ শোনার পর বেতার থেকে ভেসে আসল "আপনারা এই অনুষ্ঠান শুনছেন চীন আন্তর্জাতিক বেতার থেকে"। আমি তখনই বুঝতে পারলাম যে চীন থেকে বাংলা অনুষ্ঠান প্রচার হয়। সেটা ছিল ১৯৯৯ সাল। সেই তখন থেকেই আমি সি আর এর বাংলা অনুষ্ঠান প্রতিদিন শুনে আসছি। কেননা সি আর আই এর মাধ্যমে সারা বিশ্বের নিরপেক্ষা খবর ও বস্তুনিষ্ঠ তথ্য পেয়ে থাকি। এছাড়াও সি আর আই এর মাধ্যমে চীনকে জানতে পেরেছি। চীনের বিভিন্ন প্রদেশের স্থাপত্য, সংস্কৃতি, সামাজিক, রাজনৈতিক ও প্রাকৃতিক পরিবেশ ও অন্যান্য বিষয়ে অনেক তথ্য জানতে পেরেছি।সেই জন্য সি আর আইকে অনেক অনেক ধন্যবাদ।
তিনি আরো লিখেছেন, বর্তমানে বিশ্ব রেডিও শ্রোতা ক্লাবের সদস্য সংখ্যা বহু বৃদ্ধি পেয়েছে। অনুষ্ঠান শোনার পাশাপাশি আমরা সংস্কৃতি, শিক্ষা,স্বাস্থ্যা ও অন্যান্য বিষয়ে বিভিন্ন অনুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতা আয়োজনের মধ্য দিয়ে আমাদের ক্লাবেরকার্যক্রম চালিয়ে আসছি। কিন্তু আপনাদের নিকট এই প্রথম পত্র লিখছি। আগামিতে নিয়মিত পত্রব্যবহারের দ্বারা আপনাদের সাথে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করবো বলে আশা রাখি। আপনাদের শ্রোতা তালিকায় আমাদের ক্লাবের নাম অর্ন্তভুক্ত করার অনুরোধ জানাচ্ছি। আমি ও আমাদের ক্লাবের সদস্যরা সি আর আই'র বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে চাই, তাই আমাদের ক্লাবের ঠিকানায় প্রতিযোগিতা বিষয়ক প্রশ্নপত্র, অনুষ্ঠান সূচী, চীনা ভাষা শিক্ষার কোর্স ও অন্যান্য সামগ্রী পাঠানোর অনুরোধ জানাচ্ছি।
বন্ধুরা, এখন আরেকটি বিশেষ অংশ, প্রতি সপ্তাহে অনেক শ্রোতারাই আমাদের কাছে অনেক অভিমত দিয়েছেন, যেমন, বাংলাদেশের কুষ্টিয়া জেলার সি আর আই ক্লাবের চেয়ারম্যান তাঁর চিঠিতে লিখেছেন, ১, প্রতিদিন চীনা ভাষা শুনে আসছি, কিন্তু ভাষাকে নিয়মিত ভাষে বলে আসছি যে পুবের জানালায় দুই-একটি করে উচ্চারণসহ, অর্থসহ প্রকাশ করা। এতে শ্রোতা বন্ধুদের চীনাভাষা শেখা অনেক অনেক সহজ হবে। ২: 'মুক্ত মনঃ মুক্ত চিন্তা' অনুষ্ঠানে শ্রোতাদের কথা প্রচার করলেও শ্রোতারা আরো বেশি খুশি হবে। কারণ শ্রোতাদের জন্যই সি আর আই। ৩: দক্ষিন এশিয়ার ঘটনা প্রবাহ ১০ মিনিট থেকে ১৫ মিনিট করা উচিত। দক্ষিণ এশিয়ার ঘটনা সম্পূর্ণ বলে ১০ মিনিট যথেষ্ট নয়। কারণ অনেক ঘটনা যা প্রচার হয় না। ৪: তৃতীয় অধিবেশন: ২২:০০- ২৩:০০ কিলোহার্জ ৯৬১০/৯৬৯৬ আমি রেডিওতে খুঁজেই পেলাম না এতে আমি অনেক কষ্ট পেয়েছি। ৫: শ্রোতা সন্ধ্যায় নিয়মিত বিজয়ীদের নাম প্রচার করলে শ্রোতারা খুশি হবে।
প্রিয় বন্ধুরা, তাঁর অভিভাব আপনাদের মনে কেমন? আপনাদের অভিভাব আমাদের অনুষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা করি অনেক অভিভাব আমাদেরকে লিখবেন।
শ্রোতা বন্ধুরা, আজকের অনুষ্ঠান এখানে শেষ হল। শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আগামী সপ্তাহের একই সময় আপনাদের সঙ্গে আবার কাটাবো। কথা হবে নতুন কিছু নিয়ে। তত দিন সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। যাই চিয়ান।–জিনিয়া ওয়াং
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |