Web bengali.cri.cn   
চীনে মাথাপিছু আবাদি জমির পরিমান কত ?
  2010-10-22 14:31:35  cri
বাংলাদেশের গোপালগঞ্জ জেলার বেতার বন্ধু শ্রোতা সংঘের শ্রোতা প্রতীতি জানতে চেয়েছেন, চীনে মাথাপিছু আবাদি জমির পরিমান কত ? আপনার প্রশ্নের জবাব হচ্ছে, চীনের জাতীয় ভূখন্ড ও সম্পদ মন্ত্রণালয়ের পরিসংখ্যা থেকে জানা গেছে, ২০০৮ সাল পর্যন্ত সারা চীনের আবাদি জমি প্রায় ১২লাখ ১৭হাজার ৭শ বর্গকিলোমিটার। এটি বিশ্বের ১২৬তম স্থানে ছিল এবং বিশ্বের মাথাপিছু আবাদি জমির শতকরা ৪০ভাগ।  চীন একটি জনবহু দেশ, সেজন্য চীনে মাথাপিছু আবাদি জমির পরিমাণ বেশি না।

একই ক্লাবের শ্রোতা সাথী আহম্মেদ মল্লিক জানতে চেয়েছেন, জনসংখ্যায় চীনের সবচেয়ে ছোট জেলার নাম কী? আপনার প্রশ্নের জবাব হচ্ছে, জনসংখ্যায় চীনের সবচেয়ে ছোট জেলা হল তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের চাদা জেলা। চাদা জেলা তিব্বত স্বায়ত্তশাসিতের পশ্চিমাঞ্চলে অবস্থিত। এ জেলার আয়তন হল ২৪হাজার ৬শ ১ দশমিক ৫৯ বর্গমিটার। ২০০৩ সালের পরিসংখ্যান থেকে জানা গেছে, তার জনসংখ্যা হল একহাজার। ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার হাফিজুর রহমান জানতে চেয়েছেন, চীনে মোট কমগুলি আন্তর্জাতিক বিমান বন্দর আছে? সেগুলি কোন কোন জায়গায় অবস্থিত? আপনার প্রশ্নের জবাব হচ্ছে, চীনে মোট ৩১টি আন্তর্জাতিক বিমান বন্দর রয়েছে। এগুলি আন্তর্জাতিক বিমান বন্দর পেইচিং, শাংহাই, কুয়াংচৌ, ইয়ানথাই, শেনচেন, চিনান, ছেংতু, ছাংছুন, থিয়ানচিন, তালিয়ান, ছেংচৌ, শেনইয়াং, হার্বিন, সিয়ামেন, সিআন, ছিংতাও, ফুচৌ, নানচিং, ছুংছিং, উরুমুছি, হাইখৌ, নানছাং, খুনমিং, ছাংশা, চুহাই, উহান, নিংবো, কুইলিন, সানইয়া, হাংচৌতে অবস্থিত।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040