Web bengali.cri.cn   
বহুদিন পর সিআরআই থেকে একটি প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী নির্বাচিত হওয়ায় ভালো লাগছে
  2010-10-21 16:47:21  cri
বাংলাদেশের ঢাকার লত্ফর রহমান তাঁর ই-মেলে লিখেছেন, প্রথমেই ধন্যবাদ জানচ্ছি, আমাকে নয়াচীনের ৬০ তম প্রতিষ্ঠাবার্ষিকী শীর্ষক প্রতিযোগিতায় দ্বিতীয় শ্রেনীর পুরস্কার বিজয়ী নির্বাচিত করায়। বহুদিন পর সিআরআই থেকে একটি প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী নির্বাচিত হওয়ায় ভালো লাগছে।

গত শনিবার ২৯ মে, শ্রোতাসন্ধ্যা অনুষ্ঠানে সিআরআইয়ের এফ এম প্রচার সম্পর্কে আমার একটি লেখা প্রচার করায় ম্যাডাম ইউ কোয়াং য়ূএ কে অসংখ্য ধন্যবাদ। একটি সুসংবাদের জন্য দীর্ঘদিনের অপেক্ষা সার্থক হলো। এফএম প্রচারতরঙ্গে অনুষ্ঠান প্রচারের জন্য বাংলা বিভাগের শ্রোতাদের দীর্ঘদিনের দাবীটি চীন আন্তর্জাতিক বেতার পূরণ করেছে। এর মাধ্যমে সিআরআই আবারো প্রমাণ করেছে- শ্রোতাদের অনুরোধ তারা বেশ গুরুত্বের সাথেই বিবেচনা করে। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে মিডিয়াগুলো দর্শক-শ্রোতাদের কাছাকাছি পৌঁছাতে সর্বাধুনিক সুযোগ-সুবিধা ব্যবহার করছে। দ্রুততার সাথে বেশিসংখ্যক মানুষের কাছে বার্তা পৌঁছাতে আন্তর্জাতিক বেতারকেন্দ্রগুলো মিডিয়াম ওয়েভ এবং শর্টওয়েভের পাশাপাশি ইন্টারনেট, এফএম এ অনুষ্ঠান প্রচার করছে। চালু করছে পডকাস্টিং, এমপিথ্রি'র মাধ্যমে অনুষ্ঠান শোনার সুবিধা। এফএম প্রচারতরঙ্গে বাংলা অনুষ্ঠান প্রচার শ্রোতাদের প্রতি সিআরআইয়ের অকুন্ঠ ভালবাসার একটি প্রধান নিদর্শন হয়ে থাকবে। আমি আশা করি, এ পদক্ষেপের ফলে আরো বেশি সংখ্যক মানুষ চীন আন্তর্জাতিক বেতারের অনুষ্ঠান শুনতে পারবে, জানতে পারবে আমাদের বন্ধুপ্রতীম দেশ চীন সম্পর্কে। এর মাধ্যমে চীনাদের আকর্ষণীয় সংস্কৃতি, ভাষা, উন্নততর জীবনযাত্রা ইত্যাদি নানা বিষয়ে বাংলাদেশের মানুষের জানার আকাঙ্খা পূরণ হবে। নেপচুন রেডিও ফ্রেন্ডস ক্লাব এবং আমার পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করছি, সিআরআইয়ের মাধ্যমে দু'দেশের মানুষের পরিচয় আরো নিবিড়তর হবে, দৃঢ় হবে বন্ধুত্ব। বাংলাদেশ-চীন মৈত্রী চিরজীবি হোক। লত্ফর রহমান, আপনি আমাদের পুরানো বন্ধু। আপনি সবসময় আমাদেরকে গঠনমূলক মতামত ও সহায়তা দেন। এর জন্য আমারা আপনাকে ধন্যবাদ জানাই।

শ্রোতা বন্ধুরা, অনেক কথা হলো। এবার একটু বিশ্রাম নেয়া যাক। বাংলাদেশের গাঞ্জীপুর জেলার রেমাশ আন্তর্জাতিক বেতার শ্রোতা সংঘের সভাপতি শহীদুল কায়সার লিমন সাবিনা ইয়াসমিনের কন্ঠে 'আমি আছি থাকবো' গানটি শুনতে চান। তাহলে আমরা একসাথে এ গানটি শুনবো।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040