বাংলাদেশের কুষ্টিয়া জেলার ব্লুস্কাই রেডিও লিসেনার্স ক্লাবের এম,এ,রশিদ চৌধুরী তাঁর চিঠিতে লিখেছেন, আমি আপনাদের বাংলঅ অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। আপনাদের বাংলা অনুষ্ঠান আমার খুব ভাল লাগে। তাই নিয়মিত শুনে যাচ্ছি। এবং সবাইকে শোনার জন্য বলে যাচ্ছি। ইতি মধ্যে অনেকেই আমার কথা মত সিআরআই'র বাংলা অনুষ্ঠান শোনা শুরু করে দিয়েছে। আশা করি আরো সাফল্য আসবে। আপনাদের প্রচারিত গত ৫ ফেব্রুয়ারী কথা ও শুর আমার খুব ভাল লাগলো। মেগের অক ব্যান্ডের গান টি ছিল, খুব মন রম। আমার মনে হয় আপনারা কথা ও সুর অনুষ্ঠানে কম পক্ষে ২টি করে গান বাজাবেন। কারণ একটি গান শুনে তৃপ্তি মেটে না। তাই আমার অনুরোধ সামনে সপ্তাহে মেন ২টি করে গান বাজাবেন। আমার মনে হয় এ কারণেই আপনারা আপনাদের বেতারের নাম পরিবর্তন করে থাকেন। সিআরআই নাম দিয়ে অনুষ্ঠানের গুণগত মান অনেক ভাল। আরো ভাল ভাল অনুষ্ঠান প্রচার করিবেন এই আশা রেখেই শেষ করিতে যাচ্ছি। আপনারা আমাদের ক্লাবটি রেষ্টি শোনা দিয়ে। আমাদের ধন্য করে দিবেন। আপনারা নিয়মিতভাবে আমাদের অনুষ্ঠান শোনার জন্য আমাদের উচিত আপনাদেরকে ধন্যবাদ জানাই। আশা করি, আপনার ক্লাবের সবাই সদস্য নিয়মিতভাবে আমাদেরকে মতামত দিবেন এবং আমাদের প্রতিযোগিতায় অংশ নেবেন।
ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ইন্টারন্যাশনাল মিতালি লিসনার্স ক্লাবের হাফিজুর রহমান তাঁর চিঠিতে লিখেছেন, সিআরআই থেকে প্রচারিত অনুষ্ঠান নিয়মিত শুনছি। ভীষণ ভালো লাগছে। বাংলা দেশ থেকে সহম্মদ হাসান সাহেবের সংবাদ বেশ ভালো লাগছে। আমাদের মনে হয় শুধু বাংলাদেশের খবরকে প্রাধান্য না দিয়ে ভারত, বিশেষ করে পশ্চিমবঙ্গের কিছু গুরুত্বপূর্ণ খবর বাংলাদেশের সাথে স্থান পেলে খুবই ভালো হবে। কারণ পশ্চিমবঙ্গের ও অনেক শ্রোতা সিআরআই শোনে এবং আমাদের মতোই সিআরআইকে গুরুত্ব দিয়ে থাকে। গত ৮ই এপ্রিল জলবায়ু পরিবর্তন সম্পর্কিত এশিয় দেশগুলির চীন সম্মেলন এবং কিরগিস্থানের চলমান পরিস্থিতি নিয়ে প্রতিবেদন দু'টি খুবই ভাল ছিল। গত ৬ই এপ্রিল চলুন বেড়িয়ে আসি অনুষ্ঠানে সাংহাই বিশ্ব মেলায় তৃতীয় পক্ষ চিকিত্সা সহায়তা সেবা নিয়ে পরিবেশনা থেকে অনেক কিছু জানতে পারলাম। তাছাড়া এদিন অন্তঃমাঙ্গোলিয়া পর্যটন বৃদ্ধি এবং ভারত মার্কিন বাণিজ্য ও রপ্তানী সম্পর্ক নিয়ে পরিবেশনা ভেশ ভালো লেগেছে। গত ২রা এপ্রিল চীন-বাংলাদেশ বানিজ্য ফোরাম সম্পর্কে আলোচনা থেকে চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক এবং দু'দেশের বাণিজ্য, শিল্প, সংস্কৃতি ও অর্থনৈতিক সহযোগিতা সম্বন্ধে বিস্তারিত জানতে পারলাম। সুন্দর ও আকর্ষনীয় পরিবেশনাগুলির জন্য সিআরআইকে ধন্যবাদ। হাফিজুর রহমান, আপনাকে আমাদের অনুষ্ঠান এত ভালভাবে শোনার জন্য ধন্যবাদ জানাই। আমরা ভারত ও বাংলাদেশ সম্পর্ক খবরের ওপর একই গুরুত্ব দেই। আশা করি, আপনি অব্যাহতভাবে আমাদেরকে মতামত দেবেন।
ভারতের আসাম রাজ্যের নাগাঁও জেলার ফ্রেন্ডজ ডিএক্স ক্লাবের প্রেসিডেন্ট এ,রাশিদ আনসানি তাঁর চিঠিতে লিখেছেন, আমরা ক্লাবের সকলেই আপনাদের প্রচারিত অনুষ্ঠান নিয়মিত শুনে থাকি। আপনাদের প্রচারিত চীনা সংবাদ এবং বিশ্ব সংবাদ ও প্রতিবেদন আমাদের খুবই পছন্দনীয়। সত্য, নিরপেক্ষা ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের জন্য আপনাদেরকে ধন্যবাদ। তারপর আপনাদের প্রচারিত সংস্কৃতি পন্ভরে, অজানা কাহিনী, চলুন বেডিয়ে আসি, অর্থনীতির অগ্রযাত্রা, শ্রোতাসন্ধ্যা, কথা ও পুর আদি অনুষ্ঠান শুনি আমরা খুবই ভাল বাশি ও একান্তমনে শুনে থাকি। আশা করি অদূর ভবিষ্যতেও আর ভাল ভাল অনুষ্ঠান শুনতে পাবো। তারপর আমরা ক্লাবের পক্ষ থেকে আপনাদের সিআরআই আয়োজিত সকল প্রতিযোগিতায় অংশ নিতে ইচ্ছুক।