Web bengali.cri.cn   
চীনে কি বিউটি পারলার আছে?
  2010-10-08 10:58:52  cri
বাংলাদেশের নারায়নগঞ্জ জেলার উত্স ডিএক্স কর্ণারের প্রেসিডেন্ট এইচ,এম,তারেক জানতে চেয়েছেন, চীনে কি বিউটি পারলার আছে? আপনার প্রশ্নের জবাব হচ্ছে, চীনে অবশ্যই বিউটি পারলার আছে। এখন চীনা মানুষের জীবনযাত্রা দিনে দিনে উন্নত হচ্ছে। সেজন্য চীনা নারী ও মেয়ের সুন্দর চাওয়ার আকাংক্ষ বাস্তবায়নের সম্ভব রয়েছে। সাধারণত চীনে প্রতি শহর ও নগরে প্রচুর বিউটি পারলার রয়েছে। এইচ,এম,তারেক আরো জানতে চেয়েছেন, চীনের প্রথম সংবাদ পত্র কোনটি? আপনি খুবই ভাল প্রশ্ন করেছেন। আপনার প্রশ্নের জবাব হচ্ছে, চীনের প্রথম সংবাদ পত্র হল 'আবেলহা দা চায়না'(Abelha da China‎)। ১৮২২ সাল ম্যাকাও তখন প্রশাসনিক দেশ পোর্টুগাল এ পত্র প্রকাশিত শুরু করে। এটি হল চীনে প্রকাশিত প্রথম সংবাদ পত্র। কিন্তু এ পত্র পোর্টুগেস ভাষায় প্রকাশিত ছিল। ১৯২৩ সালের ২৬ ডিসেম্বর থেকে এ পত্র প্রকাশিত বন্ধ হয়। চীনে প্রকাশিত প্রথম চীনা ভাষীয় সংবাদ পত্র হল 'কুয়াংতং লিপিবদ্ধ পত্র'। ১৮২৭ সাল থেকে পত্রটি কুয়াংচৌ শহরে প্রকাশিত ছিল।

বাংলাদেশের পাবনা জেলার বিল-চলন রেডিও ক্লাবের গাউচ্ছুজ্জামান তিনটি প্রশ্ন করেছেন। তাঁর প্রথম প্রশ্ন হল সমগ্র চীনে মোটামুটি কি কি ধর্মের লোক বসবাস করে আসছে? আপনার প্রশ্নের জবাব হচ্ছে, চীন একটি ধর্মবহুল দেশ। চীনের ধর্মাবলম্বীরা প্রধানতঃ বোদ্ধধর্ম, তাওধর্ম, ইসলামধর্ম, ক্যাথলিকধর্ম আর খ্রীষ্টানধর্ম বিশ্বাস করেন। এক সমাপ্ত পরিসংখ্যানে দেখা গেছে, চীনে নানান ধর্মাবলম্বীদের সংখ্যা ১০ কোটিরও বেশী। এইসব ধর্মাবলম্বীর উপাসনার জন্য ৮৫ হাজার উপাসেনালয় রয়েছে। চীনে ৩ হাজারেও বেশী ধর্মীয় সংগঠন আর ৭৪টি ধর্মীয় ইন্সটিটিউট আছে। ধর্মীয় বৃত্তিধারী লোকের সংখ্যা ত লক্ষে দাঁড়িয়েছে। চীনে চীনের বৌদ্ধতি, থাওধর্ম সমিতি, ইসলামধর্ম সমিতি, ক্যাথলিক বিশপ গোষ্ঠী, খ্রীষ্টানধর্মের 'সেন্চি' দেশপ্রেমিক আন্দোলন কমিটি আর খ্রীষ্টানধর্ম সমিতি ইত্যাদি ধর্ম গোষ্ঠী আছে।বিভিন্ন ধর্ম গোষ্ঠী যার যার সনদ অনুসারে নেতৃবৃন্দ ও নেতৃস্থানীয় প্রতিষ্ঠান নির্বাচন করে। স্বতন্ত্রভাবে ধর্ম প্রচার কাজ চালায় এবং চাহিদা অনুসারে ধর্ম প্রচারক প্রশিক্ষণ ইন্সটিটিউট গড়ে তোলে। ধর্মীয় গ্রন্হ ও পত্রিকা প্রকাশ করে এবং গণ পরিসেবা ব্রত চালায়। গাউচ্ছুজ্জামান আরো জানতে চেয়েছেন, চীনের হান ভাষা আর মান্দারিন ভাষার মধ্যে পার্থব্য কেমন? আপনি খুবই ভাল প্রশ্ন করেছেন, হান ভাষা হল চীনের হান জাতির ভাষা। এটি হল চীন দেশের প্রধনন ভাষা। মান্দারিন ভাষা হল আধুনিক হান ভাষার মানদন্ত ভাষা। পেইচিং আঞ্চলিক ভাষার উচারণ হল মান্দারিন ভাষার ভিত্তিক উচারণ এবং আধুনিক চীনা ভাষার ব্যাকরণ হল মান্দারিন ভাষার ব্যাকরণের ভিত্তি। তাঁর তৃতীয় প্রশ্ন হল চীনের সবচাইতে উঁচু-ভবন কোটি? সেটি কোন প্রদেশের কোন শহরে অবস্থিত? আপনার প্রশ্নের জবাব হচ্ছে, সারা চীনে সবচেয়ে উঁচু ভবন তাইওয়ানে অবস্থিত। তা হল তাইপেই শহরের ১০১ ভবন। তা ২০০৪ সালে নির্মিত সম্পন্ন হয়। ১০১ ভবনের মোট ১০১ তোল রয়েছে এবং ৫০৯ মিটার উঁচু। চীনের মূলভূভাগে সবচেয়ে উঁচ্চ ভবন শাংহাইতে অবস্থিত। তা হল শাংহাই চিনমাও টোউয়ার। চিনমাও টোউয়ার মোট ৪২১ মিটার উঁচু এবং তার মোট ৮৮তোল রয়েছে। ১৯৯৮ সালে চিনমাও টোউয়ার নির্মাণ সম্পন্ন হয়। (Jin Mao Tower)

বাংলাদেশের ঝিনাইদহ জেলার আই,পি,এম,ফ্যানক্লাবের সুকদেকব কুমার ঘোষ জানতে চেয়েছেন, চীনের হেইলোংচিয়াং প্রদেশে শীতকালে তাপমাত্রা কত ডিগ্রী? আপনার প্রশ্নের জবাব হচ্ছে, হেইলংচিয়াং হল চীনের সবচেয়ে ঠান্ডা প্রদেশ এবং মোহো হল এ প্রদেশের সবচেয়ে ঠান্ডা নগর। শীতকালে মোহো'র তাপমাত্র সাধারণত হল শূন্যের নিচে ৩০ ডিগ্রী। কিন্তু কোনো কোনো সময় মোহো'র তাপমাত্র শূন্যের নিচে ৫০ ডিগ্রীরও নিম্ন হয়।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040