|
ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার হাফিজুর রহমান জানতে চেয়েছেন, চীনে মোট কয়টি আন্তর্জাতিক বিমান বন্দর আছে? সেগুলি কোন কোন জায়গায় অবস্থিত?
---আপনার প্রশ্নের জবাব হচ্ছে, চীনে মোট ৩১টি আন্তর্জাতিক বিমান বন্দর রয়েছে। এসব আন্তর্জাতিক বিমান বন্দর পেইচিং, শাংহাই, কুয়াংচৌ, ইয়ানথাই, শেনচেন, চিনান, ছেংতু, ছাংছুন, থিয়ানচিন, তালিয়ান, ছেংচৌ, শেনইয়াং, হার্বিন, সিয়ামেন, সিআন, ছিংতাও, ফুচৌ, নানচিং, ছুংছিং, উরুমুছি, হাইখৌ, নানছাং, খুনমিং, ছাংশা, চুহাই, উহান, নিংবো, কুইলিন, সানইয়া, হাংচৌতে অবস্থিত।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |