Web bengali.cri.cn   
আজ থেকে সারা বাংলাদেশে কোথাও সপ্তাহব্যাপী আবার, কোথাও মাসব্যাপী বৈশিখী মেলা চলবে
  2012-08-01 20:15:57  cri
বাংলাদেশের বগুড়া জেলার স্বপ্নের সিঁড়ি বেতার সংঘের পরিচালক জিল্লুর রহমান তাঁর চিঠিতে লিখেছেন, আজ পহেলা বৈশাখের আনন্দ ছাড়িয়ে পড়েছে দিকে দিকে। বাংলার ঘরে ঘরে পহেলা বৈশাখের উত্সব ছড়িয়ে পড়েছে। পহেলা বৈশাখের সবচেয়ে বড় উত্সব হল ইলিশ মাছ ভাজি ও পান্তাভাত খাওয়া। এটা বাঙ্গালী জাতির একটি ঐতিহ্যবাহী উত্সব। আমি ও আমাদের পরিবারের সবাই মিলে ইলিশ মাছ ভাজি, কাঁচা মরিচ, পিয়াজ ইত্যাদি দিয়ে সকালে পান্তাভাত খেয়েছি। এই পান্তাভাতের মজাই আলাদা গ্রামে গঞ্জে শহরে বন্দরে সারা বাংলাদেশ জুড়ে বসেছে পান্তাভাতের মেলা। বাঙ্গালী জাতির ঐতিহ্যবাহী ইতিহাস ১লা বৈশাখ। সেই সম্রাট আকবরের আসল হতে আজ পর্যন্ত ১লা বৈশাখ পালিত হয়ে আসছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকাবে। বাঙ্গালী জাতির ইতিহাসে ১লা বৈশাখ স্বর্ণাক্ষরে চিরকাল লেখা থাকবে। আজ থেকে সারা বাংলাদেশে কোথাও সপ্তাহব্যাপী আবার, কোথাও মাসব্যাপী বৈশিখী মেলা চলবে। ১লা বৈশাখ ও বৈশাকী মেলা বাঙ্গালী জাতির একটি জাতীয় উত্সব। মেলায় মিষ্টান্ন, খেলনা, আসবাব পত্র, কসমেটিক ইত্যাদি দোকান বসে। যাত্রা, সার্কাস, ছায়াবাজি, পুতুল নাচ, লটারী, বিভিন্ন খেলাধুলা মেলার প্রধান ও অন্যতম আকর্ষণ। ফলে মন আর ঘরে থাকেনা। এক অজানা আকর্ষণে মন্ত্রমুগ্ধের ন্যায় বাঙ্গালীর মন ছুটে চলে বৈশাখী মেলার পানে। আবালবৃদ্ধবনিতা বৈশাখী মেলায় অংশগ্রহণ করে। ১লা বৈশাখে সারা দেশের আনাচে কানাচে পান্তা ভাতের ষ্টল বসে এবং অনেক চড়া দামে সেখানে পান্তাভাত বিক্রি হয়। মেলায় চাল ডালসহ সকল নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্যও পাওয়া যায়। ১লা বৈশাখে ধনী-দরিদ্র নির্বিশেসে সকল মানুষ এক মিলন মেলায় মিলিত হয়। বড়দের চেয়ে ছোট শিশু ও ছেলে মেয়েদের মেলার প্রতি গভীর আকর্ষণ লক্ষ্য করা যায়। ছোট বড় সকলে বিভিন্ন সাজসজ্জায় ছুটে চলে বৈশাখী মেলায়। জিল্লুর রহমান, আপনাকে এত বিস্তারিতভাবে আমাদেরকে বাঙ্গালী ঐতিহ্য জানানোর জন্য ধন্যবাদ জানাই। আশা করি, আরো বেশি শ্রোতা আপনাদের চিঠিতে আমাদেরকে সুন্দর গল্প ও ঐতিহ্য জানাবেন এবং গঠনমূলক মতামত দেবেন।

বাংলাদেশের বাগেরহাট জেলার সিআরআই লিসেনার্স ক্লাবের তুষার রায় রনি তাঁর চিঠিতে লিখেছেন, সাম্প্রতিক ভূমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগ চীনে ক্ষতিগ্রস্থের প্রতি রইল আমাদের সমবেদনা। আমরা আন্তরিক ভাবে দুঃখিত ক্ষতি হওয়ার জন্য। কত মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে। কতজন অসহায় হয়ে পড়েছেন সত্যি খুব দুঃখ অনুভব করছি। ইশ্বর বা সর্বমক্তিমান ক্ষতিগ্রস্থদের সাহস ও বৈর্য্য দিক। লোক ভুলে থাকার শক্তি দিক। এ কামনা ছাড়া আর কি বা করতে পারি। অনুষ্ঠান মান পূর্বের তুলনায় আরো উন্নততর হচ্ছে। প্রত্যেকটি পরিবেশনা প্রশংসার দাবীদার। নিয়মিত সকাল সন্ধ্যা অনুষ্ঠান সকল নিয়ে শুনছি। সুন্দর ও আকর্ষনীয় ও যুগোনযোগী অনুষ্ঠান উপহার দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040