Web bengali.cri.cn   
চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান আমাদের মনের অনুষ্ঠান, আমাদের প্রাণের অনুষ্ঠান
  2010-09-30 15:28:32  cri
ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ইন্টারন্যাশনাল মিতালি লিসনার্স ক্লাবের হাফিজুর রহমান তাঁর চিঠিতে লিখেছেন, চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান আমাদের কাছে গর্ব ও আনন্দের সংমিশ্রন। সত্যনিষ্ঠ, নিরপেক্ষ এবং তরতাজা বিশ্ব সংবাদ এবং গুরুত্বপূর্ণ চলমান বিশ্ব পরিস্থিতি নিয়ে প্রতিদিনের প্রতিবেদন, স্পট রিপোর্ট, আলোচনা, সাক্ষাত্কার আর আকর্ষনীয় ম্যাগাজিন অনুষ্ঠান এক কথায় আনবদ্য। আমরা দারুণভাবে উপভোগ করি প্রতিটি পরিবেশনা। সেই সাথে আছে ছবিসহ জমজমাট তথ্য সমৃদ্ধ ওয়েবসাইট। আছে মতামত, প্রস্তাব ও সমালোচনার সুযোগ। সব মিলিয়ে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান আমাদের কাছ অত্যন্ত প্রিয়, দারুণ আকর্ষনীয়। চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান আমাদের মনের অনুষ্ঠান, আমাদের প্রাণের অনুষ্ঠান। আপনাদের দুই বেলার মনোগ্রাহী অনুষ্ঠান আর ওয়েবসাইট আমাদের হৃদয় ও মনে নতুন আমেজ নিয়ে আসে। জ্ঞান বৃদ্ধিতে সহায়ক এই বেতার অত্যন্ত চিত্তাকর্ষক ও উচ্চমানের। তুলনা বিহীন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানের উন্নয়ন, সমৃদ্ধি, সুনাম ও সুখ্যাতি কামনা করি। আমার নাম তালিকা ভুক্ত হয় এবং আমাদের ক্লাবের নাম যাতে রেজিস্ট্রাশন হয় তার সুব্যবস্থা গ্রহণ করিয়া বাধিত করিবেন। হাফিজুর রহমান, আপনাকে আমাদের অনুষ্ঠান নিয়মিতভাবে শোনার জন্য ধন্যবাদ জানাই। আমরা আপনার নাম আমাদের শ্রোতা পরিবারের তালিকায় ভুক্ত করেছি এবং আমরা এখন আপনার ক্লাবের নম্বর দিবো। তা হল CRI-I-001-10। আপনি আমাদের বেশি উত্সাহ দিয়েছেন। আশা করি, আপনি আমাদেরকে আরো বেশি গঠনমূলক মতামত দিবেন।

বাংলাদেশের মেহেরপুর জেলার মারা খাতুন তাঁর চিঠিতে লিখেছেন, প্রথমেই আমি অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের সকল কলা কৌশূলীদের। যাদের অক্লান্ত শ্রমের বিনিময়ে আমরা পেয়ে থাকি অনেক অনেক আনন্দ। আমি আপনাদের একজন নতুন শ্রোতা। বাংলা অনুষ্ঠানগুলো এখন নিয়মিত শুনি। কিছু কখনও আমার ভাললাগার মতামত আপনাদের জানানো হয়নি। আপনাদের প্রচারিত অনুষ্ঠানগুলোর মধ্যে বিশেষ করে সংস্কৃতি সম্ভার, মুক্ত মন মুক্ত চিন্তা, অজানা কাহিনী আমার খুবই ভাললাগে। আমি আপনাদের বিভিন্ন তথ্য ভিত্তিক কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে চাই। আমি আশা করি, আপনারা আমাকে স্মরণ করবেন। পরিশেষে আপনাদের মাধ্যমে আমি সম্প্রতি চীনে ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্প ক্ষতিগ্রস্থ পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শেষ করছি। মিস মিরা খাতুন, আপনাকে আমাদের শ্রোতা পরিবারে অংশ নেয়ার জন্য ধন্যবাদ জানাই। আশা করি, ভবিষ্যতে আপনি নিয়মিতভাবে আমাদের অনুষ্ঠান শুনবেন, আমাদেরকে চিঠি লিখবেন এবং আমাদের প্রতিযোগিতায় অংশ নেবেন।

বাংলাদেশের বগুড়া জেলার দাম চন্দ্র বর্মন তাঁর চিঠিতে লিখেছেন, আমি চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের একজন সদস্য হতে চায়। আমি আপনাদের অনেক অনুষ্ঠান শুনি এবং আমার সবচেয়ে ভাল লাগে ভিন দেশীর চোখে। আমি এই অনুষ্ঠান সীদ আর সময় ধরে দেখানো হয়। আর আপনাদের সদস্য হতে কি করতে হবে তা যদি আমাকে জানাতেন তাহলে আমি খুব খুশি হতাম। দাম চন্দ্র বর্মন, আপনাকে আমাদের শ্রোতা পরিবারে অংশ নেয়ার জন্য ধন্যবাদ জানাই। আশা করি, আপনি আমাদের অনুষ্ঠান শোনার পাশাপাশি আমাদের ওয়েবসাইট দেখবেন। কারণ ওয়েবসাইটে আরো বেশি চীন সম্পর্কে মূল্যায়ন তথ্য পেতে যায়।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040