Web bengali.cri.cn   
বর্তমানে চীনে কতটি চা বাগান আছে? সবচেয়ে বড় চা বাগানটির নাম কি?
  2010-09-24 18:42:08  cri
বন্ধুরা, এখন চলে যাচ্ছি শ্রোতাদের প্রশ্নের উত্তর পর্বে। বাংলাদেশের গোপালগঞ্জ জেলার বেতার বদ্ধু শ্রোতা সংঘের তাজ আহম্মেদ মল্লিক জানতে চেয়েছেন, বর্তমানে চীনে কতটি চা বাগান আছে? সবচেয়ে বড় চা বাগানটির নাম কি? আপনার প্রশ্নের জবাব হচ্ছে, চীনের দক্ষিণাঞ্চলে বেশি চা বাগান রয়েছে। বৃহত্তম চা বাগান কুইচৌ প্রদেশের জুনই শহরের মেইথান জেলায় রয়েছে। এ চা বাগানের আয়তন ৬৬হাজার বর্গ মিটারের বেশি। একই ক্লাবের পাবভীন বেগম জানতে চেয়েছেন, চীনে সর্বমোট কতটি রেল স্টেশন আছে? আপনার প্রশ্নের জবাব হচ্ছে, চীনের রেলওয়ে মন্ত্রণালয়ের পরিসংখ্যান থেকে জানা গেছে, ২০০৭ সাল পর্যন্ত সারা দেশে মোট ৫হাজার ৫শ ৭৬টি রেল স্টেশন রয়েছে। এরমধ্যে ১হাজার ৯শ ৯৪টি রেল স্টেশন যাত্রী পরিবহনের ব্যবসা চালানোর এ ক্লাবের আরেকজন শ্রোতা তাহসীন আহম্মেদ তাঁর চিঠিতে লিখেছেন, চীনের সর্বশেষ সম্রাটকে ছিলেন জানতে চাই। আপনার প্রশ্নের জবাব হচ্ছে, ছিং রাজবংশ ১৬৪৪ খ্রীষ্টাব্দ থেকে ১৯১১ খ্রীষ্টাব্দ পর্যন্ত স্থায়ী ছিল।নুরহাচি নিজকে সম্রাট ঘোষনা করার দিন থেকে শেষ সম্রাট আইসিনজুয়েলুও ফুইয়ের সিংহাসনচ্যুতি পর্যন্ত মোট ১২জন সম্রাট রাজত্ব করেছেন। মহাপ্রাচীরের শানহাইকুয়ান সিংদ্বার পার হয়ে চীনের মুলভুভাগে প্রবেশের সময় থেকে হিসাব করলে বলা যায় দশজন সম্রাট সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন এবং ছিং রাজত্বকাল ছিল ২৬৮ বছর। চীনের সর্বশেষ সম্রাট ছিলেন আইসিনজুয়েলুও ফুই। তিনি ১৯০৬ সালে জন্মগ্রহণ করেন এবং ১৯৬৭ সালে মারা যান। তিনি সম্রাটের স্থানে মোট তিন বছর আর ১২দিন রয়েছেন। তিনি ছিলেন ছিং রাজবংশের একাদশ সম্রাট। তাঁকে স্যুয়ানথং সম্রাট বলে আখ্যায়িত। জাপান চীনকে আগ্রাসী আক্রমণের জন্য ফুই আসলে জাপানের একটি ক্রীডনক। চীন জাপানী আক্রমন প্রতিরোধ যুদ্ধ জয় করার পর ফুইকে কারাগারে ১৫ বছর আটক করার বায় দেয়া ছিলেন। নয়া চীন প্রতিষ্ঠার পর তাঁকে কারাগার থেকে মুক্তি দেয়া হন। সেখান থেকে তিনি একজন সাধারণ নাগরিকে পরিণত হন। বাংলাদেশের বগুড়া জেলার পাইওনিয়ার রেডিও এন্ড টিভি ক্লাবের সভাপতি এম.এ.বারিক জানতে চেয়েছেন, চীনের জাতীয় ফুল, ফল, পাখি এবং পশুর নাম কি? চীনের জাতীয় ফুল হল পিঅ্যানি (peony)। চীনের জাতীয় ফল, পাখি ও পশুর নেই। কারণ আসলে চীন একটি বড় দেশ। চীনের সমৃদ্ধ ফল, পাখি ও পশু রয়েছে। বিশেষভাবে মূল্যবান ফল, পাখি ও পশুও অনেক বেশি। কিন্তু পান্ডা হল চীনের বিশ্ববিখ্যাত্ পশু। চীনের সাধার নাগরিকদের মনে পান্ডা হল চীনের নিদর্শনমূলক পশু। বাংলাদেশের নারায়নগঞ্জ জেলার উত্স ডিএক্স কর্নারের প্রেসিডেন্ট এইচ,এম,তারেক জানতে চেয়েছেন, চীনে বিদ্যুত্ উত্পাদনের উত্স কী কী? আপনার প্রশ্নের জবাব হচ্ছে, চীনে বিদ্যুত্ উত্পানের বিভিন্ন উত্স রয়েছে। যেমন পানি, আগুন, বাতাস ও পরিবানক। এখন পুনর্ব্যবহৃত জ্বালানী সম্পদও চীনের বিদ্যুত্ উত্পাদনে ব্যবহৃত হয়। ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ইন্টারন্যাশনাল মিতালি লিসনার্স ক্লাবের হাফিজুর রহমান জানতে চেয়েছেন, চীনের বৃহত্তম বৌদ্ধ মন্দির কোথায় অবস্থিত? আপনার প্রশ্নের জবাব হচ্ছে, চীনের বৃহত্তম বৌদ্ধ মন্দির চীনের হোনান প্রদেশের রুনান জেলায় অবস্থিত। এ মন্দিরের আয়তন মোট ১লাখ ৯৯হাজার ৯শ'র বেশি বর্গ মিটার। এ মন্দির মিং রাজবংশে নির্মিত হয়। বাংলাদেশের ফরিদপুর জেলার ডুমাইন বেতার শ্রোতা ক্লাবের প্রেসিডেন্ট ফরহাদ হোসেন শিল্পী কায়ার কন্ঠে ঐ শোনা যায় শ্যামের বাঁশির ধ্বনি, সোনা বন্ধে করিলো পরানি গানটি শুনতে চান। আপনাকে দুঃখিত জানাই, আমরা এ গানটি পাই নি। কিন্তু আমরা আপনাদেরকে কায়ার কন্ঠে অন্য একটি শোনাবো। গানটি হল আনন্দ। তাহলে আমরা একসাথে শুনবো। (৫৮-১)
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040