Web bengali.cri.cn   
আমি যখন অনুষ্ঠান শুনি তখন মনে হয় আমি বুঝি চীন দেশে হারিয়ে গেছি
  2010-09-06 16:53:10  cri
বাংলাদেশের ঢাকার চুয়াডাঙ্গা জেলার শ্যামলী কর্মকার তাঁর চিঠিতে লিখেছেন, সিআরআই যেন হৃদয় থেকে উঠে আসা একটি নাম। আমি অনুষ্ঠানের নিয়মিত একজন দর্শক। আমি যখন অনুষ্ঠান শুনি তখন মনে হয় আমি বুঝি চীন দেশে হারিয়ে গেছি। চীন দেশের সভ্যতা, সৃস্কৃতি এবং নানা অজানা ঐতিহ্য জানতে পারি। অনুষ্ঠান যখন শেষে হয়ে যায় তখন মনে হয় আরোকিছুক্ষ যদি থাকতে পারতাম সিআরআই'র অনবদ্য অননুষ্ঠানগুলির মধ্যে। অনুষ্ঠানগুলির মধ্যে সবচেয়ে বেশি ভাল লাগে সংবাদ, চলুন বেড়িয়ে আসি, অজানা কাহিনী এবং সংস্কৃতি সম্ভার। পরিশেষে বলতে চাই চীন আন্তর্জাতিক বেতার যেন আমাদের সবার সাথে যেন সবসময় থাকে।

বাংলাদেশের বগুড়া জেলার পাইওনিয়ার রেডিও এন্ড টিভি ক্লাবের সভাপতি এম.এ,বারিক তাঁর চিঠিতে লিখেছেন, সর্বকালের শ্রেষ্ঠ নবী হযরত সহাম্মদ বলেছেন, জ্ঞান আহরণের জন্য প্রয়োজনে চীন দেশে যাও। এখন আর চীন দেশে যেতে হবে না। কারণ সিআরআই নিয়মিত শুনলে চীনে যাওয়ার আশা কিছুটা মিটবে। চীন আন্তর্জাতিক বেতারের অনুষ্ঠান সত্যিই শিক্ষানীয়। অজানা কাহিনী, সংস্কৃতি সম্ভার, মুক্ত মন মুক্ত চিন্তা, চলুন বেড়িয়ে আসি, অর্থনীতির অগ্রযাত্রা, চীনা ভাষা শিক্ষার আসর, চীনের সংবাদ, সুরের ভুবন এবং সর্বপুরি শ্রোতা সন্ধ্যা আমার অত্যন্ত প্রিয় অনুষ্ঠান। এস, এ, বারিক, আপনি আমাদের অনুষ্ঠানের প্রশংসা করার জন্য ধন্যবা জানাই। আমাদের দায়িত্ব হল বিশ্বকে চীন প্রচার করা এবং বিশ্বকে বিশ্ব প্রচার করা। আশা করি, আমরা ভালভাবে এ দায়িত্ব পালন করছে। যদি আপনাদের কোনো মতামত ও প্রস্তাব থাকে, তাহলে আমাদেরকে জানাই। আমরা আরো তথ্য সমৃদ্ধ অনুষ্ঠান তৈরীর চেষ্টা করবো।

বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার সূর্য তরুণ ক্লাবের সভাপতি শাহনেওয়াজ পারভেজ মাসুম তাঁর চিঠিতে লিখেছেন, আমরা গরমের প্রচন্ড তীব্রতাকে অতিক্রম করেও নিয়মিত আপনাদের সাথে রয়েছি। অত্যন্ত নিপুন আওয়াজ সুমধুর কল্পনা আর সুরেলা কন্ঠে উপস্থাপন আর অনুষ্ঠানের নতুনত্ব যেন দিন দিন আরও সমৃদ্ধ করছে এই বাংলা বিভাগের অনুষ্ঠান সমৃহকে। আমরা সত্যিই মুগ্ধ ও অনুপ্রানিত যে আমরা আপনাদের সাথে দীর্ঘদিন যাবত্ সেতু বন্ধুনে আপনাদের সাথে আবদ্ধ হতে পেরে। আশা ও বিশ্বাস আমরা নিয়মিত আমাদের কিডব্যাক আপনাদের অবহিত করবো। রবিবার যখন শ্রোতা বন্ধুদের চিঠি পত্র নিয়ে আপনারা বসেন তখন মনে হয় যেন সত্যিই আমরা আপনাদের সঙ্গে মুখোমুখি আলোচনায় বসেছি। পর সামাচার এই যে প্রকৃতির নিষ্ঠুর আচরণের প্রতিচ্ছবি ১৪ তারিখের ভয়াবহ চীনের ভূমিকম্প। এতে সত্যিই আমরা আন্তরিকভাবে বেদনার্থ এবং সেই সমস্ত ক্ষতিগ্রস্থ মানুষের দ্রুত কল্যান কামনায় আমরা সকল শ্রোতাবন্ধু বিধাতার নিকট সাহায্যপ্রার্থী। শাহনেওয়াজ পাভেজ মাসুম, আপনাকে চীনে ভয়াবহ ভূমিকম্পের সমোবেদনা জানানোর জন্য ধন্যবাদ জানাই। এখন ভূমিকম্প সংঘটিত স্থানের পুনর্গঠন সুষ্ঠুভাবে চলচ্ছে। আপনি আমাদের অনুষ্ঠান নিয়মিতভাবে শোনার জন্য ধন্যবাদ জানাই। আসলে শ্রোতা সন্ধ্যা অনুষ্ঠান হল আমরা শ্রোতাবন্ধুদের সঙ্গে যোগাযোগের একটি সুযোগ। আশা করি, শ্রোতা বন্ধুরা আরো বেশি মতামত ও প্রস্তাব করবেন। আমরা আপনাদেরকে প্রশ্নের উত্তর দেয়া চেষ্টা করবো।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040