বাংলাদেশের কুষ্টিয়া জেলার ব্লু স্কাই রেডিও লিসনার্স ক্লাবের এম,এ,রশিদ চৌধুরী তাঁর চিঠিতে লিখেছেন, আমি আপনাদের বাংলা অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। আপনাদের বাংলা অনুষ্ঠান আমার খুব ভাল লাগে। তাই আমি নিয়মিত শুনে যাচ্ছি। এবং আমাদের মহল্লার সবাইকে শোনার জন্য বলছি। আপনারা সিআরআই শুনুন এবং চীন সম্পর্কে আরো বেশি বেশি জেনে নিন সিআরআই'র মাধ্যমে। আমার মনে হয় সিআরআই'র বাংলা অনুষ্ঠান শুনলে চীন সম্পর্কে আর বই পুস্তুক পড়া লাগবে না। সিআরআই থেকেই সব আজনা জিনিস জেনে নিতে পারবেন। গত ৫ ফেব্রুয়ারির 'মুক্ত মন মুক্ত চিন্তা' অনুষ্ঠানটি আমার খুব ভাল লাগলো। এবং অনেক অজানা জিনিস জানতে পারলাম। জানতে পারলাম যে, হারবিনে বরফ দিয়ে বিভিন্ন শিল্পকর্ম করে রেখেছে। আরো জানতে পারলাম বরফ দিয়ে বিভিন্ন রকমের ভাষ্কর্য্য তৈরী করে রেখেছে, তার সাথে নাকি লাল, নীল ও হলুদসহ বিভিন্ন বাতিও সেট করে রেখেছে। আপনারা আলাপ করছিলেন তখন আমার মনে হতে লাগলো আমার সামনেই যেন সেই বরফের বিভিন্ন ধরণের ভাষ্কর্য্যগুলো রয়েছে। সেই বরফের ভাষ্কর্য্যগুলো চোখে না দেখতে পারলেও অনুভবের ভেতরই দেখলাম। আবার শেষের দিকে শুনতে পেলাম নীচ থেকে গরম পানি উঠছে। সেই পানিতে নাকি ছোট ছোট মাছের চাষ করা হয়ে থাকে। সেই গরম পানিতে নামলে নাকি ছোট ছোট মাছে মানুষের ত্বকের ময়লা খেয়ে নেয়। তখন নাকি ত্বক আরো সুন্দর হয়ে যায়। আমি আপনাদের অনুরোধ করবো, 'মুক্ত মন মুক্ত চিন্তা'র মত ভাল ভাল অনুষ্ঠান আরো বেশি বেশি করে প্রচার করবেন। আসলে অনুষ্ঠানটি আমার কাছে খুবই ভাল লাগলো। আপনাদের ৫ তারিখের এই অনুষ্ঠানটি মোবাইলে রেকর্ডিং করে রেখেছি ৫ তারিখের রাতের বাংলা অনুষ্ঠান যারা শুনে নাই, তাদের শোনানোর জন্য।
ভাই রশিদ চৌধুরী, আপনাকে আমাদের অনুষ্ঠানের প্রশংসা করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা অবশ্যই আরো সুন্দর সুন্দর অনুষ্ঠান আপনাদের উপহার দেয়ার চেষ্টা করবো। আমাদের অনুষ্ঠান ওয়েবসাইটেও থাকে। সেজন্য আপনারা যদি কোনো একদিন অনুষ্ঠান শুনতে না পারেন, তাহলে আমাদের ওয়েবসাইটে শুনতে পারবেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা হল https://bengali.cri.cn/। আশা করি, আপনারা নিয়মিতভাবে আমাদের ওয়েবসাইট দেখবেন।
বাংলাদেশের বাগেরহাট জেলার সিআরআই লিসনার্স ক্লাবের তুষার রায় রনি তাঁর চিঠিতে লিখেছেন, ধন্যবাদ জানাই গত ২০ মার্চ শনিবারের অনুষ্ঠানে 'শ্রোতা সন্ধ্যা'য় নয়া চীন প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী উপলক্ষে প্রতিযোগিতায় আমার পাঠানো প্রবন্ধটি পাঠ করে শোনানোর জন্য। আমি ধন্য আমার প্রবন্ধ পাঠ করার জন্য। বহুদিন পর আমার চিঠিটা পড়লেন এ জন্যও অনেক অনেক ধন্যবাদ। শ্রোতা সংঘের ৬০/৭০ জন শ্রোতা মিলে আমি নিয়মিত আপনাদের অনুষ্ঠান উপভোগ করে থাকি। দীর্ঘ ২৬ বছর ধরে আপনাদের অনুষ্ঠান আমরা নিয়মিত শুনে আসছি। উপভোগের পাশাপাশি চীন সম্পর্কে অনেক অনেক তথ্য জানতে পারছি। চীনে না যেতে পারলেও নতুন অনেক ধারণা হচ্ছে, জ্ঞানও বাড়ছে। জানিনা, চীন ভ্রমণ কোনদিন ভ্যাগ্যে জুটবে কিনা? সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী চীন সফরের সময় সড়কও রেল যোগাযোগ সংক্রান্ত চুক্তি করেছেন। ট্রেনে চীনে যাওয়ার সৌভাগ্য বোধ হয় এ জনমে হবে না। আপনাদের প্রত্যেকটি অনুষ্ঠান হৃদয়গ্রাহী, সাবলীল, চমকপ্রদ ও আনন্দনয়ক। প্রত্যেকটি অনুষ্ঠানই আলাদা বৈশিষ্টে ভরপুর। আপনাদের অনুষ্ঠান প্রচারিত না হলে আমারাও একত্রিত হতে পারতাম না। হ্যাঁ রনি, আমরা আশা করছি, আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আগামীতে আমরা আরো বেশি মূল্যবান তথ্য আপনাদের জানাতে পারবো। আরো তথ্য সমৃদ্ধ সুন্দর অনুষ্ঠান তৈরী করার চেষ্টা করবো। ধন্যবাদ আপনাকে।