|
একই ক্লাবের শ্রোতা সম্রাট মল্লিক জানতে চেয়েছেন, চীনের সবচেয়ে বড় হোটেলের নাম কি? আসলে চীনে বহু পাঁচতারা হোটেল রয়েছে। সেকারণে সবচেয়ে বড় হোটেলের নাম বলা খুবই কঠিন। তরে চীনে তিনটি প্লাটিনাম পাঁচতারা হোটেল রয়েছে। এগুলো হল শাংহাইয়ের পোর্টম্যান রিজ-কার্লটন হোটেল, দ্যা চায়না ওয়ার্ল্ড হোটেল ও এবং কুয়াংচৌয়ে গার্ডেন হোটেল। এ তিনটিকে বলা যায় চীনের মানদন্ডে সেরা হোটেল।
একই ক্লাবের শ্রোতা তানজিল হাসান জানতে চেয়েছেন, নেপাল ও চীনের মধ্যে বিখ্যাত সড়কের নাম কি? হ্যাঁ বন্ধু, নেপাল ও চীনের মধ্যে একটি আন্তর্জাতিক সড়ক রয়েছে। এর নাম হল চীনা-নেপালি মহাসড়ক। এ মহাসড়কের দৈর্ঘ্য ৯৪৩ কিলোমিটার। এর মধ্যে ৮২৯ কিলোমিটার রয়েছে তিব্বতে। ১৯৫৬ সালে এ সড়ক নির্মিত হয়। এটি হল তিব্বতের একমাত্র আন্তর্জাতিক সড়ক।
বাংলাদেশের রাজশাহী জেলার মোহাম্মদ আব্দুর রহিম শাংহাই বিশ্বমেলা সম্পর্কে দু'টি প্রশ্ন করেছেন। তাঁর প্রথম প্রশ্ন হল বিশ্বমেলার প্রবেশ মূল্য কত টাকা? বিশ্বমেলায় প্রবেশের সাধারণ টিকিটের দাম ১৬০ ইউয়ান রেনমিনপি। তিনবার প্রবেশের টিকিট একসঙ্গে নিলে তার দাম পড়ে ৪০০ ইউয়ান রেনমিনপি, সাত বার প্রবেশের টিকিটের দাম ৯০০ইউয়ান রেনমিনপি। বিকাল পাঁচটার পর প্রবেশ টিকিটের দাম ৯০ইউয়ান রেনমিনপি। তবে ছাত্রছাত্রী বা বয়োবৃদ্ধদের সাধারণ টিকিটের দাম ১০০ইউয়ান রেনমিনপি। তাঁর দ্বিতীয় প্রশ্ন হল বিশ্বমেলায় লটারী হয় কিনা? হ্যাঁ বিশ্বমেলায় ৫ দফা লটারী অনুষ্ঠিত হবে এবং বিজয়ীর জন্য সর্বোচ্চ পুরস্কার হল ৫লাখ ইউয়ান রেনমিনপি।
বাংলাদেশের চুয়াদাঙ্গা জেলার ইউনাইটেড রেডিও লিসেনার্স ক্লাবের শরিফ উদ্দিন দিলু জানতে চেয়েছেন, চীনের কোন শহরকে বসন্ত নগর বলা হয়? ইউনান প্রদেশের রাজধানী কুনমিংকে বসন্ত নগর বলা হয়। কুনমিং সারা বছরে ফুল ফোটে এবং গ্রীষ্মকালে খুব গরমও না আবার শীতকালে খুব ঠান্ডাও না। সেখানকার আবহাওয়া সারা বছর বসন্তকালের মত সুন্দর ও আরামদায়ক।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |