Web bengali.cri.cn   
সিআরআই'র বাংলা অনুষ্ঠান নিয়মিত শুনে থাকি
  2010-08-16 16:25:48  cri
বাংলাদেশের নারায়নগঞ্জ জেলার উত্স ডিএক্স কর্নারের প্রেসিডেন্ট এইচ,এম,তারেক তাঁর চিঠিতে লিখেন, সিআরআই'র বাংলা অনুষ্ঠান আমরা ক্লাব বন্ধুরা একা শুনি না। যখনই সময় পাই তখনই অন্ততঃ ২ বা ৩জনকে সাথে নিয়ে আপনাদের অনুষ্ঠান শুনে থাকি। যার ফলে বর্তমানে আমাদের এলাকায় সিআরআই'র বাংলা অনুষ্ঠান শ্রোতা সভ্যা ক্রমান্বয়ে বেড়েই চলছে। আবাম সালাউদ্দিনের পরিবেশনায় সাংস্কৃতিক সম্ভানের সাংস্কৃতিক ব্যক্তিত্বপর্বে নারী লেখক ওয়াও আনই সম্বন্ধে জানলাম। সাংস্কৃতিক বিনিময় পর্বে কোয়ানুচর তেলচিত্র প্রদর্শনীতে চীন ও পশ্চিমা সংস্কৃতির পার্থক্যের কথা শুনলাম। সাংস্কৃতিক ঐতিহ্য পর্বে ৫ এপ্রিল ছিংমিং দিবস উপলক্ষ্যে পরিবেশনা ভাল লাগল। ধন্যবাদ। চুং শাওলির পরিবেশনায় প্রতিবেদনে পোয়া ও এশিয় ফোরাম সম্বন্ধে জানলাম। আন্তর্জাতিক প্রতিবেদনে মোঃ মফিজুর রজমানের কাছ থেকে উন্নয়নের স্বার্থেই দক্ষিণ এশিয়ার দেশগুলোর সহযোগিতা বাড়ানো প্রয়োজন শুনলাম। ভাল লাগল। সুয়ে ফেফের পরিবেশনায় ভিন দেশীর চোখে অনুষ্ঠানে বৃটিশ সাংবাদিক পেইচিং আওয়ারের উপস্থাপক সুশানের সম্পর্কে জানলাম। জেনেভার যাতায়াত ব্যবস্থা সম্বন্ধে জানলাম। আবাম সালাউদ্দিনের পরিবেশনায় মুক্ত মন মুক্ত চিন্তা আসরে বাংলাদেশে চিকিত্সার অগ্রগতি সম্বন্ধে ডাঃ আলী আহসান ও ডাঃ মহিউদ্দিনের কথাবার্তা থেকে অনেক কিছু জানলাম। চিয়াং চিনছেংয়ের কাছ থেকে চীনের ভয়াবহ ভূমিকম্পে ত্রাণ ও উদ্ধারকার্য সম্বন্ধে শুনলাম। ফোং স্যিউছিয়ানের কাছ থেকে ব্রাজিলে ৪টি দেশের সম্মেলনে বিশ্ব অর্থনীতির পুনরুদ্ধারের কথা জানলাম। ধন্যবাদ। এইচ,এম,তারেক, আপনি এত ভালভাবে আমাদের অনুষ্ঠানগুলো শুনে আমাদেরকে অনেক মুগ্ধ করেন। আপনি আমাদেরকে অনেক গঠনমূলক মতামত দেয়ার জন্য ধন্যবাদ জানাই।

বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার শেলিনা তাঁর চিঠিতে লিখেন, আমি একজন নিয়মিত শ্রোতা। সিআরআই'র বাংলা অনুষ্ঠান নিয়মিত শুনে থাকি। আমার খুব ভাল লাগে চীনের বিভিন্ন অনুষ্ঠান গুলো। আমার মন কড়ে নেই। তাছাড়া আমি একজন ছাত্রী, পড়াশোনার মাঝে আমি সময় বেঁচে নিয়ে অনুষ্ঠান শুনে থাকে। আমার খুবই ভাললাগে চীনের রেডিও অনুষ্ঠানগুলো এত ভালভাবে প্রচার করেম মানুষের মন আকর্ষন করে তোলে। শেলিনা, আপনাকে আমাদের অনুষ্ঠানের প্রশংসা করার জন্য ধন্যবাদ জানাই। আশা করি, আপনি অব্যাহতভাবে আমাদেরকে মতামত দেবেন এবং প্রস্তাব করবেন।

বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলার বরেন্দ্র বেতার শ্রোতা সংঘের মাস্টার আব্দুল মান্নান তাঁর চিঠিতে লিখেন, শনিবার বিশেষ একটি দিন। শনিবার মানে শ্রোতা। আর শ্রোতা সন্ধ্যা মানেই শ্রোতাদের পাঠানো চিঠি ও ইমেল পড়ার অনুষ্ঠান। আমরা অত্যন্ত আনন্দীত কারণ প্রতি শ্রোতা সন্ধ্যা অনুষ্ঠানে আমাদের পাঠানো চিঠি পড়া হচ্ছে এবং ছোট ছোট প্রশ্নেরও উত্তর দেয়া হচ্ছে। আপনারা আমাদের প্রতি অত্যন্ত আন্তরিক তা চিঠি পড়লেই বুঝতে পারি। আমাদের বিশ্বাস আপনাদের সাথে দীর্ঘদিন সম্পর্ক রাখতে পারব। চীন আন্তর্জাতিক বেতার একটি বৃহত্ পরিবার বা বৃহত্ গণমাধ্যম। আপনাদের সবচাইতে গুরুত্বপূর্ণ দায়িত্ব মূলত ৪টি। প্রথমত: নিরপেক্ষ ও বস্তুনিষ্ট তথ্য সরবারাহ উপস্থাপন করা। দ্বিতীয়ত: লোকজনকে জ্ঞানদান করা। তৃতীয়ত: প্রভাবিত করা। চতুর্থত: বিনোদিত করা। বিবেক বুদ্ধির অধীকারী সামাজিক জীব হিসেবে এই চারটি বিষয় মানব সত্ত্বার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং তা চীন আন্তর্জাতিক বেতার শ্রোতাদের জন্য প্রচার করে আসছে। আব্দুল মান্নান, আপনাকে প্রতি সপ্তাহে আমাদেরকে চিঠি লেখার জন্য ধন্যবাদ জানাই। আপনার চিঠি থেকে আমরা বেশি মতামত ও প্রস্তাব পাওয়া চাই। সেজন্য আপনি শ্রোতা সন্ধ্যা অনুষ্ঠানে সবসময় আপনার চিঠি শুনতে পারেন। আশা করি, সবাই শ্রোতা নিয়মিতভাবে আব্দুল মান্নানের মত আমাদেরকে সহায়ক মতামত দেবেন।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040