Web bengali.cri.cn   
আমি আপনাদের সব অনুষ্ঠান নিয়মিত শুনি, কিন্তু এটিই আমার প্রথম চিঠি
  2010-08-13 15:48:49  cri
বন্ধুরা, ঢাকার মিরপুরের সিআরআই সাউথ এশিয়া রেডিও ক্লাবের দিদারুল ইকবাল আমাদের একজন শ্রোতা। তিনি আমাদের ওয়েবসাইট পাঠকও। সিআরআই'র বাংলাভাষার এফএম অনুষ্ঠান সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে আমাদের ওয়েবসাইটে এ সম্পর্কিত প্রতিবেদন দেখার পর তিনি লিখেছেন, "চীন আন্তর্জাতিক বেতার ঢাকায় বিকেল সাড়ে ছয়টা থেকে সাড়ে সাতটা পর্যন্ত এফএম ১০৩.২ এবং চট্টগ্রামে ১০৫.৮ মেগাহার্জে অনুষ্ঠান সম্প্রচার করবে জেনে খুবই আনন্দ লাগছে। আমরা আশা করছি কয়েকদিনের মধ্যে সম্প্রচার শুরু হবে। আমরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি এফএম-এ চীন আন্তর্জাতিক বেতারের অনুষ্ঠান শোনার জন্য।"

ঢাকার নেপচুন রেডিও ফ্রেন্ডস ক্লাবের পরিচালক লূত্ফর রহমান এ সম্পর্কে লিখেছেন, "একটি সুসংবাদের জন্য দীর্ঘদিনের অপেক্ষা সার্থক হলো। এফএম প্রচারতরঙ্গে অনুষ্ঠান প্রচারের জন্য বাংলা বিভাগের শ্রোতাদের দীর্ঘদিনের দাবীটি চীন আন্তর্জাতিক বেতার অবশেষে পূরণ করতে চলেছে। এর মাধ্যমে সিআরআই আবারো প্রমাণ করেছে শ্রোতাদের অনুরোধ তারা বেশ গুরুত্বের সাথেই বিবেচনা করে। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে মিডিয়া প্রতিষ্ঠানগুলো দর্শক-শ্রোতাদের কাছে পৌঁছতে সর্বাধুনিক সুযোগ-সুবিধা ব্যবহার করছে। দ্রুততার সাথে বেশিসংখ্যক মানুষের কাছে বার্তা পৌঁছাতে আন্তর্জাতিক বেতার কেন্দ্রগুলো মিডিয়াম ওয়েভ ও শর্টওয়েভের পাশাপাশি ইন্টারনেট ও এফএম-এ অনুষ্ঠান প্রচার করছে -- চালু করছে পডকাস্টিং, এমপিথ্রি'র মাধ্যমে অনুষ্ঠান শোনার সুবিধা। এফএম প্রচারতরঙ্গে বাংলা অনুষ্ঠান প্রচার শ্রোতাদের প্রতি সিআরআইয়ের অকুন্ঠ ভালবাসার একটি নিদর্শন হয়ে থাকবে।"

শ্রোতাবন্ধুরা, এফএম চালু হওয়া যেমন আপনাদের স্বপ্ন তেমনি আমাদেরও স্বপ্ন। এ স্বপ্নের বাস্তবায়ন এখন মাত্র সময়ের ব্যাপার। আশা করি, এর মাধ্যমে আমরা শ্রোতাদের আরো কাছাকাছি যেতে পারবো; আপনারা আরো স্পষ্টভাবে আমাদের অনুষ্ঠান শুনতে পাবেন।

এখন রয়েছে আরেকটি সংগীত। বাংলাদেশের ঝিনাইদহ জেলার সিআরআই লিসনার্স ক্লাবের এমবি জামান সিদ্দিকী শিল্পী লতা মুঙ্গেশকারের কন্ঠে 'আমি যে কে তোমার' শিরোনামের গানটি শুনতে চান। বন্ধু জামান, আমরা অত্যন্ত দুঃখিত যে আপনার পছন্দের গানটি আমাদের সংগ্রহে নেই। তবে আশাহত হবেন না। আমরা আপনাকে লতার কন্ঠে অন্য একটি গান শোনাবো। গানটি হলো 'নিঝুম সন্ধ্যায় ক্লান্ত পাখিরা'। আশা করি, সবার ভাল লাগবে গানটি।

বাংলাদেশের কুষ্টিয়া জেলার মিরপুরের আলিমুর রেজা লিখেছেন, "আমি আপনাদের অনুষ্ঠানের নতুন শ্রোতা। আপনাদের বাংলা অনুষ্ঠান আমার খুব ভালো লাগে। আমি ষষ্ঠ শ্রেনীতে পড়ি। পড়াশুনার ফাঁকে ফাঁকে আপনাদের অনুষ্ঠান শুনি নিয়মিতভাবে। আপনাদের অনুষ্ঠানে এই প্রথম চিঠি লিখছি। আশা করি আমার চিঠির উত্তর দেবেন।"

একই জায়গার আশরাফুল হক লিখেছেন, "আমি আপনাদের সব অনুষ্ঠান নিয়মিত শুনি, কিন্তু এটিই আমার প্রথম চিঠি। আমার সবচেয়ে ভাল একজন বন্ধু আপনাদের অনুষ্ঠানের নিয়মিত শ্রোতা। সে কয়েকটি চিঠি আপনাদেরকে পাঠিয়েছে। তাই আমিও আপনাদের কাছে চিঠি লিখতে বসলাম। আমি চিথলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীতে পড়ি। আমার কাছ আপনাদের সব অনুষ্ঠান খুবই ভাল লাগে। আমাকে আপনারা নতুন শ্রোতা হিসেবে গ্রহণ করবেন আশা করি।"

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040