খোন্দকার রফিকুল ইসলাম সিছুয়ান অপেরা ও খাবার সম্পর্কেও অনেক কথা লিখেছেন। তিনি সিছুয়ানে কখনো আসেননি, কিন্তু তিনি সিছুয়ানকে খুব ভাল জানেন। কারণ তিনি মনযোগের সঙ্গে আমাদের অনুষ্ঠান শোনেন মনে হচ্ছে। তিনি আরো লিখেছেন, "ভালবাসা মোরে ভিখারী করেছে; সিছুয়ান, তোমারে করেছে রানী। জানি জানি আমি সবসময় জানি। সিছুয়ান তুমি সৌন্দর্যের চির রানী, চির কুমারী"। জনাব রফিকুল ইসলাম, সত্যিই চমত্কার আপনার লেখা। ধন্যবাদ জানাই এত সুন্দর রচনা আমাদেরকে পাঠানোর জন্য।
ভারতের পশ্চিমবঙ্গের সিআরআই ফ্যান ক্লাবের সম্পাদক সিরাজুল ইসলাম লিখেছেন, "সিআরআই'র সাথে আমার পথ চলা শুরু সেই ছাত্র জীবন থেকে। এখন আমি চাকরিজীবী এবং তিন সন্তানের জনক। অদ্যবধি সিআরআই আমার নিত্য দিনের সঙ্গী। সিআরআই'র সাথে আমার হৃদয়ের যোগসূত্র যেন দিন দিন বেড়েই চলেছে। অন্যান্য বেতার যখন সস্তা জনপ্রিয়তা লাভের আশায় গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়েছে তখন সিআরআই সেই শুরু থেকেই আজ অবধি উন্নতমানের অনুষ্ঠান প্রচার করে তার গুনগত মান ধরে রাখতে সক্ষম হয়েছে। এ জন্য সিআরআই'র শ্রোতা হিসেবে আমি গর্বিত। এ গর্ব সিআরআই'র সকল শ্রোতার। কামনা করি সিআরআই বেঁচে থাকুক অনন্তকাল।" বন্ধু সিরাজুল ইসলাম, এই যে এত বছর আপনি আমাদের সঙ্গে আছেন বলার অপেক্ষাই রাখে না আপনি আমাদেরকে ভীষণ পছন্দ করেন আর ভালবাসেন।
ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ইন্টারন্যাশনাল মিতালি লিসনার্স ক্লাবের হাফিজুর রহমান লিখেছেন, "চীন আন্তর্জাতিক বেতার থেকে প্রচারিত বিশ্ব সংবাদ ও প্রতিবেদন অত্যন্ত নিরপেক্ষ ও সত্যনিষ্ঠ। চীনসহ বিশ্বের প্রতিটি প্রান্তের গুরুত্বপূর্ণ বিষয়গুলি অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরা হয়, যা আমাদের ভীষণ ভালো লাগে। সাপ্তাহিক অনুষ্ঠানগুলো অত্যন্ত তথ্যপূর্ণ এবং বস্তুনিষ্ঠ। কথা ও সুর, শ্রোতা সন্ধ্যা, সুরের ভুবন, অজানা কাহিনী, অর্থনীতির অগ্রযাত্রা, সংস্কৃতি সম্ভার, চলুন বেড়িয়ে আসি, গল্পের ঝুলি ইত্যাদি পরিবেশনা আমরা অত্যন্ত মনোযোগ সহকারে উপভোগ করি। সিআরআই'র মাধ্যমে আমরা জানতে পারি চীনকে। পরিচিত হই চীনের সমাজ, সংস্কৃতি, ধর্ম, প্রকৃতি, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ইত্যাদি বিষয়ের সাথে। অনুষ্ঠানের সাথে সাথে আপনাদের বর্ণময় ও তথ্য সমৃদ্ধ ওয়েবসাইটও দেখি। ওয়েবসাইট আমাদের ভীষণভাবে মুগ্ধ করে। সংস্কৃতি সম্ভার অনুষ্ঠানে চাং চিকাংয়ের কাজের পরিচিতি নিয়ে পরিবেশনাটি দারুণ উপভোগ্য ছিল। তাঁর গুরুত্বপূর্ণ সৃজনশীল কর্ম সম্পাদন সত্যিই দারুণ। এই অনুষ্ঠানে চীনের জনপ্রিয় লোক সংগীত রচয়িতা ওয়াং নো পিংয়ের পরিচিতি ও গান দারুণ আনন্দদায়ক ছিল। ধন্যবাদ আকর্ষণীয় ও বস্তুনিষ্ঠ অনুষ্ঠান উপহার দেয়ার জন্য, কথা হবে আবারো আগামী পত্রে।" বন্ধু হাফিজুর রহমান, ধন্যবাদ আপনাকেও আমাদের অনুষ্ঠানের ব্যাপারে এমন গঠনমূলক আলোচনার জন্য। আমরা আশা,, করি ভবিষ্যতে আরো সুন্দর ও তথ্যপূর্ণ অনুষ্ঠান উপহার দিতে পারব।