Web bengali.cri.cn   
চীনের মোট আয়তন কত? চীনের বর্তমান মোট জনসংখ্যা কত? চীনে প্রতি বর্গ কিলোমিটার জনসংখ্যার ঘনত্ব কত জন?
  2010-07-26 15:09:57  cri
বাংলাদেশের গোপালগঞ্জ জেলার বেতার বন্ধু শ্রোতা সংঘের নাছিমা বেগম জানতে চেয়েছেন, চীনের মোট আয়তন কত? চীনের বর্তমান মোট জনসংখ্যা কত? চীনে প্রতি বর্গ কিলোমিটার জনসংখ্যার ঘনত্ব কত জন? আপনার প্রশ্নের জবাব হচ্ছে, চীন গণপ্রজাতন্ত্র সংক্ষেপে চীন, এশিয়া মহদেশের পূর্ব অঞ্চলে এবং প্রশান্ত মহা সাগরের পশ্চিমতীরে অব্স্থিত ।চীনের স্থলভাগের আয়তন প্রায় ৯৬লক্ষ বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে চীন এশিয়ার বৃহওম দেশ এবং রাশিয়া আর কানাডার পর চীন বিশ্বে তৃতীয় বৃহওম দেশ। বিশ্বে চীনের লোকসংখ্যা সবচেয়ে বেশি ,২০০২ সালের শেষ দিকে চীনের মোট লোকসংখ্যা ছিলো ১২৮ কোটি ৪৫ লক্ষ ৩০ হাজার ।(এতে হংকং বিশেষ প্রশাসনিকএলাকা,ম্যাকাও বিশেষ প্রশাসনিক এলাকা আর তাইওয়ান প্রদেশ অন্তর্ভুক্ত করা হয়নি ),এই সংখ্যা বিশ্বের মোট লোকসংখ্যার এক-পঞ্চমাংশ । বিশ্বে যে দেশগুলোর লোকসংখ্যার ঘনত্ব অপেক্ষাকৃত বেশি চীন তার অন্যতম ।(লোকসংখ্যার গড়ঘনত্ব হলো বর্গকিলোমিটারে ১৩৫জন)চীনের লোকসংখ্যার বিন্যাস অসমান ,পূর্বচীনে বেশি আর পশ্চিম চীনে কম। পূর্বউপকূলীয় অঞ্চলে লোকসংখ্যার ঘনত্ব বেশি । প্রতি কিলোমিটারে রয়েছে ৪০০জন । মধ্য এলাকায় প্রতি বর্গকিলোমিটারে২০০ জন;পশ্চিম এলাকার মালভূমিতে লোকসংখ্যা অত্যন্ত কম । এক বর্গকিলোমিটারে ১০জনেরও কম । বর্তমানে চীনে আনুমানিক গড় আয়ু ৭১.৪০ বছরে উন্নীত হয়েছে (এর মধ্যেপুরুষের গড় আয়ু হলো ৬৯.৬৩ বছর আর নারীদের হলো ৭৩.৩৩ বছর)এটা বিশ্বের গড় আয়ুর চেয়ে পাঁচ বছর বেশি ।

একই ক্লাবের সভাপতি জুয়েল আহম্মেদ মল্লিক জানতে চেয়েছেন, হংকং ও চীনের অভ্যন্তরভাগের মধ্যে একদেশ দুই নীতি চালু থাকবে কত দিন পর্যন্ত? আপনি অনেক ভাল প্রশ্ন করেছেন। আপনার প্রশ্নের জবাব হচ্ছে, ১০০৭ সালে হংকং চীনে প্রত্যাবর্তন থেকে কমপক্ষে অভ্যন্তরভাগের মধ্যে একদেশ দুই নীতি চালু থাকবে ৫০ বছর।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040