বাংলাদেশের গোপালগঞ্জ জেলার বেতার বন্ধু শ্রোতা সংঘের সভাপতি জুয়েল আহম্মেদ মল্লিক জানতে চেয়েছেন, চীনের কোন শহরে সবচেয়ে বেশি লোক বসবাস করে? হ্যাঁ বন্ধু জুয়েল আহম্মেদ জেনে নিন আপনার প্রশ্নের জবাব। এখনও পর্যন্ত চীনের সবচেয়ে বেশি জনসংখ্যার শহর হলো শাংহাই। সর্বশেষ হিসেব মতে, এখানে ১কোটি ২ লাখ ৪৯ হাজার ৯০ নাগরিক বসবাস করেন। শাংহাইয়ের পরের স্থানে রয়েছে পেইচিং। পেইচিংয়ের জনসংখ্যা ৮০লাখ ৯৬ হাজার ১০।
একই ক্লাবের শ্রোতা রিমা খানম জানতে চেয়েছেন, চীনের প্রথম নভোচারী হিসেবে মহাশূন্যে যান কে? ইয়াং লিওয়ে চীনের প্রথম নভোচারী হিসেবে মহাকাশ ভ্রমণ করেন। ২০০৩ সালের ১৫ অক্টোবর পেইচিং সময় সকাল নয়টায় ইয়াং লিওয়ে শেনচৌ-৫ মানববাহী স্পেসশীপ পরিবহনকারী সিজে-২এফ ((CZ-2F)) রকেটে মহাকাশে যান। তিনি হলেন চীনের প্রথম প্রজন্ম নভোচারী। বর্তমানে তিনি চীনের মানববাহী মহাকাশ পরিকল্পনা অফিসের উপপরিচালক।
বাংলাদেশের কুষ্টিয়া জেলার ব্লু স্কাই রেডিও লিসেনার্স ক্লাবের সভাপতি এমএ রশিদ চৌধুরী জানতে চেয়েছেন, চীনে কি আখ চাষ করা হয়? এবং চীনে কি কাঠাল পাওয়া যায়? আপনারা জানেন, চীন একটি বিশাল দেশ, যার কৃষিতে রয়েছে ব্যাপক বৈচিত্র। চীনে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরণের জলবায়ু রয়েছে। সেজন্য এখানে আখ বা কাঠাল সবই চাষ হয়।