|
সিআরআই'র এস্তোনিয়া ভাষা ওয়েবসাইট সম্প্রচার কার্যক্রমের সহযোগী ফুটু ভিশিন গ্রুপের প্রতিনিধি তার বক্তব্যে বলেন, উত্তর ইউরোপের কর্মদল প্রচেষ্টা চালিয়ে এ ওয়েবসাইটের বৈশিষ্ট্য সৃষ্টি করবে, যাতে এ ওয়েবসাইট চীন ও এস্তোনিয়ার জনগণের বন্ধুত্বপূর্ণ আদান-প্রদানের অনলাইন কমিউনিটিতে পরিণত হয়।
সিআরআই অনলাইন ওয়েবসাইট ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয়। এ পর্যন্ত ওয়েবসাইটটি ৬১টি ভাষা ও ১৮টি ওয়েব রেডিওর পাশাপাশি ওয়েব টেলিভিশন, মোবাইল রেডিও ও টেলিভিশন এবং মোবাইন ইন্টারনেট সেবাসহ বিভিন্ন ভাষা ও মিডিয়ার মাধ্যমে দেশে-বিদেশের বিনিময় প্ল্যাটফর্ম এবং সারা বিশ্বের ওয়েবসাইট দর্শকদের মাতৃভাষার মাধ্যমে চীনকে চেনাজানার গুরুত্বপূর্ণ জানালায় পরিণত হয়েছে। (ওয়াং তান হোং)
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |