Web bengali.cri.cn   
চীনের মুদ্রার নাম কি?
  2010-06-07 10:31:36  cri
বাংলাদেশের পাবনা জেলার পাছশুয়াইল রেডিও শ্রোতা ক্লাবের সম্পাদক এস,এম,এ,হান্নান চারটি প্রশ্ন করেছেন। তাঁর প্রথম প্রশ্ন হল চীনের মুদ্রার নাম কি? আপনার এ প্রশ্নের জবাব হচ্ছে, চীনের মুদ্রার নাম হল রেনমিনপি। দ্বিতীয় প্রশ্ন হল চীনের মাও সেতুং কত বছরে মারা যান? আপনার প্রশ্নের জবাব হচ্ছে, চীনের মহানেতা মাও সেতুং ১৯৭৬ সালের ৯ সেপ্টেম্বর পেইচিংয়ে রোগে মারা যান। তৃতীয় প্রশ্ন হল চীনের কনফুসিয়াসের বয়স কত? আপনার প্রশ্নের জবাব হচ্ছে, কনফসিয়াস খ্রীষ্টপূর্বের আগে ৫৫১ সাল জন্মগ্রহণ করেন। তিনি খ্রীষ্টপূর্বের আগে ৪৭৯ সাল মারা যান। তাঁর বয়স ৭২ বছর ছিল। এখন পর্যন্ত তাঁর বয়স ২হাজার ৫শো৬১ বছর হয়েছে। চতুর্থ প্রশ্ন হল চিংগিসখান ১১৬২ সালে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন মঙ্গোলিয় জাতির মহানেতা। তাঁর নেতৃতে মঙ্গোলিয় জাতির সবগুলো উপজাতি ঐক্যবদ্ধ হয়েছে। তিনি মঙ্গোলিয়া সাম্রাজ্য প্রশাসন করার সময়, তা ভূখন্ড পশ্চিম দিকে কালো সাগর ও পূর্ব দিকে প্রায় সকল এশিয়া প্রশারিত ছিল। এর ফলে পূর্ব ও পশ্চিম অঞ্চলের সাংস্কৃতিক যোগাযোগ ত্বরান্বিত করা হয়, যাতে মানবজাতির সভ্যতা উন্নয়ন করা যায়।
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040