Web bengali.cri.cn   
তামাকের ব্যবহার নিয়ন্ত্রণে চীন সরকার কীকী ব্যবস্থা গ্রহণ করেছে?
  2010-05-31 17:12:18  cri
বাংলাদেশের গোপালগঞ্জ জেলার লিপন স্মিরিটি রেডিও লিসনার্স ক্লাবের প্রেসিডেন্ট বি,এম,ফয়সাল আহমেদ জানতে চেয়েছেন, তামাকের ব্যবহার নিয়ন্ত্রণে চীন সরকার কীকী ব্যবস্থা গ্রহণ করেছে? আপনি অনেক ভালো প্রশ্ন করেছেন। আপনার প্রশ্নের জবাব হচ্ছে, চীন হল বিশ্বের বৃহত্তম তামাক ব্যবহারকারী দেশ। সেজন্য চীন ধারাবাহিক আইন ও নিয়ম প্রণয়ন করে তামাকের ব্যবহার নিয়ন্ত্রণ করে। যেমন, 'তামাক নিয়ন্ত্রণ কাঠামো চুক্তি', 'বিজ্ঞাপন আইন', 'তামাক বিক্রী আইন' ও 'অপ্রাপ্তবয়স্ক সুরক্ষা আইন'। এ আইন ও নিয়ম অনুযায়ী সারা চীনে তামাকের ওপর বিজ্ঞাপন নিষিদ্ধ করা হয়, তামাক বিক্রীর অধিকার সরকার নিয়ন্ত্রণ করে, অবয়স্কদেরকে তামাক বিক্রী নিষিদ্ধ করা হয় এবং সরকারী প্রতিষ্ঠানগুলোতে তামাক খাওয়া নিষিদ্ধ করা হয়। এখন পর্যন্ত চীনে তামাক ব্যবহারের ওপর স্থায়ী নিয়ন্ত্রণ কার্যকর রয়েছে। বিশ্ব স্বস্থ্য সংস্থা একজন্য চীনের প্রশংসা করেছে। আসলে তামাক নিয়ন্ত্রণ হল সারা বিশ্বের দায়িত্ব। আমরা আশা করি,কেউই ধূমপান করবেন না এবং অন্য মানুষ বিশেষ করে অপ্রাপ্তবয়স্কদেরকে ধুমপান থেকে বিরত রাখবেন। আমরা একটি পরিষ্কার পৃথিবী চাই।
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040