Web bengali.cri.cn   
চীনা মানুষদের গড় উচ্চতা কত?
  2010-04-19 14:49:30  cri
বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার গ্লোবাল রেডিও লিসনার্স ক্লাবের সভাপতি অধ্যাপক আশরাফুল ইসলাম জানতে চেয়েছেন, চীনা মানুষদের গড় উচ্চতা কত? চীনা মানুষের গড় উচ্চতা হল ১৬৯.৭ সেন্টিমিটার। গড় উচ্চতার দিক থেকে চীনার বর্তমানে বিশ্বের ৩২তম স্থানে রয়েছে। এর পেইচিংয়ের পুরুষদের গড় উচ্চতা চীনের মধ্যে সবচেয়ে বেশি। তাদের গড় উচ্চতা হলো ১৭৪.১৭ সেন্টিমিটার আর শাংতং প্রদেশের নারীদের গড় উচ্চতা চীনে মধ্যে সবচেয়ে কম। তাদের উচ্চতা হলো ১৬৯.৪৫ সেন্টিমিটার।

আশরাফুল ইসলাম আরো জানতে চেয়েছেন, চীনের সর্বকালের সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্র কোনটি? এটি কত সালে নির্মিত হয়? আসলে চীনে প্রতি বছর অনেক চলচ্চিত্র তৈরী হয়। ২০০৯ সালে এখানে মোট ৪০৬টি চলচ্চিত্র তৈরী হয়। চীনে অনেক জনপ্রিয় চলচ্চিত্র রয়েছে। সেজন্য একটি চলচ্চিত্রের নাম বলা একটু কঠিনই। তবে আমরা'Song of the Fishermen'ছবিটির নাম উল্লেখ করতে পারি। এই চলচ্চিত্রটি ১৯৩৪ সালে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে পুরস্কার লাভ করেছিল। এটি ছিল চীনের প্রথম বারের মত কোন আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার লাভ। কিন্তু চীন গত শতাব্দীর ৮০'র দশক থেকে আন্তর্জাতিক চলচ্চিত্র প্রতিযোগিতায় অংশ নিয়েছে। ১৯৮৪ সালে চীনের চলচ্চিত্র'Yellow Earth', ফ্রান্সের নানটেস (NANTES) আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব ও সুইজল্যান্ডের লোকার্নো (Locarno)আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের পুরস্কার লাভ করে।এর পর প্রতি বছর চীনের চলচ্চিত্র আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের পুরস্কার অর্জন করে। এখন চীনের চলচ্চিত্র শিল্প অনেক সমৃদ্ধ হয়েছে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040