বাংলাদেশের নারায়নগন্ঞ্জ জেলার উত্স ডিএক্স কর্ণারের প্রেসিডেন্ট এইচ,এম,তারেক জানতে চেয়েছেন, চীনের হস্তশিল্প কোন কোন দেশে রপ্তানী করা হয়? আপনার প্রশ্নের জবাব হচ্ছে, চীনের হস্তশিল্প বিশ্বের নানা দেশে রপ্তানি করা হয়। এখন চীনের হস্তশিল্প বিশ্বের বেশি দেশে অনেক জনপ্রিয় হয়। এছাড়া, চীনও নানা দেশ থেকে হস্তশিল্প আমদানী করে।
বাংলাদেশের রাজশাহী জেলার লেকচারারস রেডিও লিসেনার্স ক্লাব এন্ড লাইব্রেরীর মাইফুল ইসলাম থান্দার জানতে চেয়েছেন, চীনারা জাতীয় বিভিন্ন উত্সবে কি মেহেদী, নেল পালিশ, এ গুলো ব্যবহার করে? আপনার প্রশ্নের জবাব হচ্ছে, চীনাদের মেহেদী ব্যবহারের অভ্যাস নেয়। কিন্তু চীনা মেয়েরা নেল পালিশ ব্যবহার পছন্দ করে। সাধারনত চীনারা বিভিন্ন উত্সবে নিজেকে সুন্দরভাবে সাজায়। এবং বসত উত্সবে চীনারা নতুন পোষাক পড়ার অভ্যাস রয়েছে। তিনি আরো জানতে চেয়েছেন, চীনা স্কুল ও কলেজে কি ইংরেজী ভাষার ব্যবহার ও ইংরেজী ভাষায় লেখাপড়া বাধ্যতা মুলকভাবে পড়ানো হয়? আপনার প্রশ্নের জবাব হচ্ছে, চীনে এখন প্রাথমিক স্কুল থেকে মাধমিক স্কুল পর্যন্ত ৯বছরের সময় বাধাত্যমূলকভাবে পড়ানো হয়। ইংরেজির পরীক্ষা উত্তীর্ণ না হলে, তা উচ্চ পর্যায়ের বিদ্যালয়ে ভর্তি হবে না। এছাড়া, হাই স্কুলের তিন বছর ও আরো উচ্চ পর্যায়ের বিদ্যালয়েও ইংরেজি শিক্ষা রয়েছে।