Web bengali.cri.cn   
চীনের সবচেয়ে মূল্যবান বৃক্ষ কোনটি?
  2010-04-02 15:43:08  cri
বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার গ্লোবাল রেডিও লিসনার্স ক্লাবের সভাপতি প্রফেসর আশরাফুল ইসলাম তিন প্রশ্ন জানতে চেয়েছেন। তাঁর প্রথম প্রশ্ন হল চীনের সবচেয়ে মূল্যবান বৃক্ষ কোনটি? আসলে চীন একটি বৃহত্তর দেশ। সেজন্য চীনে বেশি ধরণের মূল্যবান বৃক্ষ রয়েছে। এর মধ্যে বিলুপ্ত প্রায় বৃক্ষের সংখ্যাও অনেক। দ্বিতীয় প্রশ্ন, চীনারা সাধারণত বাড়ীতে কি ধরণের আসবাবপত্র ব্যবহার করে থাকেন? আপনার প্রশ্নের জবাব হচ্ছে, আসলে চীনা নাগরিকের বাড়িতে আসবাবপত্র বাংলাদেশীদের একমত। যেমন, টেবিল, চেয়ার, সোফা, আলমারী, খাট, বুকসেলফ ইত্যাদি। তৃতীয় প্রশ্ন, চীনারা বাড়িতে বাগান করতে পছন্দ করেন কি? আপনার এ প্রশ্নের জবাব হচ্ছে, সাধারণত চীনের শহরে নাগরিকের ঘরের কোনো বাগান নেয়। কারণ চীনের শহরে মানুষ বেশি, কিন্তু আয়তন কম,বাগানের জায়গা হবে না। উপকন্ঠে বাংলোর বাগান রয়েছে। কিন্তু মাত্র ধনী মানুষ কিনতে পারেন। গ্রামবাসীদের বাড়িতে সাধারণত বাগান রয়েছে। কারণ গ্রামের আয়তন বেশি, কিন্তু মানুষ কম। আসলে চীনে বাগান করা পছন্দ করার মানুষ বেশি রয়েছে, সেজন্য এখন শহরের নাগরিকরা গ্রামে একটু ভূমি কিনতে ছুটিতে সেখানে বাগান করে। এবং গ্রামের ভূমির দাম শহরের চেয়ে কম।

ভারতের পশ্চিম বঙ্গের বর্ধমান জেলার ইন্টারন্যাশনাল মিতালি লিসনার্স ক্লাবের হাফিজুর রহমান জানতে চেয়েছেন, চীনের মানুষের গড় আয়ু কত বছর? ২০০৭ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান থেকে জানা গেছে, চীনা নাগরিকদের গড় আয়ু ছিল ৭৩ বছর। এর মধ্যে নারীর গড় আয়ু ছিল ৭৪ বছর এবং পুরুষের ছিল ৭১ বছর। তিন, চীনের জন্ম ও মৃত্যুর হার কত? আপনার এ প্রশ্নের জবাব হচ্ছে, ২০০৮ সালে চীনের জন্ম হার ছিল শতকরা ১.২২৯ ভাগ। এটি আগের চেয়ে কম হয়েছে। কিন্তু মৃত্যুর হার আগের চেয়ে বেশি হয়েছে যে শতকরা ০.৬৪২ ভাগ।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040