|
এস্তোনিয়ান ভাষার ওয়েবসাইট
চীনের একমাত্র এস্তোনিয়ান ও লিথুয়ানিয়ান ভাষার ওয়েবসাইট ৮ ফেব্রুয়ারী থেকে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। চীন আন্তর্জাতিক বেতারের 'সিআরআই অনলাইন' ওয়েবসাইটের অধীনে এ দু'টি ভাষার ওয়েবসাইট চালু হওয়ার মধ্য দিয়ে এ পর্যন্ত সিআরআই অনলাইনে মোট ৬১টি ভাষা অন্তর্ভুক্ত হলো। এটা হচ্ছে পৃথিবীতে ভাষার সংখ্যার দিক থেকে সবচেয়ে বৃহত্তম একটি ওয়েবসাইট।
চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয় আর সংশ্লিষ্ট দেশের দূতাবাস পৃথক পৃথকভাবে অভিনন্দন পত্র পাঠিয়ে চীন আন্তর্জাতিক বেতার চীন ও এস্তোনিয়া আর লিথুয়ানিয়ার জনগণের মধ্যে পারস্পরিক সমঝোতা বাড়ানো, বন্ধুত্বপূর্ণ বিনিময়ের প্লাটফর্ম স্থাপন এবং চীনের তথ্য মাধ্যম আর অন্যান্য দেশের তথ্য মাধ্যমগুলোর সহযোগিতা গভীরতর করার ক্ষেত্রে যে প্রচেষ্টা চালিয়েছে এবং সফলতা অর্জন করেছে, তার ভূয়সী প্রশংসা করেছে।
'সিআরআই অনলাইন'র এস্তোনিয়ান ভাষার ওয়েবসাইট হলো http://ee.radio86.com আর লিথুয়ানিয়ান ভাষার ওয়েবসাইট হলো http://lt.radio86.com। ওয়েবসাইট দু'টি অডিও, ভিডিও, ছবি ও লেখা বিভিন্ন ধরণের সহ নানা পদ্ধতিতে চীনের বাণিজ্য, সংস্কৃতি ও পর্যটন বিষয়ক নানা ক্ষেত্রের তথ্য প্রকাশ করবে। (ইয়ু কুয়াং ইউয়ে)
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |