|
লটারিতে রেডিও বিজয়ী নারী শ্রোতার সঙ্গে অতিথিরা
চীন আন্তর্জাতিক বেতারের শ্রোতা সম্মেলন- ২০১০ শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকায় জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনা দূতাবাসের সাংস্কৃতিক কাউন্সিলর ছিয়েন খাইফু।
আনন্দঘন এ সম্মিলনিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ, শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের পরিচালক, বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী লিলি ইসলাম, চীনা দূতাবাসের সাংস্কৃতিক এটাশে ছাও ইয়েন হুয়া সুবর্ণা, বাংলাদেশ-চায়না রেডিও লিসনার্স ক্লাবের চেয়ারম্যান সৈয়দ রেজাউল করিম বেলাল ও মহাসচিব জিল্লুর রহমান জিলু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চীন বেতারের কর্মকর্তা ও সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের পরিচালক ইয়াং ওয়েই মিং স্বর্ণা।
অনুষ্ঠানে বাংলা বিভাগের পরিচালক মাদাম ইউ কুয়াং য়্যূ-এর শুভেচ্ছা বাণী পড়ে শোনান স্বর্ণা। শুভেচ্ছা বাণীতে মাদাম ইয়্যূ শ্রোতা সম্মেলনের সাফল্য কামনা করে বলেন, প্রতিটি শ্রোতাই আমাদের পরম বন্ধু, আমাদের একান্ত স্বজন। তাদের জানার ঐকান্তিক আগ্রহ এবং অবিরাম সমর্থন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের বিগত ৪১ বছরের শ্রমকে করেছে সার্থক, চলার পথটি করেছে আরো বেগবান।... আগের মতোই শ্রোতা বন্ধুরা চীন বেতারের সঙ্গে থেকে সব অনুষ্ঠান মনযোগ দিয়ে শুনবেন, প্রতিযোগিতায় অংশ নেবেন এবং গঠনমূলক সমালোচনা করবেন বলে- বাণীতে আশাবাদ ব্যক্ত করেন মাদাম য়্যূ।
বক্তব্য রাখছেন বাংলাদেশ-চায়না রেডিও লিসনার্স ক্লাবের চেয়ারম্যান সৈয়দ রেজাউল করিম বেলাল
প্রধান অতিথি ছিয়েন খাইফু তার বক্তব্যে বাংলাদেশ ও চীনের সুপ্রাচীন সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, চীন বেতারের বাংলা বিভাগের কার্যক্রম ও শ্রোতাবন্ধুদের মাধ্যমে বর্তমানে এ সম্পর্ক আরো জোরদার হচ্ছে।
বিশেষ অতিথি বিশিষ্ট সাংবাদিক শওকত মাহমুদ চীন বেতারের গত ৪১ বছরের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি বিবিসির মতো ঢাকায় অফিস ও স্টুডিও স্থাপন করে বাংলাদেশের আরো বেশি খবর ও অনুষ্ঠান সম্প্রচারের জন্য চীন বেতার কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
সম্মেলনে সারাদেশ থেকে চীন বেতারের তিন শতাধিক শ্রোতা ক্লাবের সদস্য অংশ নেন। অনুষ্ঠানে শ্রোতারা তাদের অনুভূতি তুলে ধরেন এবং বিভিন্ন দাবি-দাওয়ার কথা জানান।
ইয়াং ওয়েই মিং-এর সঙ্গে সম্মেলনের স্বেচ্ছাসেবকরা
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন চীন বেতারের সাবেক বিশেষজ্ঞ ও সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের কনসালটেন্ট-শিক্ষক মহিউদ্দিন তাহের। আলোচনা অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও রেফেল ড্র অনুষ্ঠিত হয়।
লটারির মাধ্যমে সাত জন শ্রোতাকে ডিজিটাল রেডিও উপহার দেয়া হয়। এছাড়াও সিআরআই-এর পক্ষ থেকে সব শ্রোতার জন্য ছিল নানা উপহার।
---মাহমুদ হাশিম, ঢাকা থেকে।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |