|
হাইতিতে যাওয়া চীনের আন্তর্জাতিক ত্রাণ দলের চিকিত্সা দল ২৭ জানুয়ারী বিকালে চীন আন্তর্জাতিক বেতার পরিদর্শন করেছে। সিআরআই কর্তৃপক্ষ উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে তাদের স্বাগত জানিয়েছে।
হাইতি'র ভূমিকম্পের পর উদ্ধার কর্মী, চিকিত্সক আর ভূমিকম্পের বিশেষজ্ঞ নিয়ে গঠিত চীনের আন্তর্জাতিক ত্রাণ দল জরুরীভাবে প্রথম সময়েই হাইতিতে গিয়েছিল। চীনের ত্রাণ দল হচ্ছে হাইতিতে সবার আগে পৌঁছানো আন্তর্জাতিক ত্রাণ দলের অন্যতম। জাতিসংঘের সমন্বয়ে চীনের আন্তর্জাতিক ত্রাণ দল নানা কঠিন অবস্থা অতিক্রম করে দুর্যোগ উদ্ধার তত্পরতার শীর্ষ স্থানে রয়েছে। চীনের চিকিত্সা দলের ১৫ জন চিকিত্সকের সবাই সশস্ত্র পুলিশ হাসপাতালের। তারা হাইতি'র ভূমিকম্প দুর্গত অঞ্চলে চিকিত্সা কেন্দ্র স্থাপন করেছেন, ভ্রাম্যমান চিকিত্সা, মনস্তাত্ত্বিক নির্দেশনা এবং মহামারী নিরোধ করেছেন। তাঁরা দুর্গত জায়গায় জীবাণুমুক্তকরণ ঔষধ ছড়িয়েছেন এবং মহামারী নিরোধ সংক্রান্ত জ্ঞান প্রচার করেছেন। দশ বারো দিনে তাঁরা মোট ২৫০০ জনেরও বেশি আহতকে চিকিত্সা করেছেন। এদের মধ্যে ৫০০ জনেরও বেশি গুরুতর আহত ছিলেন। চীনের আন্তর্জাতিক ত্রাণ দলের কাজ হাইতি সরকার ও জনগণের স্বাগত পেয়েছে এবং জাতিসংঘের মহাসচিব বান কি মুনসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূয়সী প্রশংসা পেয়েছে।
সাফল্যের সঙ্গে ত্রাণ কাজ সম্পন্ন করার পর চীনের আন্তর্জাতিক ত্রাণ দল ২৭ জানুয়ারী সকালে বিশেষ বিমান যোগে পেইচিংয়ে ফিরে এসেছেন।
এখন ৪০ জন নিয়ে গঠিত চীনের আরেকটি চিকিত্সা ও মহামারী নিরোধ দল হাইতি'র পোর্ট অ-প্রিন্সে ত্রাণ কাজ করছে। (ইয়ু কুয়াং ইউয়ে)
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |