Web bengali.cri.cn   
আমি এবং চীন আন্তর্জাতিক বেতার
  2010-01-22 20:36:27  cri

১৯৯০ সালের নভেম্বর মাসের কোন এক শনিবারের রাত ৯টা বেজে ২০ মিনিট। আনমনে রেডিওর নব ঘোরাচ্ছিলাম হঠাত্ করে ভেসে এলো আধো বাংলায় এক অতি সু-মধুর কন্ঠ। তিনি ছিলেন মাদাম চুং শাও লি। তিনি উপস্থাপন করছিলেন চীনা গল্পের আসর। সে দিনের অনুষ্ঠান শুনে আবিভূত হলাম।

সেই থেকে শুরু হলো আপনাদের সঙ্গে আমার পত্র মিতালী।

আপনাদের প্রতি বত্সরের জ্ঞান যাচাই মূলক প্রতিযোগিতায় আমি অংশ গ্রহণ করতাম এবং ১ম, ২য় অথবা তৃতীয় পর্যায়ের পুরস্কার পেতাম। আজও সেই সব পুরস্কার আমার বাড়ীর শো-কেসে শোভা পাচ্ছে।

রেডিও পেইচিংয়ের অনুষ্ঠানের মধ্যে আমি সে সময় সবচেয়ে বেশী পছন্দ করতাম চীনা গল্পের আসর। যা ঐ সময় প্রতি শনিবার প্রচারিত হতো। সে সময় আরো পছন্দ করতাম চীনা শিল্পীর গাওয়া বাংলা গানগুলি, যা আজও কোন না কোন সময় কারো অনুরোধে শুনতে পাই আপনাদের বেতার থেকে।

চীন আন্তর্জাতিক বাংলা বেতারের শ্রোতা সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে অনুষ্ঠানে আনা হয় নানা বৈচিত্র্যময়তা। ৩০ মিনিটের অনুষ্ঠানের পরিবর্তে শুরু হয় এক ঘন্টার অনুষ্ঠান। চীনের সহকর্মীরা অক্লান্ত পরিশ্রম করে নানা ধরনের সুন্দর সুন্দর অনুষ্ঠান আমাদের বছরের পর বছর উপহার দিয়ে আসছে। আপনাদের কাছে আমরা এজন্য কৃতজ্ঞ।

এ পর্যন্ত আপনাদের বেতার থেকে আমি কয়েক হাজার চিঠি এবং নানা উপহার সামগ্রী পেয়েছি। এছাড়া প্রতি বত্সরের জ্ঞান যাচাই প্রতিযোগিতায় অংশ নিয়েও অনেক মূল্যবান উপহারসমুহ পেয়েছি। তা ছাড়াও ১৯৯৭ সালে এবং ২০০২ সালে বিশেষ পুরস্কার গ্রহণের জন্য ঢাকাস্থ চীনা দূতাবাসেও যেতে হয়েছিল। এজন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি।

মহিউদ্দীন তাহের ভাই আপনাদের বাংলা অনুষ্ঠানে যোগ দেয়ার পর আপনাদের বাংলা অনুষ্ঠানের ব্যাপক উন্নতি সাধিত হয়। অর্থাত্ নতুন রুপে যাত্রা শুরু করে সেই সময়কার চীন আন্তর্জাতিক বেতার, যাকে অস্বীকার করার উপায় নেই। সেই সময় অনুষ্টান সূচীতেও আনা হয় ব্যাপক রদ-বদল এবং নতুনত্ব। এরপর বাংলা বিভাগে যোগ দেয় ৮ জন নবীনা চীনা রমনী, যারা এখনও অতি দক্ষতার সাথে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং তারাও অনুষ্ঠানে এনেছেন নানা নতুনত্ব। এই সময় বাংলা বিভাগে যোগদেন আরেক নতুন বাংলা বিশেষজ্ঞ আ.বা.ম ছালাউদ্দিন। আপনাদের সবার কাছেই কৃতজ্ঞ সব শ্রোতারা। কারণ, আপনাদের অক্লান্ত পরিশ্রমের ফসলই হচ্ছে সুন্দর সুন্দর সব অনুষ্ঠান।

পৃথিবীতে একমাত্র চীন আন্তর্জাতিক বেতারেই কেবল রয়েছে সে দেশের নব-নারীর কন্ঠে বাংলা অনুষ্ঠান শোনার দুর্লভ এক ব্যবস্থা।

চীন আন্তর্জাতিক বেতারের আরেকটি চমক হচ্ছে বাংলা ভাষায় পত্রিকা প্রকাশ। সেই সময় সিআরআই প্রথম প্রকাশ করেন 'আমি তুমি সে' নামে একটি ত্রৈমাসিক পত্রিকা, যেটি বর্তমানে প্রকাশিত হচ্ছে 'পুবের জানালা' নামে। আমার মতে আপনাদের বাংলা ভাষার এই পত্রিকা অজস্র শ্রোতার মন জয় করেছে আর এ ধরনের বাংলা পত্রিকা প্রকাশ একমাত্র চীন আন্তর্জাতিক বেতারই করেছে এবং এ জন্য অবশ্যই সিআরআই প্রশংসার দাবীদার। দীর্ঘ ১৯ বছর হতে চলল আপনাদের সঙ্গে আমার পত্র যোগাযোগ। আশা করি আপনাদের সঙ্গে আমার এই বন্ধুত্বের সম্পর্ক আগামীতেও অটুট থাকবে।

---মোঃ সাইফুল ইসলাম

পুরান বগুড়া, প্রযত্নে-বর্ণধারা, চাঁদনী বাজার

বগুড়া-৫৮০০, বাংলাদেশ

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040