Web bengali.cri.cn   
আমি এবং সি আর আই বাংলা বিভাগ
  2010-01-21 21:36:41  cri

নতুন দিনের পথচলার সাথে সাথে মানুষের সুখ দুঃখ, হাসিকান্না, বিরহ-বেদনা ও মৃত্যু-বিচ্ছেদ আমাদের গতিপথকে মাঝেমাঝে থমকে দেয়। কিন্তু এরই মাঝে একরাশ নির্মল বিনোদনের জন্য অক্লান্ত শ্রম দিয়ে শ্রোতাদের অন্তরের ঠাঁই করে নিয়েছে সিআরআই বাংলা বিভাগ।

বহির্বিশ্বের এই জনপ্রিয় গণ মাধ্যমটির সঙ্গে প্রায় ৪০টি সংবাদ সংস্থা সক্রিয়ভাবে জড়িত যারা তাত্ক্ষণিকভাবে আমাদের শ্রোতাদের অতি সাম্প্রতিক কালেরও চলতি নানা ধরণের তথ্য পরিবেশন করতে পারছে। আমরা এ জন্য ধন্য ও আনন্দিত।

চীনের ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, পরিবেশ, আর্থ-সামাজিক উন্নয়ন, অর্থনৈতিক গতি প্রবাহ, বিজ্ঞান তথা প্রযুক্তির উন্নতি সাধন ও আবিষ্কারসহ নানাবিধ সংবাদ কেবল মাত্র সিআরআই বাংলা বিভাগের কাছ থেকে পেয়ে আমি সমৃদ্ধ হচ্ছি।

আমি সি আর আই শুনি নিজেকে সমৃদ্ধ করার জন্য। একজন নারী শ্রোতা হিসেবে আমার মনে পড়েছে চীনা রাঁধুন, চীনা খাবার খান, রসনা বিলাস ও কন্যা জায়া জননী অনুষ্ঠানগুলোর কথা। আমাদের মতো নারী শ্রোতাদের জন্য সিআরআই বাংলা বিভাগ সব সময় চীনের ঐতিহ্যকে আমাদের মুখোমুখি করেছে। আমি যখন থেকেই বাংলা অনুষ্ঠান শুনছি, তখন থেকেই প্রতিনিয়ত চীনকে জানছি।

চীনের বহু গৌরবময় সাফল্য, প্রযুক্তির হালচাল ও কূটনৈতিক সম্পর্কের নানা দিক নিয়ে পর্যালোচনা আমাকে দারুনভাবে প্রভাবিত করছে। মনুষ্যবাহী নভোযান শেনচৌ-৬ এমনই একটি সাফল্যের কথা যা শুধু দক্ষিণ এশিয়ার জন্য ছিল না, বরং তা সমগ্র বিশ্ব ব্যাপী এক যুগান্তকারী সফল সংযোজন। বাংলা অনুষ্ঠান থেকেই আমি এ বিষয়ে সম্যক অবহিত হতে পেরেছিলাম। ২০০৮ সালের ২৯তম পেইচিং অলিম্পিক গেমস ছিল একটি অবিস্মরণীয় অধ্যায়। বিভিন্ন ইভেন্টে স্বর্ণ ও রৌপ্য জয় ছিল পেইচিং এর মানুষদের জন্য খ্যাতির চরম পুরস্কার। প্রতিদিন নানা ইভেন্টের তরতাজা তথ্য শুধু সিআরআই বাংলা বিভাগ থেকে পেয়ে কান জুড়িয়েছি।

২০০৪ সালের ১৫ জুলাই বাংলা বিভাগ তার আধ ঘন্টার সম্প্রচার বাড়িয়ে পুরো এক ঘন্টা করে শ্রোতাদের দীর্ঘ দিনের দাবীকে যথার্থ মূল্যায়ন করেছে। আজ এক ঘন্টার অনুষ্ঠানে বিচিত্র সব তথ্য পরিবেশন করা হচ্ছে যা আমাকে সত্যিই ধন্য করে তুলছে। একই বছরের ১ নভেম্বর বাংলা ওয়েবসাইট চালু করার মধ্য দিয়ে দিগন্তের সাথে যেন সিআরআই বাংলা বিভাগও মিলিত হয়ে গেল। রেডিওতে নানা তথ্য প্রচার করার পাশাপাশি বাড়তি তথ্য ওয়েবসাইটে স্থান করে দেওয়ায় নানা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা শ্রোতারা সবসময় ওয়েবসাইট দেখে বর্ণিল আয়োজনের নানাবিধ সফল তথ্য দেখে মুগ্ধ হচ্ছে।

সৌহার্দ্য ও মৈত্রীর অটুট বন্ধনে সিআরআই বাংলা বিভাগ নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যা আমার মত শ্রোতার জন্য পরম পাওয়া। মনে পড়ে সেই প্রথম দিনটির কথা, যখন এক বর্ষাস্নাত সন্ধ্যায় রেডিও'র নব ঘুরাতেই বাংলা কন্ঠস্বর আবিষ্কার করি। এখন প্রবল কাজের চাপেও রুটিন করে সিআইআই বাংলা অনুষ্ঠান শোনা অব্যাহত রেখেছি। আমার প্রত্যাশা, এভাবেই চলতে থাকবে আমার বিশ্বস্ত বন্ধুর দেখা।

---গুলমান আরা (শিক্ষিকা)

নকিপুর জমিদার বাড়ী,

ডাক: নকিপুর-৯৪৫০

শ্যামনগর, সাতক্ষীরা, বাংলাদেশ

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040