Web bengali.cri.cn   
সি আর আই-এর বিশ্ব সংবাদের নিপপেক্ষতা আমাকে সুগ্ধ করে
  2009-11-02 20:47:42  cri
ভারতের পশ্চিম বাঙ্গার দিনাজপুর জেলার হাবু মান্যাল তাঁর প্রবন্ধে বলেছেন, 'অগনিত শ্রোতাবন্ধুর প্রিয় চীন আন্তর্জাতিক বেতার বাংলা অনুষ্টান সম্প্রচারের ৪০ বছর পূতি উত্সবে প্রত্যক্ষভাবে জড়িতদের স্মৃতির সমুদ্রে লুকায়িত মুক্তা-মানিক আহরণের মুখ আনন্দ দান করছে, আরো অগনিত শ্রোতা বন্ধুদের মতন আমাকেও করে তুলেছে প্রিয় অনুষ্ঠান শুনার আনন্দে বিহুল। আমি অত্যন্ত আনন্দিত যে চীন আন্তর্জাতিক বেতার গত ৪০ বছর ধরে বাংলা ভাষাভাষী শ্রোতাদের জন্য অনুষ্ঠান প্রচার করে আসছে। তাছাড়া এ বেতারের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল এর ঘোষক ঘোষিকা তথা কর্মীরা বেশির ভাগই চীনা ভাষাভাষীর মানুষ হয়ে যেভাবে বাংলায় শুদ্ধ উত্চারণ করেন। ভাষাশৈলীর যে অবদান রাখেন তা নিঃসন্দেহে উল্লেখ করবার মতন বিষয়। ১৯৯৫ সালের এক সন্ধ্যায় রেডিও নভ খুরাতে খুরাতে সহসা ভেমে আসল জোরালোভাবে উচ্চারিত একটি মহিলা কন্ঠস্বর। খনিকবাদে জানতে পারলাম এটা সিআরাই'র বাংলা বিভাগ। প্রথম সিআরআই'র বাংলা বিভাগকে আবিস্কার করার পর থেকে আজ অবাধি অব্যাহতভাবে সিআরআই'র অনুষ্ঠানমালা শুনে আসছি। বহুবার ইচ্ছা সত্ত্বেও শুধু সাহসের অভাবে চিঠিপত্র লিখতে পারিনি। আর প্রতিযোগিতায় অংশগ্রহণ তো দূরের কথা। আজ হঠিত্ মনে সাহস হল অংশ নিয়েই দেখিনা। এতো আমার নিজের বেতার। সিআরআই'র বাংলা বিভাগ ৪০ বছরের ঐতিহ্যবাহী সারস্বত প্রতিষ্ঠান। সুদীর্ঘ ৪০ বছর ধরে একটি আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের নিরবচ্ছিন্ন কার্যক্রম চালিয়ে যাওয়া সত্যিই এক অসাধারণ ব্যাপার। অগনিত শ্রোতা ভক্তের ভালবাসাকে পাসের করে সিআরআই'র বাংলা বিভাগের বহমান গতি সমানভাবে বয়ে চলেছে। সেই সঙ্গে প্রার্থনা করছি। এবং কায়মনে বাক্যে কামনা করছি ৪০ বছরে সীমিত নয় সিআরআই'র বাংলা অনুষ্ঠান এগিয়ে চলুক আরো সামনে। বিজয়ের জয়ধনিতে অতিক্রম করূক ৫০, ৭৫, শতবর্ষ পেরিয়ে অনেক দূরে।'

ভারতের নগাঁও জেলার ছেক্রেটারী ফ্রেউন্ডছ ডিএক্স ক্লাবের আব্দুর রশ্বিদ আনছাবী তাঁর প্রবন্ধে বলেছেন, 'হে আমার প্রিয় সিআরআইর বাংলা বিভাগ, তোমায় শ্ররনের অভিজ্ঞতার ওপর আদা ও কালোর মাধ্যমে উপস্থাপন করতে গিয়ে আমি খানি কধা থেমে থেতে হচ্ছে। কোথায় থেকে শুরু করে কোথায় কোথায় টানব। তবে হা উপস্থাপনের শুরুতেই আমার অন্তরস্থল থেকে এ ধরণে প্রকাশ হতে চাচ্ছে সে সিআরআই বাংলা বিভাগ আমার মহা সন্মানীয় শিক্ষক, জ্ঞানের আলোদিয়ে লেখা বই, সছিক পথদেশন পথিক ঘোর অনুকারের আলো, আমার পরম বন্ধু, আমার মেন জীবন, আমার মেন দুনয়ন এবং সাথে সাথে আমার প্রেমও ভালবাসা। এটাও লিখতে ভূলে গেলে অবশ্যই মহা একটা ভূল করা হবে মে সিআরআই বাংলা বিভাগ হচ্ছে আমাকে সদা সর্বদাই তীর গতিতে সদ্যসত্য সংবাদ শনান, একটি নির্ভরমুগ্য বহিংবিশ্বের বেতার প্রেতিষ্ঠান। বহু জাতির ইতিহাস, তাদের রীতি-নীতি, চলন কুরণ ইত্যাদি সম্পর্কে আপনাদের কাছ থেকে জানতে পেয়ে আমার মেন এটাই শিক্ষা নিতে ইচ্ছে যে সহজ সরল জীবন ধারণ করা। অবশ্যই মানুষের করনীয় যার মাধ্যমে মানুষের মনুষত্ব অবশ্যই অবশ্যই চিটিয়ে মাকে ও আধুনিকতার ছোরাই মনুষত্ব নামক ঝিনিসধাকে পশুত্বে রূপান্তরিত না হয়। সিআরআই'র বাংলা আমার অভিজ্ঞতার ঝলকে তথ্য, সংবাদ ও বিশ্লেষনে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠতা সিআরআই বাংলাকে দিয়েছে বিশ্বের অন্যান্য বহিঃবিশ্বের আন্তর্জাতিক বেতার সংস্থার তুলনায় অপরিসীম বিশ্বাস যোগ্যতা। অদূর ভবিষ্যতেও সিআরআই বাংলার উত্তরোত্তর সাফল্য, শ্রীবৃদ্ধি ও অব্যাহত অগ্রগতির কামনায় আমার নিবন্ধে ইতি টানছি।'

আসলে শ্রোতাদের প্রবন্ধ পড়লে আমাদের অনেক মুগ্ধ হই। আপনাদের প্রবন্ধে জানা গেছে, সবাই শ্রোতা সিআরআই'র বাংলা বিভাগের ইতিহাস অনেক জানেন এবং আপনাদের আমাদের অনুষ্ঠানে আরো বেশি প্রত্যাশ্যা রয়েছে। আমরা অবশ্যই এত আন্তরিকভাবে আমাদেরকে সমর্থন করার শ্রোতাদেরকে আরো সুন্দর অনুষ্ঠান তৈরীর চেষ্টা করবো।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040