চীনের জাতীয় প্রধান অর্থকারী ফসলের নাম কি? চীনের জাতীয় প্রধান অর্থকারী ফসল হল কার্পাস, তেল উত্পাদনের উপকরণ, চিনি উত্পাদনের উপকরণ, তামাক পাতা, শণ গাছ ও ওষুধ তৈরীর উপকরণ। এসব ফসল চাষা করার আয়তন হল চীনের মোট ফসলের শতকরা ১৪.৪ ভাগ। এছাড়াও চীনের অর্থকারী ফসল আরো রয়েছে চা, তুঁতগাছ, ফল ও রবার ইত্যাদি। চীনের অর্থকারী ফসল হল মোট কৃষি ফসলের উত্পাদনের পরিসংখ্যানের ৩০ শতাংশ।
বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার গ্লোবাল রেডিও লিসনার্স ক্লাবের সদস্য আমিনুল ইসলাম তিনটি প্রশ্ন করেছেন। তাঁর প্রথম প্রশ্ন হল পেইচিং নামকরণ কিভাবে হয়েছে? আপনি অনেক ভাল প্রশ্ন করেছেন। আপনার প্রশ্নের জবাব হচ্ছে, ইতিহাসে পেইচিংয়ের ২০টিরও বেশি নাম রয়েছে। চীনের থাং রাজবংশ কিবাং একহাজারেরও বেশি বছরের আগ থেকে চিংয়ের রাজধানীর অর্থ রয়েছে। ১৩৬৮ সালে মিং রাজবংশ প্রতিষ্ঠার সময় পেইচিংয়ের নাম ছিল পেইফিং। মানে উত্তর চীন দমন করা। তারপর ১৪০৩ সালে মিং রাজবংশের সরকার আনুষ্ঠানিকভাবে পেইফিং থেকে পেইচিংয়ে পরিবর্তন করেছে। এখন পর্যন্ত পেইচিংয়ের নামের ৬শোরও বেশি ইতিহাস রয়েছে। দুই: চীনে এ পর্যন্ত কোন নারী কি প্রেসিডেন্ট হয়েছেন? আপনার জবাব হচ্ছে, এখন পর্যন্ত চীনের কোনো নারী প্রেসিডেন্ট নেই। কিন্তু চীন একটি গণতন্ত্রিক দেশ এবং চীনের পুরুষ ও নারীদের সমতা অধিকার রয়েছে। চীন পুরুষ ও নারী সমতার নীতিতে অবিচল থাকে। তিন: চীনে গণভোট হবার পদ্ধতি কি? আপনার জবাব হচ্ছে, চীনের লোকসংখ্যা অনেক বেশি। সেজন্য প্রত্যক নাগরিক সরাসরি ভোটদানে অংশ নেয়ার সম্ভাবনা নেই। চীনে নাগরিকরা প্রথমে নিজের প্রতিনিধি নির্বাচন করবে। তারপর প্রতিনিধিরা গণ কংগ্রেসের প্রতিনিধি সম্মেলনে নাগরিকদের পক্ষ থেকে ভোটদান করবেন।
ভারতের পশ্চিম বাংলার দার্জেলিং জেলার তাপাস হাল্দার জানতে চেয়েছেন, চীন থেকে ভারত পর্যন্ত কত দূর? আপনার জবাব হচ্ছে, চীন ও ভারত হল দু'টি প্রতিবেশী দেশ। তিনি আরো জানতে চেয়েছেন, চীনের সর্বোচ্চ পাহাড়ের নাম কি? হিমালাইয়াস পাহাড় হল চীনের ও বিশ্বের সর্বোচ্চ পাহাড়। এখন পর্যন্ত হিমালাইয়াসের উচ্চ হল ৮৮৪৪.৪৩ মিটার। আচ্ছা, বন্ধু আপনি ইংরেজিতে আমাদেরকে চিঠি লিখেছেন। কিন্তু আমরা বাংলায় অনুষ্ঠান প্রচার করি। সেজন্য আমরা অবশ্যই বাংলা পড়তে পারি। আশা করি, ভবিষ্যতে আপনি বাংলায় চিঠি লিখবেন। আমাদের মধ্যে বাংলায় যোগাযোগের কোনো অসুবিধা হবে না। আপনাকে আমাদের ওপর সজাগ দৃষ্টি রাখার জন্য ধন্যবাদ জানাই।