|
||||||||||||||||||||||||||||
বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার গ্লোবাল রেডিও লিসনার্স ক্লাবের সদস্য সাদিয়া মুনমুন তাঁর প্রবন্ধে বলেছেন, 'আমি সিআরআই বাংলা অনুষ্ঠানের প্রায় নতুন একজন শ্রোতা। তাই আমার সিআরআই শোনার অবিজ্ঞতাও খুব কম। আমি কিভাবে এই নিবন্ধ লিখবো এবং এই প্রতিযোহগিতায় অংশ নেব সেটাই ভাবছি। আমি জানিনা আমার এই নিবন্ধ আপনাদের মনে কোন প্রকার দাগ কাটতে পারবে কিনা। আমি ২০০৬ সাল থেকে সিআরআই'র বাংলা অনুষ্ঠান প্রথম শুনতে শুরু করি। আমি তখন পঞ্চম শ্রেনীর ছাত্রী ছিলাম। আমার বাবা দীর্ঘকাল যাবত্ সিআরআই'র বাংলা অনুষ্ঠান শুনে থাকেন মূলত: তার অনুপ্রেরনায় আমি অনুষ্ঠান শুনতে পেয়ে ভীষন মুগ্ধ হয়ে পড়ি। তাদের বাংলা উচ্চারন, সুন্দর কন্ঠস্বর ও বাচনভংগী আমাকে খুবই বিমোহিত করে। চীনা শিল্পীদের কন্ঠে বাংলা গান শুনে আমি বিমুগ্ধ হই। ২০০৬ সালের ১৫ই জুলাই'র বাংলা অনুষ্ঠানসূচীতে বাংলা বিভাগের সব বন্ধুদের ছবি দেখে আমার উত্সাহ আরো বেগে যাই। বিগত বছরগুলোতে আমি সিআরআই'র বাংলা অনুষ্ঠান শুনে চীন এবং চীনাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে সক্ষম হয়েছি। সিআরআইর না শুনলে যা জানা হয়তো কখনোই সম্ভবপর হত না। আমার সিআরআই শোনার অভিজ্ঞতা হয়তো আগামী বছরগুলোতে আরো সমৃদ্ধশালী হবে। আমি সিআরআই'র সাথে সম্পুক্ত আছি এবং ভবিষ্যতও থাকবো এই প্রত্যাশা ব্যক্ত করে আমার আজকের নিবন্ধ লেখার এখানেই সমাপ্তি টানছি।' আপনি অনেক ভাল লিখেছেন। আপনি বলেছেন, আপনি ২০০৬ সাল থেকে আমাদের অনুষ্ঠান শুনে শুরু করেছেন। সেজন্য আসলে আপনি আমাদের পুরানো বন্ধু হয়েছেন। আশা করি, আপনি অব্যাহতভাবে আমাদের অনুষ্ঠানকে সমর্থন করবেন।
বাংলাদেশের পাবনা জেলার পাচসুয়াইল রেডিও লিসেনার্স ক্লাবের এডিটার এস.এম.এহানান তাঁর প্রবন্ধে বলেছেন, আমার বয়স যখন ১২ বত্সর রেডিও পিকিং নাম ছিল বর্তমানে আমার বয়স ৪৫ বত্সর এ যাবত্ আমি সিআরআই'র বাংলা অনুষ্ঠান খুবই গুরুত্ব ও শ্রদ্ধার সাথে অনুষ্ঠান শুনে আসছি দীর্ঘ দিনের অভিজ্ঞতায় সিআরআইকে জানি ও চিনি আমি সিআরআইকে বিভিন্ন সময় মতামত পরামর্শ অগনিত চিঠি প্রদান করেছি। সিআরআই বাংলা অনুষ্ঠান বৈচিত্রময় অনুষ্ঠান প্রচারের মাধ্যমে শ্রোতাদের মধ্যে ব্যাপক খ্যাতি অর্জন করেছে। যত দিন বেচে থাকবে ততদিন সিআরআইর'র সাথেই থাকবো সিআরআই'র বাংলা অনুষ্ঠান আগামীতে আরও সুন্দর ও আকর্ষণীয় হোক এ কামনা করি।
প্রিয় শ্রোতা বন্ধুরা, আসলে সবগুলো প্রবন্ধ অনেক লম্বা এবং সুন্দর। কিন্তু আমাদের সকল প্রবন্ধ বলার সময় যথেষ্ট সময় নেই। সেজন্য আপনারা আমাদেরকে মাফ করবেন যে, আমরা মাত্র প্রবন্ধগুলোর সবচেয়ে সুন্দর অংশ বলতে পারবো। আপনাদের প্রবন্ধগুলো পড়লে আমরা সবাই মুগ্ধ হই। আপনাদেরকে আমাদের অনুষ্ঠানকে সমর্থনের জন্য ধন্যবাদ জানাই।


| © China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |