বাংলাদেশের বগুড়া জেলার শ্রোতা মো: শাহ জালাল তার চিঠিতে জিজ্ঞেস করেছেন, চীনে কতগুলি মহানগরী আছে? প্রিয় শ্রোতা বন্ধু, চীনের স্থলভাগের মোট আয়তন ৯৬ লক্ষ বর্গ কিলোমিটার। চীনে ২৩টি প্রদেশ, পাঁচটি স্বায়ত্তশাসিত অঞ্চল ও চারটি কেন্দ্রীয় শাসিত মহানগর আছে। পাঁচটি কেন্দ্রীয় শাসিত মহানগর ছাড়া, প্রতিটি প্রদেশের রাজধানী একটি মহানগরী। এভাবে হিসাব করা হলে চীনে ত্রিশটিরও বেশী মহানগরী আছে।