চীনের জনসংখ্যা কত? নারী ও পুরুষজনসংখ্যা কত?
2009-10-19 10:32:45 cri
বাংলাদেশের জামালপুর জেলার অপরূপা রেডিও লিসনার্স ক্লাবের কামরুন নাহার শীলা জানতে চেয়েছেন, চীনের জনসংখ্যা কত? নারী ও পুরুষজনসংখ্যা কত? গত সপ্তাহের অনুষ্ঠানে আমি আসলে এ প্রশ্নের উত্তর দিয়েছি। ২০০৮ সাল পর্যন্ত চীনের লোকসংখ্যা হল ১৩২কোটি ৮০লাখ ২০হাজার। বর্তমানে চীনে পুরুষের সংখ্যা নারীর চেয়ে বেশি। পুরুষ:নারীর হার হল ১১৭:১১০।
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা